পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& O3 লস এঞ্জেলসের কৃত্রিম সর্পবাস-ভদ্রলোক একটা সাপকে উপরে তুলিয় পৰ্যবেক্ষণ করিতেছেন দেশে খুব বেণী আশ্চৰ্য্যজনক ব্যাপার নহে । সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্ণিয় প্রদেশে লসৃএঞ্জেলেস্ ( Los Angeles) প্রদেশে একজন সৰ্প-বিশারদ ভদ্রলোক সাপ পুষিবার এবং চাষ করিবার এক অভিনৰ জাগীর নির্মাণ করিতেছেন। যেখানে সাপেদের আবাসভূমি তৈরী হইবে সেই স্থানটির পরিমাণ হইবে দুই একর জমি । আবাস-ভূমি মাটিতে গৰ্ত্ত করিয়া নিৰ্ম্মিত হইবে এবং তাঁহার চারিদিকে কনক্রিটের উচ্চ দেওয়াল থাকিবে। দেওয়ালের উপর লোকের চলাফের করবার মত স্থান থাকিবে । দর্শকদের স্ববিধার জন্ত সমস্ত আবাস-ভূমির মাঝে মাঝে এইরূপ দেওয়ালের উপর রাস্তার বঙ্গেবন্ত করা হইবে, তাহাতে সকলে এই সর্পবাসের যে-কোন বিভাগ যুরিয়৷ ফিরিয়া দেখিতে পরিবে। আমেরিকার প্রায় সকল প্রকার সাপ এবং সরীস্বপ ( কুমীর ছাড়া ) এইখানে রক্ষিত হইবে । এই আবাসের মাঝখানে একটি জল বায়গা থাকিবে যেখানে সকল রকমের জলীয় বিশাক্ত সাপ, গোসাপ, গিরগিটি ইত্যাদি নিৰ্ভয়ে এবং সপরিবারে বাস করিবে । আমেরিকার ঝুমঝুমি-সাপের জন্ত বিশেষ বন্দোবস্ত করা হইবে। এই (rattle-snake) ঝুমঝুমি-সাপের মত ভীষণ এবং বিষাক্ত সাপ পৃথিলীতে খুব কমই আছে। আমাদের দেশে গোখরে সাপও ইহাদের কাছে সাপের মুখ হইতে বিধ বরান হইতেছে, পাত্রের নীচে একটু বিধ জমা হইয়াছে ar প্রবাসী— শ্রোবণ, OOHO { ২৩শ ভাগ, ১ম খণ্ড হায় মানে। ইতিমধ্যেই প্রায় ৫•• ঝুমঝুমি সাপ জোগাড় করা হইয়াছে। ইহাদের একবারে ২৫ হইতে ৩• পৰ্য্যস্ত বাচ্চ হয়—বাচ্চাদের’ বড় হইতে পূর্ণ এক বছর সময় লাগে। ७३५ांन हई८ठ कणखफ्रिtजब्र छछ मl* मङ्गबब्रांश् कब्र झईएव । আমেরিকার শিক্ষালয়সমূহেও সাপের দরকার হইলে এই স্থান হইতে লওয়া চলিবে । সাপের তেল এবং সাপের বিষ বাজারে চালান হইবে। সাপের তেল বাঙের ঔষধ এবং যে-সমস্ত কারিগর সূক্ষ্ম স্বপন্ন যন্ত্রপাতি তৈয়ার করে, তাহদেরও খুব কাজে লাগে। সাপের বিষ আজিকাল অ্যালোপ্যাথিক ঔষধে নানা রকম কাজে লাগিতেছে । আট নয় দিন অন্তর সাপের বিষ বাহির করিয়া লওয়া যাইতে পারে—তাহীতে সাপের কোন ক্ষতি হয় না । সপাবাসের কাছে আরো অদ্ধ একার জমি লওয়া হইয়াছে—সেখানে ইদুর এবং ছুচো রাখা হইবে । এই-সমস্ত ইদুর এবং ছুচোর বাচ্চ হইবে—এবং তাহারা সৰ্পগড়ের অধিবাসীদের খাদ্যরূপে ব্যবহৃত হইবে। হিসাব করিয়া দেখা গিয়াছে যে প্রথম প্রথম প্রত্যেক সপ্তাহে প্রায় দশ পনর হাজার করিয়া ইদুর এরং ছুচোর দরকার হইবে । লস্ এঞ্জেলসের সপাবাস অধিকারী উtহার কয়েকটি প্রিশ্ন সাপকে লইয়া খেলিতেছেন এই সপীবাসে সপচরিত্র অধ্যয়ন করিতে খুব সুবিধা হইবে-কারণ যে-কোন সময়ে এবং অবস্থীয় সাপকে পর্য্যবেক্ষণ করা চলিবে । যে ভদ্রলোক এই অভিনব কাজটি করিতেছেন—তিনি গত ৩৫ বৎসর সর্পসম্বন্ধে নানা বিধয় অনুসন্ধান এবং পর্য্যবেক্ষণ করিয়াছেন। উহাকে সৰ্প চরিত্র-বিশারদ উপাধি দেওয়া উচিত। তাহার মতে র্যাটল সাগ সাপদের রাজা । ইহীরা অনাবগুক কাহাকেও দংশন করে না । আঘাত পাইয়াও ইহারা আঘাতকারীকে পলায়ন করিবার যথেষ্ট সময় দেয়। অধিকাংশ সাপই দংশন করে বটে—কিন্তু তাহা ভয় পাইয়া, রাগিয়া নহে। খুব একটুতেই তাহারা ভয় পায়। বন্দী-অবস্থায় সাপ, অনেক সময়, একটুকাল পরেই মারা যায়—তাহাও অতিক্তি ভীতির জষ্ঠ । আমেরিকার “সিল্ভার রেসার" নামক সাপই কেবল বঁাশীতে পোষ মানে এবং খেলে। যে-কোন মিষ্ট বাদ্যযন্ত্রে এই সাপ মুগ্ধ হইয়। বাদকের খুব নিকটে জাসে এবং যতক্ষণ পৰ্য্যন্ত সেই বাদ্য বাজিবে ততক্ষণ পৰ্য্যন্ত সেখানে খাকিবে । -