পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬৩৬ আসিয়া ফল বিক্রয় করে ; "চাদ" বলিয়৷ ডাকিলে সে উত্তর দেয়, নিছক গোলাকুতি বলিয়া নাবিকেরা তাহার এই নাম দিয়াছে। একটু ভাবুনেপনার সহিত সে তাহার স্থল বাহু তাহার হলুদে হাত বাড়াইয়৷ দিল এবং সিলভেষ্টারের কষ্ট বীচাইলার জন্ত যেন সে নিজেই একশো মুদ্র গুণিয়া লইতে চাহিল। কিন্তু সিলভেষ্টার পাছে আমার ঘুম ভাঙ্গে এই ভয়ে সে নিম্নস্বরে তাঙ্গাকে উত্তর করিল —“ন, ন, না ; আমি জানি তুই ভারি বজ্জীত. তুই চোর, তোর প্রবাসী=ভাদ্র, OHම්... [ ২৩শ ভাগ, ১ম খণ্ড উহাদের পশ্চাতে, দূর দৃষ্ঠটি অতি স্বন্দর। শুভ্রস্বচ্ছ আলোকে মধ্যে ঐ উচ্চ পৰ্ব্বতটা দেখা যাইতেছে । উহাই হুয়ের যাত্রাপথ উহারই নাম "মেঘদ্বার" ; লোকলোচনের অগোচর রাজার সহিত সাক্ষাৎ করিবার জন্ত হুয়ে নগর অসিতে হইলে ঐ পৰ্ব্বত লঙ্ঘন করা আবশ্বক ; তাহার পর, আবিল সমুদ্রের উপর, “জোঙ্ক নৌকার ভাড়... ...সেই ক্ষুদ্র শিশুর পরিচ্ছদ দেখিয়া আমার মনে যে মধুর, গভীর gBCD DD KS BB BB BBB BBBDDS BB BBBBBS BBBBS BBBBB BBS BB BBBBB BB BB স্বত্রে তাম্রমুদ্র গাথা ছিল, সেই সূত্র হইতে অতি কষ্টের সহিত পৰ্য্যন্ত ছিল... { ক্রমশ: ) কতকগুল মুদ্র খুলিয়া লইল—কারণ উহাই এখন আমার যখ। সৰ্ব্বস্ব। শ্ৰী জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর নায়্যা নতুন জলে নাও ভাসায়্যা দিয়া নতুন ছৈ, নায়া আমার গেছে চল্যা কৈ, আষাঢ় গেলে শাওণ গেলো অাল্য ভাদ্র মাস, দিন গণ্য মোর মন যে রে উদাস । কলঙ্গ্য!-ফাট। এ দুখ আমার কইমে কারে হায়, বুকের মাঝে তুফান বয়্যা যায় । যে দিগে চাই—জলের পাথার, গt ওখানি তীয় ভাসে, নিলথ পারের যত না ওই আসে — চমৃক্য যে রে ফিরা তাকাই, আমারি মুখ চায়া ঐ বুঝি ঐ আল্যে আমার নয়। আন্ধার রাইতে চোখ যে আমার তারার মত জলে, পাথার-পারের অঠাই দিয়া চলে । আন্ধের ঘৈারে ভুল যদি হয় ঘাটখানি এ তার— ঘরের বাতি জালাই ঘাটের পার । জোচনা-রাইতে জল-বিধারে কাপে চান্দের জিলা, বয়্যা আসে বাতাস –নিলা নিল, ইচ্ছা করে বাদাম টান্য আচলটারি—এই বুকটা আমার ভাসায়া আইজ দেই। এত যে মন উথাল-পাথtল—পথের দিগে চায়— নায়্যা আমার নায়্যা সে কোথায় ! ভোর বিহানে সারা ক্লাইতের জাগন-ভরা আথি— শেষ নিলখে উরা দুইটা পার্থী, বুজায়্যা পাখ টল্য। পল্য নিঙ্গ-নিভাজের তলে, স্বপ্পেরি দীপ ঘুমের ছাশে জলে, রোস্নাইয়ে তার চায়া দেখি- আমারি যে নায়n নতুন ছৈয়ের নাওখানি সেই বায়্যা ই-দ্যাশ থিক ও-ছাশ ফিরে নিয়া চরণ দীর— তfমান দিনে জিরানি নাই তার । এক হাতে হাইল, অরক হাতে পালের দড়ি ধর', সারাট। গায় ঘামেরি জল ঝরা, তাfর পরে দুফুর্য রৈদ ঝিলিক্‌ দিয়া জলে,— ভরা গাঙ, সে পারি দিয় চলে । ওপারের ঐ গেরামখানিব গাছের ফাকে ফাকে সাঝের বাতি জল্যা উঠার আগে, নাওখনি তার ভিড়ে আস্ত। এই ঘাটেরি পারে, পলকে বুক কাপে স্বখের ভারে, পরাণ আমার চমক্য উঠে, ঘুম-চের চোখ হায় আথে পাথে চাইর দিগে তাকায়,— কোথায় নায়া কোথায় নায়্যা শূন্য ঘরের তল, রৈদের আলোয় করে রে ঝলমল । স্বপন-ভাঙা এক ফোটা স্বখ হাজারো দুখ হুয়্যা কান্দন তুলে পাজর-তলে রয়্যা, পথে পথে চায়্যাই কি এ জীবন হৈবো পার ওরে নায়্যা নায়্যা রে আমার ! শ্ৰী সুরেশানন্দ ভট্টাচাৰ্য্য