পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা ] بیمه عمیمیایی ۹ বাঁকুড়া মেডিক্যাল-স্কুল বাংলাদেশের স্বাস্থ্য এত খারাপ এবং এখানে রোগের প্রাদুর্ভাব এত বেশী, যে, এখানে চিকিৎসা শিখাইবার জন্য যে সামান্ত কয়টি শিক্ষালয় আছে, তাহা অপেক্ষ আরো অনেক বেশী দরকার। আমরা গত মানের প্রবাসীতে দেখাইয়াছি, যে, স্বাস্থ্যকর গ্রেটব্রিটেন ও আয়ারলণ্ডে বাংলাদেশের চেয়ে ঢের বেশী চিকিৎসা-শিক্ষালয় আছে । বঙ্গের যেখানেই চিকিৎস-বিদ্যালয় স্থাপিত হউক, সব জেলার ছাত্রই সেখানে পড়িতে পারে । বঁকুড়া মেডিক্যালু স্কুলের “মানবৃ" নামক লুণ্ঠন ছাত্রাবাস সেই কারণে বাকুড়। মেডিক্যাল স্কুল বাকুড়া শহরে স্থাপিত হইলেও আমরা সৰ্ব্বসাধারণকে সাহাস্য দিতে অনুরোধ করিতেছি। বঁকুড়ায় এই বিদ্যালয় স্থাপন করিবার বিশেষ কারণ আছে। এক সময়ে লাকুড়া জেল খুব স্বাস্থ্যকর ছিল । কিন্তু ১৯১১–১৯২১ দশকের সেন্সাসে দেখা যায়, যে, বাংলা দেশের মধ্যে ঐ জেলাতেই সকলের চেয়ে বেশী লোকসংখ্যার হ্রাস হইয়াছে। দশবংসরে হাজারে একশত চারিজন লোক সেখানে কমিয়াছে। মন্দের ভাল এই, যে, বাকুড় শহর এখনও অপেক্ষাকত স্বাস্থ্যকর আছে। ছাড়া তথায় একটি প্রথম শ্রেণীর কলেজ আছে। কলেজের কৰ্ত্ত পক্ষ মেডিক্যাল স্কুলের ছাত্রদিগকে তথায় রসায়নীবিদ্যা ও পদার্থবিদ্যা শিখিবার অনুমতি দিয়াছেন, এবং উহার প্রিন্সিপ্যাল ব্রাউন সাহেব মেডিক্যাল さ引・ বিবিধ প্রসঙ্গ—বাঁকুড়া মেডিক্যাল-স্কুল বঁকুড়া মেডিকাল স্কুলের শব-ব্যবচ্ছেদ গৃহ পুলটির অবৈতনিক সুপারিণ্টেণ্ডেণ্টের কাজ করিতেছেন । পাকুড়ায় একটি ই{সপাতাল ও একটি কুষ্ঠাশ্রম আছে। তাহ। ব্যতীত মেডিক্যাল স্কুলের সংসবেও একটি হাসপাতাল স্থাপিত হুইবে । তাহাতে অন্যান একশত জন বোগার স্থান হইবে । এই-সব প্রতিষ্ঠানের দ্বীর ছাত্রদের শিক্ষার সাহায্য হইবে । বাঁকুড়ায় থাকিবার ব্যয় অপেক্ষা কৃত কম । পাকড় সম্মিলনী এই বিদ্যালয় স্থাপন কবিয়াছেন । DBB BBBSBK 0 BBS BB BBBBB BB BBB পঞ্চাশ হাজার টাকার প্রয়োজন । তাছার জন্য ভূতপূর্ব হাইকোর্ট-জজ শযুক্ত দিগম্বর চট্টোপাধ্যায়, গ্রিন্সিপ্যাল ব্রাউন, অবসরপ্রাপ্ত জজ রায় বাহাদুর বৈদ্যনাথ ঘটক, বঁকুড়া ডিষ্ট্রিক্টবোর্ডের চেয়ারম্যান রায়সাহেব বামাচরণ বাঁকুড়া মেডিক্যাল স্কুলের “কোহিনুর ছাত্রাবস" নামক বর্তমান ছাত্রাবাস