পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা ) . বেনে-জল- ‘ · ●8● আমাকে গরীব- ব’লে হেয় জ্ঞান করুবার ভাবটা লুকানো থাকৃত না । গরীবরা আর যাইই হোক, আমারই স্বজাতি।” —“আর আমরা আপনার পর ? তা হ'লে আপনিও তো আমাদের কম ঘৃণা করেন না রতন-বাৰু!” -“স্কৃণার বিনিময়ে ঘৃণা পাওয়াই স্বাভাবিক।” —“ত হ’লে আমার বাবাও আপনার স্থণার পাত্র ?” —“দেখুন, আলোচনাটা আপনি বড় ছোট গণ্ডীর ভেতরে এনে ফেলেচেন । ধনী মাত্রকেই আমি যে স্থণা করি, আপনার এ সন্দেহ অমূলক । অনেক ধনী আছেন, র্যাদের ধনের গৰ্ব্ব নেই। যেমন আপনার বাবা । আমার কাছে তিনি শ্রদ্ধার পাত্র।” - —“আচ্ছা, আমার বাবা কোনদিন আপনাকে প্রতি-নমস্কার করতে ভুলে গেলেও তো আপনি ভাবতে প্লারেন, গরীব বলে তিনি আপনাকে অবহেলা করেচেন ? —“ন, তা ভাবব না। আপনার বাবা অচেনা হ’লে তাই ভাব তুম বটে, কিন্তু তার স্বভাবের আসল রূপটি যে আমি আগেই দেখতে পেয়েচি !" —“তবেই দেখুন, আপনার ভ্রমও হওয়া স্বাভাবিক। এক্ষেত্রেও আপনি ভ্ৰমে পড়েচেন ব’লেই মনে করুন।’ —“অগত্যা । আপনি যে-রকম স্থকৌশলে আমাকে কোণঠাসা করলেন, তাতে সত্যকেও মিথ্যা না ব'লে আমার আর উপায় নেই। ভবিষ্যতে আপনার সঙ্গে সাবধান হ’য়ে কথা কইব । ও: , কোন ভালো ব্যারিষ্টার ও আমাকে এতটা কাবু করতে পাবৃত না,—ধন্য আপনি !" —“আচ্ছ, আপনার এই মৌখিক ‘সার্টিফিকেট নিয়ে আপাতত আমি বিদায় হচ্চি”—এক্ট ব’লে সুনীতি হাসতে হাসতে চলে গেল। এতক্ষণে স্থমিত্ৰা মুখ খুললে। রতনের কাছে এসে মিনতি-মাখানো স্বরে বললে, “দোহাই রতন-বাৰু, যতদিন না আমার ছবি-জাক শেখা শেষ হয়, অন্তত ততদিন পৰ্য্যন্ত আপনি যেন দয়া ক'রে আমাকে ধনীর মেয়ে বলে झुर्बी कबूद्रबन नी !” - রতন বললে, “ও, বড়ীর পরে এইবার বুঝি ছোট’র পালা ?” AMAAASAASAASAASAASAA AAASA SSASAS SSAS SSAS SSAS স্বমিত্রা বললে, “নিশ্চয়ই। আপনিই তো এইমাত্র বললেন—ছোট মাত্রই সামান্ত নয়!” —“বেশ, আমি আগেই হার মানচি।" —“তা হলে আর কথাই নেই।... ...দেখুন দেখি, এ পদ্মটা কেমন আঁকা হয়েচে ?” রতন দেখে হেসে বললে, “এটা কি পদ্ম ?” স্থমিত্র গম্ভীর মুখে বললে, “আমার তো তাই বিশ্বাস । —“আমার বিশ্বাস অন্যরকম। এটা কিভূতকিমাকার ।” —“ধরুন তাই। কিন্তু কেমন আঁকা হয়েচে ?” —“কিম্ভূতকিমাকারের আর ভালো-মন্দ কি ? আপনি কি সত্যই পদ্ম স্বাক্বার চেষ্টা করেচেন ?” —“কি যে আঁকবার চেষ্টা করেছিলুম তা জানি না । তবে একে যা দাড়িয়েচে, তারই নাম দিয়েচি পদ্ম ।’’ —“তা বেশ করেচেন। কিন্তু আমি আপনাকে আজ গেলাস আঁকৃতে ব’লে গিয়েছিলুম, গেলাস একেচেন f r" —“ন রতন-বাবু, গেলাস স্ট্রাকৃতে ভালো লাগল না !” —“আপনি এতটা স্বাধীন হ’লে তো আমার এখানে মাষ্টারি করা পোষাবে না সুমিত্রা দেবী ! তা হ’লে আমার মনে হবে, আমি আপনার বাবাকে ঠকিয়ে মাইনে নিচ্চি ! - স্থমিত্রা কাচুমাচু মুখে বললে, “আমাকে মাপ করুন। আমি এখুনি গেলাস স্ট্রাকৃচি!” এই ব’লে সে কাগজপেন্সিল নিয়ে বসল। কিন্তু খানিকক্ষণ চেষ্টা ক’রেই ব’ললে "আজকে আমাকে ছুটি দিন। আমার আকৃতে মন বস্চে না ।" s —“ভ হ'লে আজ আমিও যাই ।” —“যাবেন কেন, বন্ধন না,—একটু গল্পস্বল্প করি ” —“গল্প করবার জন্তে আপনার বাবা আমাকে রাখেন नि ।” —“কেন, আপনি কি আমাদের বন্ধু নন ?" —“না। বন্ধু হ’লে আপনাদের কাছ থেকে মাইনে নিতুম না। আমি আপনাদের চাকর।” স্বমিত্র মুখ ভার ক'রে বললে, “আপনি বড় শক্ত