পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা ] iSAAAAAA AAAA AAAA SAASAASSAAAAAAS AAAAA AAMSAee AAAA SAAAAA AAAA AAAA AAAAS AAAAA AAAAMMAeMAeS MSAAAA কোন নিয়ম হইতে পারে না। তবে নৃতন মিউনিশিপ্যাল আইনে নারীদিগকে ভোটাধিকার প্রদান করিবার ব্যবস্থা করা যাইবে । একটি শুভ অনুষ্ঠান সম্প্রতি কয়েকজুন বিশিষ্ট ভদ্রলোক ও ভদ্রমহিলা স্তার আশুতোষ চৌধুরীর কলিকাতাস্থ বাটতে সমবেত হইয়া শিশু ও নারী রক্ষণকল্পে একটি সমিতি গঠন করিয়াছেন। পরিত্যক্ত শিশু, নিরাশ্রয় বালক এবং যে-সমস্ত স্ত্রীলোক নীতি-বিগহিত বৃত্তি পরিত্যাগ করিয়া সৎপথে চলিতে বাসনা করে তাহীদের রক্ষণকল্পে এই সমিতি একটি আশ্রম স্থাপন করিবেন। এই আশ্রমে যাহারা বাস করিবে তাহাদিগকে গৃহ-শিল্প শিক্ষা দেওয়া হইবে এবং তাঁহাদের জীবিকানিৰ্ব্বাহের ব্যবস্থা ও করিয়া দিবার বিধান করা হইবে - আমরা সমিতির এই শুভ ইচ্ছার সাফল্য কামনা করিতেছি। মুহুর্তের ভূলে বা দুৰ্ব্বত্তদের অত্যাচারে পদস্খলন হুইয়াছে এরূপ রমণীর অভাব কোন দেশেই নাই। স্থযোগ পাইলে ইহাদের অনেকে আবার জীবনের গতি ফিরাইতে পারে। স্বতরাং এরূপ প্রতিষ্ঠানের প্রয়োজন যে আছে তাহা বলাই বাহুল্য। চীনে নারী-জাগরণ চীনদেশের নারী-সমাজে জাগরণের সাড়া পাওয়া যাইতেছে। ক্যাণ্টনে একজন মহিলা রাজনৈতিক বিপ্লবে সংশ্লিষ্ট ছিলেন বলিয়া প্রাণদণ্ডে দণ্ডিত হইয়াছেন । অপর একজন সন্ত্রাস্তবংশীয় মহিলা ঐ সহরের সহকারী শাসনকৰ্ত্তার পদে নিযুক্ত হইয়াছেন। মিস্ পিনস্থ-লী নামক একজন তরুণী কলম্বিয়া বিশ্ববিদ্যালয় হইতে পী এইচ-ডি উপাধি গ্রহণ করিয়া একটি বিশ্ববিদ্যালয়ের নারী-বিভাগের প্রধান অধ্যক্ষ হইয়াছেন। 發 মহিলা-মজলিস—নারী সদস্ত . SASAeSAeSAe eAeSASAeeMA MMAeSAAAAAA SAAAAA AAAA AAAA SAAAAAS AAAA S AAe S MS MS MSMSMS や》9 বঙ্গ মহিলার ডিগ্রীপ্রাপ্তি । চব্বিশ পরগণা জেলার অধিবাসী শ্ৰীযুক্ত শশিভূষণ বস্থর কন্যা শ্ৰীমতী স্বজাত বস্থ লিডস বিশ্ববিদ্যালয় হইতে মাষ্টার অব এডুকেশন ডিগ্রী পাইয়াছেন। তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয় হইতে ইংরেজীতে এম্-এ পাশ করিয়া বিলাত গিয়াছিলেন । তিনি স্যার মাইকেল স্যাডলারের শিক্ষাধীনে থাকিয় “ভারতের শিক্ষার উপর পাশ্চাত্য সভ্যতার প্র ভাব” নামক একটি গবেষণামূলক প্রবন্ধ লিখিয়াছেন । মুসলমান ছাত্রীর কৃতিত্ব বর্তমান বর্মে বি-এ পরীক্ষায় অনেকগুলি ছাত্রী বিশেষ কৃতিত্বের সহিত উত্তীর্ণ হইয়াছেন । মিস সৈয়দ খাওয়ের স্কুলতান নামী জনৈক মুসলমান ছাত্রী ইতিহাসে দ্বিতীয় স্থান অধিকার করিয়াছেন। ইনি মুসলমান সমাজের অন্যতম নেতা শ্ৰীযুক্ত আগ। ময়ায়িদ ইস্লামের তৃতীয় কন্যা। ইহার অপর দুই সহোদরাও স্বশিক্ষিতা । সমাজের এত বিধি-নিষেধ সত্ত্বেও এই মুসলমান ছাত্রীটি যে কৃতিত্বের পরিচয় দিয়াছেন সে-জন্ত আমরা তাহাকে অভিনন্দিত করিতেছি । নারী সদস্য রেঙ্গুনের জনপ্রিয় মহিলা-চিকিৎসক ডাক্তার মিস্ কিংস্লী বিনা প্রতিযোগিতায় রেঙ্গুন কর্পোরেশনের সদস্য নির্বাচিত হইয়াছেন। ব্রহ্মদেশে তিনিই প্রথম নারী মিউনিসিপ্যাল সদস্য। মিস্ বেইন দিল্লী-বিশ্ববিদ্যালয়ের সদস্য মনোনীত হইয়াছেন । শ্ৰী প্রভাত সান্যাল