পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“সত্যমৃ শিবম্ সুন্দরমূ” “নায়মাত্মা বলহীনেন লভ্যঃ” ওশ ভাগ - R } ভাদ্র, ১৩৩০ { ৫ম সংখ্যা ১ম খণ্ড গান গান পুব-হাওয়াতে দেয় দোলা আজি মরি মরি ! পথিক মেঘের দল জোটে ঐ শ্রাবণ-গগন-অঙ্গনে, হৃদয়-নদীর কূলে কূলে জাগে লহরী। মন রে অামার, উধাও হয়ে নিরুদ্দেশের সঙ্গ নে পথ চেয়ে তাই একলা ঘাটে দিক্‌-হারানো দুঃসাহসে বিনা কাজে সময় কাটে, সকল বাধন পড়ক খসে ; পাল তুলে ঐ আসে তোমার স্বর-ভরা তরী। কিসের বাধ। ঘরের কোণের শাসন-সীমা-লঙ্ঘনে ? বেদন তোর বিজুল-শিখা জুলুক অন্তরে, ব্যথা আমার কূল মানে না, বাধা মানে না ; সৰ্ব্বনাশের করিসূ সাধন বজ্ৰ-মন্তরে। পরাণ অামার ঘুম জানে না, জাগ জানে না । অজানাতে করবি গাহন, মিলবে যে আজ অকূল পানে বড় হবে সে পথের বাহন, তোমার গানে আমার গানে, শেষ করে দিস আপনারে তুই প্রলয়-রাতের ভেসে যাবে রসের বনে আজ বিভাবরী ॥ ক্রদনে ॥ শ্ৰী রবীন্দ্রনাথ ঠাকুর শ্রী রবীন্দ্রনাথ ঠাকুব