পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8b-bo MAeAM AeMA AMAMAMeMAeeMAeMAeMAeS খাইয়া সব আপন আপন নিৰ্ব্বাচিত তাবুতে শয়ন করিলেন । সেই নিশীথ যামিনীর ঘন অন্ধকারের মধ্যেই সকলকে হত্যা করিয়া ফেলা হইল। এক গায়ক সৈয়দের ভক্ত ছিল—সে এই দুঃথবীরতা প্রচার করিয়া দিল । তড়িৎগতিতে এই শোক-সমাচার দুর্গে প্রবাহিত হইয়া সকলের হৃদয়-আকাশ আচ্ছন্ন করিয়া ফেলিল—তংক্ষণাং সৈয়দের সৈন্ত যুদ্ধ করিবার জন্য প্রস্থত হইল । রাজপুতের চেষ্টা ব্যর্থ হইল তাহারা ভাবিয়াছিলেন বুঝি দুর্গের সৈন্তেরা তাহদের চাতুৰ্য্যের নিকট পরাজিত হইয়াছে, কিন্তু এখন দেখিলেন দুর্গের রুদ্ধ কপাট উন্মোচন করা প্তাহীদের পক্ষে অসাধ্য ! তাহার। প্রবাসী—শ্রোবণ, ১৩৩e [ २७* छांभ, sब १७ সজাগ রাখিয়াছে। কীৰ্ত্তিসিংহের পুত্র কল্যাণমল এবং তাহার মৃত্যুর পর তাহার পুত্র বিশ্ব-বিশ্রত রাজা মানসিংহ দুৰ্গেশ্বর হইলেন। তিনি স্কুন্দর-কারুকার্য্য-খচিত মন্দির ও জটালিকা নিৰ্ম্মাণের জন্য চির-প্রসিদ্ধ। ইহারই সময়ের “গুর্জরীমহল” ও “মানমন্দির” অতীত গৌরবের পরিচয় দিতেছে। এই “মানমন্দিরের’ ভিতরের প্রাচীরগাত্রে তিনটি গুপ্ত পথ ছিল, এখন তাহা গাথিয়। বন্ধ করিয়া দেওয়া হইয়াছে। তোরণ ও প্রাচীরের কারুকার্য্য পরস্পর পরস্পরের সৌন্দৰ্য্যবৰ্দ্ধক এবং সৰ্ব্বাংশে চিত্তরঞ্জক। নিম্নতলা সব পৰ্ব্বত কাটিয়া নিৰ্ম্মিত হইয়াছে। এখন প্রথমে ভাবিয়াছিলেন সৈয়দের কোন আত্মীয় দুর্গ রক্ষা করিতেছে। কিন্তু পরে সমস্ত মৰ্ম্ম অবগত হইয়া গায়ককে পাচটি মাত্র গ দিয়া বশ করিয়| দুর্গ নিজেদের অধীনে আনিলেন । এই বংশের পাচজন রাজা বিশেষ প্রসিদ্ধ ছিলেন না । ষষ্ঠ ডুঙ্গরসিং ভাস্কর্য্য অতিশয় ভালবাসিতেন । ডুঙ্গর-সিংহের সময় “গোয়ালিয়র” "مخيم عنه:"منية 3. بسته به ভাঙ্গরকার্য্যে অতি উচ্চে উন্নীত হয় । তাহারই সময়ে পৰ্ব্বতগাত্রে খোদিতমূৰ্ত্তিসকলের নির্মাণকাৰ্য্য আরম্ভ হয়। সমস্ত মূৰ্ত্তি অতি নিপুণতার সহিত খোদিত হইয়াছে—সৰ্ব্বত্রই সূক্ষ্মশিল্পের পরিচয় জাজল্যমান। এখন বটে প্রায় সব মূর্তিরই হস্তপদাদি ছিন্ন—দেখিলে মনে হয়- যেন, কোন ধৰ্ম্মদ্বেষী ব্যক্তি পরধর্মের নির্য্যাতন করিবার জন্য মূৰ্ত্তিগুলিকে বিধ্বস্ত করিয়াছে ; কিন্তু যতই বিকৃত করুক— ঐসব মুক্তির ভগ্নাবশেষ প্রাচীনকালের শিল্পসৌন্দৰ্য্য প্রকটিত করিয়া অদ্যাপি সকলের বিস্ময় উৎপাদন করিতেছে। বর্তমান ‘গণেশ দরওয়াজা'ও তাহারই সময়ে নিৰ্ম্মিত হইয়াছিল । তাহার পুত্র কীৰ্ত্তিসিংহ ( অথবা করুণসিংহ ) একটি অতি বৃহদাকার পুষ্করিণী নিৰ্ম্মাণ করাইয়াছিলেন। উাহার নিৰ্ম্মিত “কীৰ্ত্তিমন্দির” এখনও তাহার স্মৃতি - 站。 ro, 鷺 . : - -- o ox on ল 幂 -> * * * . 3 a ایبیبیست ! -7__ा___ | g 煎 壹 - ബ t 颶 o Te 3 : . È 设° গোয়ালিয়রের মহম্মদ ঘোঁসের সমাধি তাহা অন্ধকারে আবৃত হইয়াছে। দুতলার নিয়ে একটি দালানের কেন্দ্রস্থলে চতুষ্কোণাকার একটি কুণ্ড আছে— শুনিতে পাওয়া যায়—তাহাতে পূর্বে কেশর ঘোলা হইত। “গুর্জরীমহল” সম্প্রতি পুরান্দ্রব্যশালায় পরিণত হইয়াছে । রাজা মানসিংহ অতিশয় আমোদপ্রিয় ছিলেন । তিনি অনেকগুলি দুর্গ জয় করিয়া নিজের রাজ্যের অন্তভুক্ত করিয়াছিলেন। একদা তিনি মৃগয়া-অভিপ্রায়ে বাহির হইলেন। ইতস্তত: পরিভ্রমণ করিতে করিতে একটি পল্লীতে অকস্মাৎ তিনি রূপের ডালি একটি যুবতীকে