পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাও রাজা স্তর দিনকর রাও সিন্ধিয়ার মন্ত্রী রামসহায় কিছু রাজপুত সৈন্য সংগ্ৰহ করিয়া নিজের লুপ্ত রাজত্বের পুনরুদ্ধারের আশায় দুর্গে চড়াই করিলেন । আকৃবরের এক সেনাপতি কেয়া খ। সৈন্য সহ আসিয়া পৌছিলেন, রামসহায় ভগ্ন-মনোরথ হইয়। পলায়ন করিলেন ; দুর্গ আকবরের হাতে পড়িল ৷ আকৃবর ও র্তাহার পরবর্তী সম্রাটের যে সময় হইত্বে দিল্লী সিংহাসনের শোভাবৰ্দ্ধন করিয়া আসিয়াছেন সেই সময় হইতেই তাহাদের অধীনস্থ “কিলেদার” গোয়ালিম্বর দুগে অবস্থান করিয়া শাসনকাৰ্য্য পৰ্য্যালোচন করিয়াছেন । আকৃবরের পঞ্চদশ বৎসরের রাজত্বকালে কয় খা, আল্লা খা, সৈয়দ খাঁ, রাজা অস্কর্ণ ও তাহার পুত্র রাজা রাজসিংহ পরে পরে গোয়ালিয়র দুর্গের “কিলেদার” ছিলেন । জাহাঙ্গীরের সময় দ্বাবিংশতি বৎসরের মধ্যে আটজন প্রতিনিধি ক্রমে দুর্গ শাসন করিয়াছিলেন-- শেখবাবা, নসীরউল্লা, এয়ার খ, স্বজাত খ, মহব্বত খ, হরনারায়ণ ও তাতার খা । মহব্বত খ নিজের শাসনকালে জাহাঙ্গীরের নিকট প্রবালী—শ্রাবণ, ১৩৩৬ ২৩শ ভাগ, ১ম খণ্ড স্তার মাধে রাও সিন্ধিয় একটি লিপি এই মৰ্ম্মে পাঠাইলেন যে র্তাহীদের “দুশমন" শের শাহর “শের-মঞ্জর” হুমায়ুন-মঞ্জরের অপেক্ষ অধিক স্বন্দর ও মূল্যবান। সম্রাটু তাহা পড়িয়া আজ্ঞা দিলেন— যেন “শের-মঞ্জর" চূর্ণ-বিচূর্ণ করিয়া ফেলিয়া তাহার স্থানে সেইসব জিনিষের সাহায্যে একটি স্বৰ্দশ “জাহাঙ্গীর-মঞ্জুর” নিৰ্ম্মাণ করান হয়। এই মহলটি দুৰ্গেশ্বর হরনারায়ণের পৰ্য্যবেক্ষণে তৈয়ার হইয়াছিল। র্তাহার পরবর্তী “কিলেদার” তাতার খ বিদ্বান ও সাধুভক্ত ছিলেন। সম্রাট শাহাজাহানের সময় সৈয়দগণ এই দুর্গের “কিলেদার" নিৰ্ব্বাচিত হইয়াছিলেন । সৈয়দের বীরত্বের প্রশংসা আমরা মুসলমান ঐতিহাসিকের নিকট খুব পাই। সৈয়দ মুজফ ফার, সৈয়দ আলম, মীরনি সৈয়দ ও সৈয়দ মহব্বত খ এই চারিজন মাত্র কিলেদার শাহ জাহানের সময় তুর্গে প্রতিনিধি স্বরূপ ছিলেন। ঔরঙ্গজেব খাজা আবদুল্লাখাকে দুর্গে পাঠাইলেন। সেই সময় এস্থানে চতুৰ্দ্ধিকে দুর্ভিক্ষ পড়িয়াছিল। খাজা