পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8&e গোয়ালিয়রের বড় শাসবহুর মন্দিরের ভিতরের গুম্ব গ্র ও ছাদ করিবার অক্ষমতা দেখিয়। হুমায়ুনের নিকট আসিয়। বন্দী হইলেন । তিনি বন্দীকে সম্রাটের নিকট প্রেরণ করিলেন —লোদী রাজার উপর সস্তুষ্ট হইয়। যত্ন করিয়া পরগন শম্সীবাদ তাহfর জীবিকনিৰ্ব্বাহের জন্য তাহাকে দান করিলেন। আজীম হুমায়ুন দুর্গাধিপতি নিযুক্ত হইলেন । হিন্দুদিগের সৌভাগ্যস্থৰ্য্য আবার দুর্গ হইতে অপসারিত হইল। মাঝে কেবল একবার মাত্র বিদ্যুৎপ্রভার ন্যায় ক্ষণকালের জন্য দুর্গপ্রাকারে মহারাটাদিগের বিজয়বৈজয়ন্তী উড্ডীন হইয়াছিল ; পরে পেশওয়াদের পতনের সঙ্গে সঙ্গে গোয়ালিয়র দুর্গ হইতে স্বাধীনতা-মুন্দর চিরদিনের জg অন্তৰ্হিত হইলেন । রাজা পরমলদেব হইতে বিক্রম অবধি দশটি তোমোরবংশীয় রাজা ক্রমে ক্রমে ২.৫ বৎসর গোয়ালিয়র দুর্গের অধীশ্বর হইয়াছিলেন। দিল্লীর সম্রাটু সকলকেই সন্দেহের চক্ষে দেখিতে লাগিলেন—এবং পরিশেষে সকলের উপর হইতে তিনি স্বেচ্ছায় . . [ ২৩শ ভাগ, ১ম খণ্ড বিশ্বাস হারাইয়া ফেলিলেন । আজীম হুমায়ুনকে সন্দেহবশতঃ হত্যা করিলেন । এই ব্যাপার দেখিয়া হুমায়ুনের পুত্ৰ সলেমর্থ দুর্গ ত্যাগ করিয়া কাবুলে পলায়ন করিলেন ও সেখানে বাবরের সহিত যোগ দিলেন । অত্যাচারের মাত্রা ক্রমে বৰ্দ্ধিত হইল —লোদী বংশের প্রতাপ-বহ্নি আর অধিক দিন প্ৰজলিত থাকিতে পারিল না । পাণিপথে যুদ্ধ হইল—বিজয়লক্ষ্মী বাবরকে অভ্যর্থনা করিলেন । সম্রাট ইব্রাহীম ও গোয়ালিয়রের ভূতপূৰ্ব্ব রাজা বিক্রম চিরদিনের জন্য যুদ্ধক্ষেত্রে বীরশয্যায় শয়ন করিলেন, তাহার গোয়ালিয়রে বড় শাসবহু মন্দিরের থাম ও দরজা সঙ্গীরাও অনন্তকালের বক্ষে মাথা লুকাইলেন। বিজয়ী বাবর দিল্লী পৌছিয়াই রহীমদাদ খাকে দুর্গের ভার লইবার জন্য পাঠাইলেন । সে সময় লোদী দরবারের তাতার ধার অধীনে দুর্গ ছিল । কিছু দিন পরে রহীমদাদ খা সম্রাটের কুদৃষ্টিতে পড়িলেন ; তিনি দুর্গের ভার নিজের অনুগত বন্ধু