পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

t 648 وية SAMMAMAJJJJAASAAAAS AAASASASSJJSJJSJS JJJSSS ইহা দ্বারা, যে-সকল শিল্পকায্য এক এক জাতির লোক বংশপরম্পরায় করিয়! আসিতেছে, তাহার উন্নতি ও ংরক্ষণ হইয়াছে, হিন্দুসভ্যতা রক্ষিত হইয়াছে, ইত্যাদি নানা উপকার হইয়াছে । এই প্রকার কথার মধ্যে সত্য আছে । কিন্তু বর্তমান সময়ে এই উপকারিত লক্ষিত হইতেছে না। বরং এক এক রকম কাজ এক এক শ্রেণীর মধ্যে আবদ্ধ থাকিলে, মানবপ্রকৃতিত্ব রক্ষণশীলতাবশতঃ, প্রয়োজনীয় নুতন প্রণালী পদ্ধতি প্রভৃতি গৃহীত হইবার পক্ষে যে বাধা জন্মে, তাহারই দৃষ্টান্ত অনেক দেখা যায়। নূতন নুতন লোকে কোন কাজে প্রবৃত্ত হইলে স্বাধীনবুদ্ধি তাহাতে প্রযুক্ত হওয়ায় তাহার যে উন্নতি হয়, একই শ্রেণীর লোক তাহাতে লাগিয়৷ থাকিলে সে উন্নতি হয় না—যদি ও যে উন্নতি অতীত কালে হইয়া গিয়াছে, তাহ রক্ষিত হয় । এই প্রসঙ্গে, জিজ্ঞাস করা যাইতে পারে, যে, মুসলমানদের ও খৃষ্টিয়ানদের মধ্যে হিন্দুদের মত জাতিভেদ না-থাকা সত্বেও মুসলমান ও খৃষ্টিয়ানদিগের নান। শিল্প ও তাহীদের সভ্যতা কি প্রকারে রক্ষিত হইয়। আসিতেছে ? যদি হিন্দু-সমাজের মত জাতিভেদ না-থাকা সত্বেও মুসলমান ও খুষ্টিয়ান দেশসকলের সভ্যত। রক্ষিত হইয়া থাকে, তাহা হইলে এরূপ মনে করিবার কারণ কি, যে, জাতিভেদ না থাকিলে একমাত্র হিন্দু-সভ্যতাই লুপ্ত হইবে ? পঞ্চাশ বংগর আগে পয্যন্ত জাপানে জাতিভেদ ছিল । তাহার পর জাপানীরা উহ। উঠাষ্টয়া দিয়াছে (যদিও কোন কোন বিষয়ে এখনও কুসংস্কার আছে )। তাহার জাতীয় স্বাতন্ত্র্য-ও সভ্যতা-লোপের আশঙ্কণ করে নাই, এবং তাহাদের জাতীয় স্বাতন্ত্র্য ও সভ্যতা লুপ্তও হয় নাই ।

  • rمہ - - -Txمیہ

জামেরিকার গ্রাজুয়েট তুর্ক-মহিলা তুরষ্কের শ্ৰীমতী সাবিহা জেকেরিয়ার এই বংসর গত . জুন মাসে আমেরিকার কোলাম্বিয়া বিশ্ববিদ্যালয় হইতে সমাজতত্ত্ববিদ্যায় উপাধি পাইবার কথা ছিল। ইহায় পূৰ্ব্বে তুরষ্কের আর কোন মহিলা আমেরিকার, বিশ্ব প্রবালী—শ্রাবণ, ১৩০০ [ ২৩শ ভাগ; ১ম খণ্ড ية بييتي يتجسيسي مره : শ্ৰীমতী সবিঙ্গ জেকেরিয়া ও উহার কন্ঠ, সেভিম বিদ্যালয় হইতে উপাধি পান নাই । ইহার স্বামী মহম্মদ জেকেরিয়া ও কোলাঙ্গিযার ছাত্র । ইনি সংবাদপত্রপরিচালন-বিদ্যা শিখিতেছেন । উপাধি লাভের পর ঠহার। স্বামী স্ত্রী উভয়েই স্বদেশে ফিরিয়া যাইবেন এবং সেখানে নিজ নিজ কাধ্যে রত হইবেন । ইহাদের ছয় বংসর বয়সের ছোট মেযেটিও বড় অবহেলার পাত্র নয়। সেভিমৃ ফরাসী, ইংরেজী ও তুর্কী ভাষায় অনর্গল কথা বলিয়। যাইতে পারে। এখন গাল’স্কাউট ( Girl Scout ) হওয়াই তাহার প্রধান উচ্চাকাঙ্ক্ষা। শ্ৰীমতী জেকেরিয়৷ নিউইয়র্কের তুরস্কহিতৈর্ষিণী সভার অধিনেত্রী। .েকলোম্বিয়। আমেরিকার অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় । “কর-সেবা” প ফ্লাবের অমৃতসর নগরটির নাম তথ। কার শিখস্বর্ণমন্দির-সংলগ্ন “অমৃতসর" ( অর্থাৎ অমরত্বের সরোবর ) ड्रड । লেখেন,