পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

●や সহরের পূর্বদিকে স্বরূ-এল-ঘাজ বা স্বতার বাজার। এখানে আব্বাসী খলিফাগণের একটি প্রকাও মসজিদ ছিল। সেই মসজিদের বর্তমানে একটি সুবৃহৎ মিনার মাত্র অবশিষ্ট আছে। এই মসজিদে অনেক খলিফ। চিরনিদ্রায় নিদ্রিত আছেন। মসজিদটি সম্ভবতঃ একাদশ শতাব্দীতে নিৰ্ম্মিত হইয়াছিল । মারুফ-আল-কাখির মসজিদ পশ্চিম বাগদাদের একেবারে পশ্চিমে সত্বরের বাহিরে নির্জন সমাধি-ক্ষেত্রে অবস্থিত। এই মসজিদটি একজন সাপুপুরুষের সমাধির বাগদাদের গুফী নৌক৷ উপর ১২১৫ খ্ৰীষ্টাব্দে স্থাপিত হইয়াছিল। আরবের বলিয়। থাকে, যে, এই মসজিদের মধ্যে নে একটি কূপ তাছে, তাহ। মক্কার বিখ্যাত জমজম নামক কুপেব সঙ্গিত সংযুক্ত এবং তাহারই ন্যায় পবিত্র। তাহার। আরও বলে, এই মসজিদের ভিতর হইতে মক্কা পৰ্য্যন্ত একটি সুড়ঙ্গ ছিল ; তুকীর। বাগদাদ ত্যাগ করিবার সময় নাকি সেই সুড়ঙ্গ বন্ধ করিয়৷ দিয়া গিয়াছে। বাগদাদ হইতে মক্কার দূরত্ব বিবেচন। করিলে কথাটা যে আরব-মস্তিষ্কে আরকু ( গেজুর হইতে নিৰ্ম্মিত আরবীমেদ ) পানের ফলে জন্মিয়াছিল, তাহা সহজেই বোঝা যায় । মারুফ অল-কাথির মসজিদ যত না খ্যাত, তাহার নিকটে অবস্থিত জোবায়দার সমাধি তদপেক্ষ অনেক বেশী বিখ্যাত । আরব্য উপন্যাসের পাঠকমাত্রেই জোবায়দার নাম জানেন। ইনি পলিফা মনস্করের পৌত্রী এবং হারুণ প্রবাসী—বৈশাখ, ১৩৩০ [ ২৩শ ভাগ, ১ম খণ্ড S AAAAAA SAAAAA S AAAA S S AAAAA MSM MS MS A S A SAS SSAS SSAS SSAS SSAS SSAS SSASMSSAAAASA SAAAAS AAAAA SAAAA AAAA AA SASAS A SAS SSAS SSAS SSAS SSAS SSAS AAAAAS AAAAAS AAAAAMMAeMAeSeAeeASAMMS 象 অল বসিদের প্রিয়তমা মহিষী ছিলেন । সমাধিটি দেখিলে কিন্তু নিরাশ হইয়া যাইতে হয়। দশ বার হাত উচ্চ একটি অষ্টভূজ গৃহের ভিত্তির উপর একটি আনারসের আকৃতির নাতিউচ্চ গুম্বজ । সত্যই ইহা জোবায়দার সমাধিমন্দির নহে । হয়তো কোনও কালে এখানে সেই অমরীর সমাধি ছিল । জ্যেবায়দা ৮৩১ খ্ৰীষ্টাব্দে পরলোক গমন করেন ; কিন্তু বৰ্ত্তমান মন্দিরটি দেখিলেই নূতন বলিয়া, মনে হয । জনৈক লেখক বলিয়াছেন, তিনি এখানে পোদিত দেখিতে পান, যে, বাগদাদের তাৎকালীন শাসনকৰ্ত্তার স্বী আয়েস পাতুমকে ১৪৮৮ খ্ৰীষ্টাব্দে মহীয়সী জোবায়দাব সমাধির উপর সমাহিত করা হয়। ১৭১৮ খ্ৰীষ্টাব্দে ও একবার ওয়ালি হাসান পাশ৷ এই মন্দিরটির পুনঃ স স্বার করিয়া, এখানে তাহার স্ত্রীকে সমাহিত করেন । পশ্চিম বাগদাদের পশ্চিমে সমাধিক্ষেত্রে যেরূপ জোবায়ুদার সমাধিমন্দির আছে, সেইরূপ পূৰ্ব্ব বাগদাদের একান্ত পূৰ্ব্বে সমাধিক্ষেত্রে সহাব-আল-দীন উমর স্বহ রাওয়াদি বা সেথ উমরের সমাপি । উমর একজন বিখ্যাত সুফী ছিলেন ; ১২৩৪ অব্দে তাহার মৃত্যু হয়। এই সমাধিটি অনেকাংশে জোবারদার সমাপিরই অন্তরূপ । ইহার এক পাশ্বে একটি মিনার আছে, জোবায়দার সমাধিতে তাহ। নাই । এখানকার সমাধিক্ষেত্রটি তত বড় নহে। সেখ উমরের সমাধির অদূরে বাব-এল-ওয়াস্তানির ধ্বংসাবশেস এবং তথ। হইতে বাপের উপর দিয়৷ পূৰ্ব্বদিকে কিছুদূর গেলে "বাব, এল তালিজমের” চিহ্ন দেখা যায়। এখান হইতে আবদুল কাদের গিলানীর মসজিদ দৃষ্টিগোচর হয় । বিদেশী ব্যবসায়ী ও পর্য্যটকগণের বসবাস এবং বাণিজ্যদ্রব্যাদি মজুত কবিবার জন্ত বাগদাদে গুদামের বড় বড় অনেকগুলি ( ২৫৩৩টি হইবে ) বাড়ী আছে ; ইহাকে গান বলে। গানগুলির দৃশু, গন্ধ এবং স্বাস্থ্য মোটেই ভাল মহে । এক্সচেঞ্জ, স্কোয়ারের মারজান মস্জিদের নিকট অংমাহ, খান সৰ্ব্বাপেক্ষা বৃহৎ ও বিখ্যাত ; এটি ১৩৫৯ অব্দে মারজান কর্তৃক নিৰ্ম্মিত হইয়া মসজিদের ব্যয় নিৰ্ব্বাহের জন্ত প্রদত্ত হইয়াছিল । বাগদাদে বাজারের সংখ্যা অনেক ; আর এক-একটা