পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ] .ുപ്പഫഫTarunnoBot (আলাপ) ০১:০৩, ১১ এপ্রিল ২০১৬ (ইউটিসি)്പTarunnoBot (আলাপ) ০১:০৩, ১১ এপ্রিল ২০১৬ (ইউটিসি) TarunnoBot (আলাপ) ০১:০৩, ১১ এপ্রিল ২০১৬ (ইউটিসি) TarunnoBot (আলাপ) ০১:০৩, ১১ এপ্রিল ২০১৬ (ইউটিসি) শেখ ওমারের সমাধিমন্দির–বাগ দাদ পূর্ণ করিবার ক্ষমতা এই কামানের আঁছে এবং সেই বিশ্বাসের বশে তাহার এখানে আসিয়া ইহা লাল নীল কাপড়ের দ্বার সজ্জিত করিয়া ইহার নিকট মানং করিয়া মায় । কেল্লার দক্ষিণ-পশ্চিমে একটি বাজার পর হইয়া, সেরাঈ বা তুকী গভর্ণরের প্রাসাদ । ইহা সে একট। গভর্ণরের প্রাসাদ হইতে পারে, তাহ। পূৰ্ব্বে জান ন! থাকিলে কেহ ধারণা করিতে পবিবেন না। প্রাসাদটি আয়তনে বিশেষ ক্ষুদ্র না হইলে ও ইহা জীর্ণ শীর্ণ ও কদাকার । এই প্রাসাদটি মিধtং পাশার শাসনকালে নিৰ্ম্মিত হইয়াছিল। আমি বাগদাদ ছাড়িয় | আসিবার কিছু •jrá spotso Ministry of - interior এর আস্তান বসিয়াছিল। শুনিয়াছি বর্তমানে ইহা রাজী ফয়জুলের রাজ-প্রাসাদে পরিণত হইয়াছে। সেরাইয়ের দক্ষিণপাশ্বে তৎসংলগ্ন ঘড়ীঘর ও ব্যারাক বাগদাদের একটি দ্রষ্টব্য । ইহা নদীর উপর একটি বৃহৎ চৌকের তিনদিকে নিৰ্ম্মিত। এই বাড়ীটি দ্বিতল ও বুইং, প্রায় ৩,০০০ হাজার লোক ইহাতে বাস করিতে পারে। কী আমলে ইহা পদাতিক সৈন্যের আবাস ছিল ৭ বাগদাদ Nව গোলন্দাজ ও অশ্বারোহী সৈন্ত বাহিরে আর-একটি বৃহৎ ব্যারাকে বাস করিত । আমি এখানে সমর-বিভাগের কয়েকটি আফিস দেখিয়া আসিয়াছি । ক্লক-টাওয়ার ব্যারাকের পর সেরাই বাজার নামক একটি বৃহং বাজার। এই বাজার পার হইলে “কোট ব্রিজের" অনতিদূরে তুকী চুঙ্গীঘর। ১২৩৩ অব্দে আব্বাসী খলিফা মুস্তানসির বিল্ল। এখানে একটি মাদ্রাসা বা কলেজ প্রতিষ্ঠা করেন । এই মুস্তানসিরির মাদ্রাস সেকালে পৃথিবীর মধ্যে একটি শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান ছিল । বর্তমানে সেই মাদ্রাসার বৃহৎ বাটাটির সামান্য সামান্য ধ্বংসাবশেষ মাত্র আছে । আমি এখানে একটা গুদাম দেখিয়া আসিয়াছিলাম। যেখানে জ্ঞান-বিজ্ঞানের চর্চা হইত, আজ সেখানে গুদাম ; সরস্বতীর চরণকমলে সমাগত মধুপদলের মধুচক্র আজ ভারবাহী পশুর বিচরণ-ভূমিতে পরিণত হইয়াছে । বাগদাদে যুদ্ধের পূৰ্ব্বে অনেক দেশেরই কনসাল বা প্রতিনিধি ছিলেন। কিন্তু ইংরেজ রেসিডেন্টই ছিলেন সকলের সেরা—প্ৰতাপে ও যেমন, জাকজমকেও তেমনি । বাগদাদে মসজিদের সংখ্যা বিস্তর। মসজিদগুলির গঠনসৌন্দৰ্য্য বিশেষ কিছু নাই , নিম্নদেশ প্রায়শঃই জীর্ণ নজফ নগরে আলির সমাধিমন্দির - বাগদাদ কিন্তু ইহার গুম্বজ ও মিনারগুলি নয়নরঞ্জক ; কুন্দর নীল রংয়ের টালিতে প্রস্তুত ও নানা কারুকার্য্যে শোভাময়। দূর হইতে এই গুম্বজ গুলি রৌদ্রে ঝলমল করিতে থাকে। বছতর মসজিদের মধ্যে আবদুল ও কদাকার । কাদের গিলানীর মসজিদ ও কাজিমায়ের মসজিদ সৰ্ব্বাপেক্ষা বিখ্যাত—দুইটিষ্ট মুসলমানগণের প্রসিদ্ধ