পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা } • इंडूश-वैद्रं মৃত্যু-বর $ পাটনার একৃসিকিউটিভ, এঞ্জিনিয়ার মিষ্টার দাস টুরে বাহির হইয়াছেন। মিষ্টার দাসের পূরা নাম অবনীমোহন wfx 1 qwtÕ¥ ĝxĥt wCawĥi family excursion বা পারিবারিক ভ্রমণ গোছের । সঙ্গে গৃহিণী সাবিত্ৰী, সস্ত্রীক জ্যেষ্ঠ পুত্র স্থধাময়, কনিষ্ঠ শান্তিময়। সুধাময় ব্যারিষ্টার, পাটনা হাইকোর্টে প্রাকৃটিস করে । বয়স ২৬ বৎসর। বলিষ্ঠ, উন্নত দেহ । শিকার ও খেলা-ধূলায় অসীম অঙ্গুরাগ । সরল স্নেহশীল স্বভাব। সকলের সহিত যাচিয়া আলাপ পরিচয় করিতে ব্যগ্র । পূজার বন্ধ, তাই পিতার সঙ্গে বাহির হইয়াছে। একটা রাইফল বন্দুক সঙ্গে আছে। উদ্বেশু—স্থানে স্থানে বন-ভোজনের আনন্দ লাভ করা ; আর যদি মিলিয়া যায় কিছু শিকারও করা। স্বধাময়ের স্ত্রী মাধবী মুন্দরী ও সুশিক্ষিতা । শিকারে আদেী রুচি নাই। কিন্তু স্বামীর সঙ্গে আসিবার লোভটকু ছাড়িতে পারে নাই । অবনীমোহন-বাবুর বয়স ৫০ বৎসর । হৃদয়ের নবীনতা ও প্রফুল্লতা এখনও প্রচুর আছে। তিনি রিচার্ডসন সাহেবের ছাত্র ছিলেন। সাহিত্য-রস র্তাহার মধ্যে যথেষ্ট । যৌবনে ঠিক স্বধাময়ের মত স্বভাব ছিল । শিকারে সিদ্ধহস্ত ছিলেন। পাঁচ বৎসর আগেও স্বধাময়কে সঙ্গে লইয়া শিকারে যাইতেন ও শিকার করা শিখাইতেন । পিতা-পুত্রে মিলিয়। অনেক বাঘ ভালুক শিকার করিয়াছেন । সেগুলির চামড়া কাটবাবুসন কোম্পানীর দোকান হইতে ট্যান করান হইয়াছে এবং এখনও তাহারা তাহার ড্রয়িংরুমের যুগপৎ শোভা ও ভীতি বৰ্দ্ধন করিতেছে। এখন আর নিজ হাতে বড় একটা শিকার করেন না। তবে ছেলেরা যে শিকার করে এটুকু খুব ইচ্ছা। “সাত কোটি সস্তানেরে হে বঙ্গ-জননি ! রেখেছ বাঙালী করি, মানুষ করনি ৷”— এ কবিতাটি তিনি প্রায়ই আবৃত্তি করিতেন ও বলিতেন, শুধু চশমা চোখে দিয়া দিন রাত পড়িবে ও বন্দুকের শব্দে palpitation (হংকম্প ) কুরু হইবে এরকম ছেলের বাংলা দেশের দরকার নাই। তাহার শিকার করিবে, কুস্তি লড়িবে, দৌড়াইবে, লাফাইবে, সাহেবের চড়-ঘুসি ফিরাইয়া দিতে পরিবে, এমন চাই । সাবিত্রী লেখাপড়া বেশী জানিতেন না; কিন্তু সেবা ও হৃদয়ের গুণে স্বামীকে সৰ্ব্বপ্রকারে স্বর্থী করিয়াছিলেন । হৃদয় মমতা ও করণীয় ভরা। নিজে মাংস কখন খান না । কিন্তু স্বামীর শিকারের বিরুদ্ধে কখন কিছু বলেন নাই । কনিষ্ঠ শাস্তিময় ইংরেজীতে এম্-এ পাশ করিয়া দিম রাত পড়া আর লেখা লইয়া আছে । বয়স ২২ বৎসর। পাছে পড়া-শুনার ব্যাঘাত হয় সেজন্য কোন চাকরির দিকে যায় নাই । পিতার কাছে অনুমতি লইয়াছে এই বৎসরটা সে শুধু বেড়ানো ও লেখা-পড়া লইয়া থাকিবে । তাহারই অনুরোধে বিবাহও এক বৎসর স্থগিত আছে। বন্দুক ছোড়া অভ্যাস আছে, হাতের লক্ষ্যও বেশ, পিতার সঙ্গে শিকারও করিয়াছে। বন্দুক ছোড়া শুধু আত্মরক্ষা বা দেশরক্ষার জন্য প্রয়োজন—শেষটা এই বলিয়া শিকার করা একেবারে ছাড়িয়া দিয়াছে । স্থধামঘ যেমন বীপের স্বভাব বেশী বেশী পাইম্বাছে, শান্তিময় তেমনি মায়ের স্বভাব লাভ করিয়াছে । - :সকলে ভোরে বারুণ হইতে বাহির হইয়া রাণীগঞ্জ বাংলোয় সামান্ত ক্ষণের জন্য মামিয়া বেল ৯টার মধ্যে ডোভী আসিয় পৌছিয়াছেন । জিনিষপত্র উঠাইয়া বাংলোর বারান্দায় মোটর-কার তুলিয়া রাখা হইল । আশ্বিনের শেষ। রৌদ্র বেশ মিষ্ট লাগিতেছে। বস্ত্রাদি সামান্য পরিবর্তন করিয়া সকলে খানিকটা বিশ্রাম করিতেছেন, এমন সময় মাধবী দুই পেয়ালা চা আনিয়া স্বামী এবং দেবরের সম্মুখে রাখিয়া শ্বশুরকে জিজ্ঞাসা করিল—বাবা, আপনাকে এক পেয়ালা এনে দেব ? অবনী-বাবু হাসিয়া বলিলেন—ন, মা, তোমার