পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবাসী—শ্রাবণ, ১৩৩০ - تتناول t) SAAAAAA AAAA S AAAA S SA SAS SSAS SSAS SSAS SS SS SS - - - রায়, অবসরপ্রাপ্ত এক্সিকিউটিভ, এঞ্জিনীয়ার ভোলানাথ বন্দ্যোপাধ্যায়, উকীল বিজয়কুমার ভট্টাচাৰ্য্য, ব্যারিষ্টার ব্রজকিশোর চৌধুরী, পোষ্ট ও টেলিগ্রাফ বিভাগের ডেপুটিডিরেক্টর জেনারেল রায় বাহাদুর হেমন্তকুমার রাহ, ব্যবস্থাপক সভার সভ্য ও হাইকোর্ট উকীল ঋষীন্দ্রনাথ সরকার প্রভৃতি সৰ্ব্বসাধারণের নিকট সাহায্য প্রার্থনা করিয়া একটি আবেদন প্রকাশ করিয়াছেন । বাঁকুড মেডিক্যাল স্কুলেব বৰ্ত্তমান স্কুল-গৃহ কলিকাত ১নং কেন্সিল হাউস্ ষ্টুটু ঠিকানায় ডাক ও টেলিগ্ৰাফ বি ভাগের ডেপুটি ডিৰেক্টৰ জেনেরাল, বাকুড়। সম্মিলনীর অবৈতনিক অর্থসচিব রায় বাহাদুর হেমন্তকুমার রাহ। মহাশয়ের নিকট টাকা-কড়ি পাঠাইতে হইবে । সরকারী ফ্যাক্যালটি অব মেডিসিন (State Faculty of Medicine ) caii farii fiica তালিকাদি নিৰ্দ্ধারণ করিয়াছেন, বাঁকুড়া মেডিক্যাল স্কুলে তদন্ত ধায়ী শিক্ষা দেওয়া হয় । রাজশাহীর অবস্থা গতবৎসর বাজশাহী জেলার যে অংশ প্লাবিত হইয়tছিল, তাহার অনেক স্থানের অবস্থা এপন ও ভাল হয় নাই । আনন্দবাজার পত্রিকা, স্বরাজ, হিন্দুস্থান, প্রভৃতি কাগজে এই সংবাদ বাহির হইয়াছে, যে, আচাৰ্য্য প্রফুল্লচন্দ্র রায় গত ৭ই জুলাই আত্রাই পৌঁছিয়াছেন এবং সেখান হইতে নৌকাযোগে তেজনন্দী গিয়াছেন । তেজনী একটি বড় S AAAA S AAAA S SAAAS AAAAA AAAASAA AAAS SSAAAAS SAAAAAA AAAAS AAAASS SSAAAS { ২৩শ ভাগ, ১ম খণ্ড SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS A SAS A SAS SSAS SSAAAASA SAA AAAA AAAA S S .ایم-حے ۔ ہے. --م--------- - সাহায্য-কেন্দ্র । তিনি পদব্রজে গ্রামে গ্রামে ভ্রমণ করিয়া গ্রামবাসীদের অবস্থার তদন্ত করিয়া জানিতে পারিয়াছেন, যে, তাহীদের অবস্থা এখনও খুব খারাপ ; তাহদের মধ্যে অনেকেই দিনে একবারও খাইতে পায় না। বৃষ্টি আরম্ভ হওয়ায় ধানভান-কাৰ্য্য প্রায় বন্ধ হইয়া গিয়াছে ; দিন ভাল থাকিলে কিছু কিছু ধান ভান হয়। চর্ক এবং উীতের কাজ চালান হইতেছে । ত্রিশ বৎসর আগে আশে-পাশের সকল গ্রামে তুতগাছের আবাদ ছিল, এবং রেশম-শিল্পে শত শত লোকের জীবিকার সংস্থান হইভ । এখন তাহারা সকলেই কুষিজীবী হইয়াছে। ইহ সুখের বিষয়, যে, কোনও কোনও কেন্দ্রে স্থানীয় তুলার গাছ ও চরকার প্রচলন আছে ; খন্দর বয়ন পুনঃপ্রবর্তনের চেষ্টা করা হইতেছে। আত্রাইয়ে একটি চরকা ও তাতের বিদ্যালয় গোল হইয়াছে। তাহাতে শিক্ষার্থীগণকে খন্দর প্রস্তুত করিবার সর্বপ্রকার উপায় শিথীন হইতেছে। ইহা খুষ আশার কথা, যে, বঙ্গ যুবক শিক্ষা দিবীর কাজ লইতে ইচ্ছক এবং কোনও কোনও শিক্ষাগী প্রত্যহ আটতোলা ১২নং সুতা প্রস্তুত করিতেছে। অত্রাইয়ের আউট ডোর ডাক্তারখানায় প্রত্যহ ৪• হইতে পঞ্চাশ জন রোগী যাইয় থাকে। ভ্রমণকারী ডাক্তার নির্দিষ্ট দিনে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করিয়া থাকেন । কয়েকটি লোক কালাজ্বরে আক্রান্ত হইয়াছে। রায় মহাশয় বৃদ্ধ বয়সে যেরূপ কৰ্ম্মিষ্ঠত দেখাইতেছেন, র্তাহ অপেক্ষা অল্পবয়স্ক ও অধিক অবসর-বিশিষ্ট লোকেরা দেশহিতকর কার্য্যে সেইরূপ কৰ্ম্মিষ্ঠত দেখাইলে দেশের চেহারা ফিরিয়া যায় । রেলওয়ে কৰ্ম্মচারীর বেতন &l st; āl Śē liffo (G. I. P. U. Monthly) নামক পত্রিকাতে রায় সাহেব চন্দ্রিক প্রসাদ ভারতবর্ষীয় রেলওয়েগুলির উচ্চতমপদস্থ কৰ্ম্মচারী এবং নিম্নতম কৰ্ম্মচারীগণের বেতন সম্বন্ধে যে মন্তব্য করিয়াছেন, তাহা পাঠ করিলে অনেক বিষয় জানিতে পারা যায় । ইহার ভিতর ভাবিয়া দেখিবার মত কথাও আছে । তিনি বলিতেছেন :– “ইহা কেহ আশা করে না, এবং কেহ ইচ্ছাও করে ন, যে, উচ্চপদস্থ কৰ্ম্মচারীরা একেবারে বিনা বেতনে কাজ করুন। আমরা এইটুকু চাই যে র্তাহীদের বেতন স্থির করার সময় যেন দেশের অবস্থা এবং নিম্নপদস্থ কৰ্ম্মচারীদের বেতনের প্রতি লক্ষ্য রাখিয়া একটু স্ববিবেচনার সহিত কাজ করা হয়। যাহারা ট্যাক্স, দেন, তাহাদিগের দিক হইতে বিচার করিলে, ভারতবর্ষের মত দেশে প্রতিমাসে ৩৫০০ টাকা বা ৪০০০ টাকা বেতন দিয়া একজন রেলওয়ে এজেণ্ট বা কৰ্ম্মাধ্যক্ষ