পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 of siteji , বিবিধ প্রসঙ্গ—ছুমুখে যুক্তি ob-5 ASAAMAMAM AMMeeAMMMMe AeeMA AMMM eMMAM AM eAMAMSAASAASAASAASAAeeAMMAee Se AAMMMAeMMAM MM SAAAAA AAAA AAAAeMMA AeeMeMA AMMA MeeAeee MMAAAA অস্বীকার করেন, যে, গান্ধীর প্রভাব স্বশৃঙ্খলা ও শান্তির অনুকূল। স্তার . ম্যাকম্কে একটা প্রশ্ন করা যাইতে পারে। কয়েক বৎসর আগে এমন সময় ছিল, যখন বড়লাট মেজোলাট ছোটলাটদিগকে রেলে যাতায়াত করিতে হুইলে লাইনের আগাগোড়া দুদিকে কয়েক শত গজ অন্তর অন্তর চৌকিদার মোতায়েন করিতে হইত। রাত্রে তাহার মশাল হাতে করিয়া দাড়াইয়া থাকিত। এখন যে বড়তম হইতে ছোটতম ইংরেজ কৰ্ম্মচারীর এরূপ কোন পাহারা দরকার হয় না, এখন যে র্তাহারা নিশ্চিন্ত মনে যেখানেসেখানে যখন-তখন যাইতে পারেন, সেটা প্রধানতঃ কাহার প্রভাবে ঘটিয়াছে, আমলাতন্ত্র তাছার সত্য উত্তর দিবার চেষ্ট করুন। রক্তপাত দ্বারা দেশকে স্বাধীন করিতে হইবে, এই ধারণ, নিৰ্ম্মল না হউক, ক্ষীণ হইয়াছে, মহাত্মা গান্ধীর প্রভাবে । বড় লাটের সার্টিফিকেশ্বন-ক্ষমতা হ্রাস ভারত-শাসন আইনের ৬৭ ধা । অন্তসারে বড়লাট ব্যবস্থাপক সভার ইচ্ছার বিরুদ্ধেও এমন নিয়ম ব। আইন জারী করিতে পারেন, যাহা তিনি ব্রিটিশ-ভারতবর্ষের *if s footolois go ( for the safety and tranquillity of British India. “Re fifto-face; wfo e ossizofa so (in the interests of British India ) --Ffg Nfqej. F ( essential ) qfail HEJবিবৃতি ( certify ) করেন । এই প্রণালী অমুসারে দেশী রাজাদের রক্ষণ আইন পাস হয়, বৰ্দ্ধিত-লবণশুল্ক ধাৰ্য্য হয় । সম্প্রতি ভারতীয় ব্যবস্থাপক সভায় ৩৬ জনের মতের বিরুদ্ধে ও ৩৮ জন সভে্যুর মত অক্ষুসারে এই প্রস্তাব ধায্য হইয়াছে, যে, ভারত-শাসন আইনের এই ধারা হইতে "ভারতবর্ষের স্বার্থ ও কল্যাণের জন্য (in the interests of British India)” of sfn qin foil উহ! সংশোধিত করা হউক । ইহা স্বীকার করা যায় না, যে, ভারতের লোকদের মন্দের ভাল এই, যে, প্রস্তাবটি অনুসারে আইন সংশোধিত হইলে ইহা কাৰ্য্যতঃ স্বীকৃত হইবে, যে, বড়লাট ভারতের স্বার্থটি আমাদের চেয়ে অন্ততঃ বেশী বুঝেন না ল| চান না । কুৎসিত পুস্তক বিজ্ঞান নাম দিয়া অনেক কুংসিত পুস্তক বাহির হইতেছে। খবরের কাগজ ওয়ালীদের এসব বহির বিজ্ঞাপন বন্ধ করা উচিত। বহি গুল পড়িয়া দেখিয়া পুলিস্কতৃপক্ষ রাস্তার ধারে উহার ইস্তহার মারা এবং দোকানে বিক্ৰী বন্ধ করিতে পারেন না কি ? বঙ্গীয়-সাহিত্য-সম্মেলন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর নিমন্ত্রণে নৈহাটিতে বঙ্গীয়-সাহিত্য-সম্মেলনের চতুর্দশ অধিবেশন হইয়াছিল। বদ্ধমানের মহারাজাধিরাজ সভাপতি রূপে যে বক্তৃত। করেন, তাহা নম্রতা ও সুবিবেচনার পরিচায়ক । বাসিক পুরস্কার দিয়া বিদ্যার ভিন্ন ভিন্ন শাখার শ্রেষ্ঠ গ্রন্থের লেখকদিগকে উৎসাহিত করিবার প্রস্তাব র্তাহার বক্তৃতায় ছিল, এবং তিনি কিছু দিতেও রাজী আছেন, বলেন। প্রস্তাব ভাল—যদিও নূতন নয়। দুঃখের বিষয় সম্মেলনের অনেক ভাল প্রস্তাব অল্প সারে কাজ এ পর্য্যন্ত হয় নাই । রবীন্দ্রনাথ একদিন গিয়া বঙ্কিমচন্দ্র বাংলা ভাষার ও সাহিত্যের কি মহা উপকার করিয়াছেন, তদ্বিষয়ে হৃদয়গ্রাঙ্গী বকৃত করেন । শাস্ত্রী মহাশয়ের বাড়ীতে ভোজনের ব্যবস্থা উত্তম হইয়াছিল ও অতিথিদের অfদরধত্ব খুব হইয়াছিল বলিয়া কাগজে পড়িয়াছি। দুমুখে যুক্তি . ইতিপূৰ্ব্বে আমলাতন্ত্রের দুমুখে যুক্তির একটা দৃষ্টান্ত প্রতিনিধিরা ভারতের শান্তি, স্বশৃঙ্খল, কল্যাণ ও স্বার্থ দিয়াছি, যাহার অনুসারে আমাদিগকে বিশ্বাস করিতে রক্ষার জন্য কি দরকার তাহা বড়লাটের চেয়ে কম বুঝেন, এবং যাহা দরকার তাহা তাহা অপেক্ষা কম চান। হইবে ভারতবর্ষ ঠাণ্ড হইয়াছে ও ঠাণ্ড হয় নাই। আর একটা দৃষ্টান্ত এই, যে, বড়লাট বলিয়াছেন, যে, জিনিয