পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা ] পুলিসের ইলেক্‌টুক্‌ হাত-বাতি অন্ধকারে ঝড়বাদলের দিনে পুলিস হাত বাড়াইলেও অনেক সময় . গাড়োয়ান বা মোটরচালকেরা তাহা দেখিতে পায় না এবং তাহার জন্য সময় সময় নানা প্রকার বিপদ ঘটে । এখন ( আমেরিকায় ) একপ্রকার হাত-বাতির প্রচলন হইয়াছে। পুলিসের কোমরে পেটিতে ব্যাটারি থাকিবে এবং হাতের বালবের সহিত তাহ পাতলা তার দিয়া যুক্ত থাকিবে পুলিস হাত মেলিলেই জ্বলিয়া উঠিবে। এই আলোর বেশ জোর হইবে এবং লোক সহজেই দেখিতে পাইবে । পুলিশের হাত-বাতি পায়ের ছাপ— বৈজ্ঞানিকের বলেন যে শিশুকালে যদি কাহারও পায়ের ছাপ লওয়া যায়, তবে তাহীর সাহায্যে সেই শিশুকে পরে তাহার যৌবন বা বৃদ্ধ অবস্থার পায়ের ছাপ লইয় চিনিতে পারা যায়। প্রত্যেক ব্যক্তির পায়ের নীচে এমন কতকগুলি দাগ থাকে তাহী কোন দিনও নষ্ট হয় না এবং বৈজ্ঞানিকের তাহা বেশ সহজেই ধরিতে পারেন । আমেরিকাতে এখন শিশুদের জন্ম রেজেষ্টারি করিবার সময় পায়ের ছাপও একটি দিতে হয়- যে কাগজে পায়ের ছাপ থাকে তাহার এক পাশে শিশুর মাতারও 8 يخ اكتسعينة হাতবাতির তোড়-জোড় স্বল্পকায় মেজর ীিরেন্স তিনজন অতিকায়কে টানিতেছেন একটি আঙ্গুলের ছাপ পড়ে। শিশু হীরাইa গেলে বা চুরি হইলে বা অস্ত কোন নামে একের শিশুকে অষ্ঠের বলিয়৷ চালাইতে গেলে তাঁহ সহজেই ধরা পড়িবে। আজকাল অনেক হারানে। ছেলে এই পায়ের ছাপের সাহায্যে উদ্ধtয় জুইতেছে। লিউ ইয়র্কের নারী-পুলিস মিসেস মেরি, ই, হামিণ্টন এই কাজে খুব দক্ষত দেখাইতেrছন। গোয়েন্দ। বিভাগের কাজেও ইহ। যথেষ্ট সাহায্য করিবে । ১৮ ইঞ্চি মানুষ— মেজর ক্লারেন্স লম্বীয় একহাত ওজনে সাড়ে আট সের। পৃথিবীতে এখন এত পৰ্ব্বীকৃতি বয়স্ক ব্যক্তি আর নষ্ট । ইনি একটি কাঠের গাড়ীতে দগুtয়মান তিনটি “অতিকায়" মানুষকে টানিবার চেষ্টা করিতেছেন। অতিকায়দের মধ্যে মাঝের জন সবচেয়ে ছোট—তার দৈর্ঘ্য সাতফুট চার ইঞ্চি । 溺 হেমন্ত চট্টোপাধ্যায়