পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

§e Sbe- - هم به مهاجر ایبی حميميين معهم. , (খ) ফরমোঙ্ক দ্বীপে হলুদের চাষ হয় । এই হলুদ সৰ্ব্বোৎকৃষ্ট । (গ) জার্মানি, ফ্রান্স, ইংলণ্ড, সিংহল, শিল্পী, প্রভৃতি দেশে इलून अखानि इग्न । (ঘ) রংএর কার্য্যে হলুদ বাবহৃত হয়। (ঙ) ভারতবর্ষে একলক্ষ একর জমিতে হলুদ চাষ হয় । লী রামানুজ কর ( १d ) অীরসল নিবারণের উপায় যে ঘরে অগ্রসলার উপদ্রব সেই ঘরে পরে পরে তিনদিন ফিট্‌কারির গুড়া ছড়াইয় দিলে উপদ্রব কমিতে পারে। লতিক।" ফ্রাঙ্ক রস কোম্পানীর (চৌরঙ্গ, কলিকাত ) ঔষধের দোকানে Blatta Cockroach ato go, gül 354 vilgol '!'}; ; Śiel প্রত্যক্ষ ফলপ্রদ । চার বন্দ্যোপাধ্যায় { १७ } কলের লাঙ্গলে কৃষিকাৰ্য্য অধরচন্দ্র লস্কর মহাশয় ১৭ বৎসর আমেরিকায় কৃষিবিদ্যা ও প্রবাসী-ভাদ্র, ১৩৩০ [ ২৩শ ভাগ, ১ম খণ্ড যন্ত্রাদি সম্বন্ধে অভিজ্ঞতা লাভ করিয়া কলিকাতার দক্ষিণে ই, বি, রেলের পাশ্বে শতাধিক বিঘা জমিতে -এক আদর্শ কৃষিক্ষেত্র ও বিদ্যালয় স্থাপন করিয়৷ উন্নত প্রণালীতে স্বীয় উদ্ভাবিত লাঙ্গলে কাৰ্য্য করিতেছেন। বাহিরের লোকের জানিবার সম্পূর্ণ হযোগ আছে । ষ্ঠাহীর ঠিকানা—প্রী অধরচন্দ্র লস্কর, ইঞ্জিনিয়ার ; পোঃ—ঢাকুরিয়া, ২৪ পরগণ ॥ " همایی می تصمییسه مییص مجید محیه حیی خیمے.حسعی..حیح معیا۔ স্ত্রী অযোধ্যানাথ বিদ্যাবিনোদ নীল চাষ আলিগড়, আজমগড়, ভাগলপুর, বুলঙ্গশহর, শারন, চাম্পারন, পূর্ণিয়, মুজফরপুর, মুঙ্গের, দ্বারভাঙ্গ, মানভূম, রীচী, সিংহভূম, সাহাবাদ, স্বলতানপুর, মেরী, গোরখপুর, মেদিনীপুর, নদীয়, মুর্শিদাবাদ, রাজশাহী, সুলতানপুর, বিমলিপট্টম, রাজামন্দ্রী প্রভৃতি জেলায় নীলচাষ হয় । শ্ৰী রামানুজ কর মিলন ( কবীব ) জীবের মহলে এসেছেন শিব, কোথা তুই, উন্মাদ ? রাতি বয়ে যায়, দেবতারে পেয়ে সেবা করি’ মিট। সাধ ! যুগ-যুগ ধরি করি প্রতীক্ষা রয়েছেন মোর প্রভু, চিত্ত র্তাহার মগ্ন আমাতে, ভুলিতে কি পারি কভু ! সে স্বর্থ-সাগর প্রেম-বৈরাগ, বিন! কে দেখিবে আর ; কবীর কহিছে— আচল আয়ত * মিলিয়াছে যে আমার !

  • পতিসৌহাগিনী সীমস্তিনীর গির লোহা প্রভৃতি সধবার চিহ্ন। কবীর উহাকে “সোহাগ” বলি য়াছেন ।

বলিহারি যাই আজিকার দিনে এসেছেন প্রিয়তম ; গৃহ-অঙ্গন ধরেছে কি শোভা, চিত্ত ভরেছে মম ! সব তুষ। মোর তৃপ্তি লভিয়া গাহে মঙ্গল গান ; হেরি’ মনোহরে ভাবিয়া ন পাই কোথায় ডুবেছে প্রাণ ! ধোয়াব চরণ, হেরিব বদন, দিব তন্ত, মন, ধন ; লেগে গেছে প্রেম, সত্য নামের আশায় আকুল মন । শ্ৰী গিরিজনাথ মুখোপাধ্যায়