পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(չԵ ১৯১৭ সালে একবার বাগদাদেব লোকসংখ্য গণনা করা হয়। তাহাতে উস্কার অধিবাসীর সংখ্যা ১৬০,০০০ স্থিরীকৃত হয়। এখানকার অধিবাসীদের দুই তৃতীয়াংশ আরব মুসলমান—কতকগুলি কুদী ও পারসিক মুসলমানও আছে। বাকী এক তৃতীয়াংশের পঞ্চাশ হাজার ইহুদি ও নয় -হাজার খ্ৰীষ্টান। মুসলমানদের মধ্যে শিয়া এবং স্বল্পী উভয় সম্প্রদায়ের সংখ্যাই প্রায় সমান। শিক্ষাগণ প্রধানত: পশ্চিম বাগদাদে বাস করেন। খ্ৰীষ্টানগণের মধ্যে অনেকগুলি সম্প্রদায় আছে ; যথা, কাল দীয় ক্যাথলিক, সিরীয় ক্যাথলিক, আৰ্ম্মেণীয় ক্যাথলিক, রোমান ক্যাথলিক, গ্রীক ক্যাথলিক, গ্রিসোরীয়ান ও প্রোটেষ্টাণ্ট । ইহাদের মধ্যে কাল দীয়দের সংখ্যাই সৰ্ব্বাপেক্ষ বেশী । ইহাদের সকলেরই স্বতন্ত্র স্বতন্ত্র গির্জা আছে। কতকগুলি ভারতীয় মুসলমান তীর্থ হিসাবে বাগদাদে স্থায়ী বসবাস করিতেছেন । ধেখানে এতগুলি লোকের বাস, সেখানে শিক্ষার কোনও মুবন্দোবস্ত ছিল না, এবং এখনও নাই । দু'চারিজন মুসলমান বালক প্রাথমিক বিদ্যালয়ে কোরান পাঠ করিয়৷ বিদ্যা সাঙ্গ করে , অধিকাংশ একেবারেই প্রবাসী—বৈশাখ, ১৩৩০ ASA SAASAASSAAAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AMMAAA AAAA AAAA AAAA SeMM SMMAeA AAAA AAAA AAAAS AAAAA eMA MA MMAeMAAA AAAA AAAAeeAMA MMAA MAMMMMA AM [ ২৩শ ভাগ, ১ম খণ্ড অক্ষরজ্ঞানবজিত থাকে। ইহুদিগণ ব্যবসায়ী জাতি ; বাহিরের নানাজাতির সংশ্রবে আসিয়া এবং নানাদেশ দেখিয়া, তাহারা শিক্ষার প্রয়োজনটা হৃদয়ঙ্গম করিয়াছে; তাহার বালক ও বালিকাদের জন্য দুইটি স্কুল চালাইতেছে। ফরাশী মিশনারীগণও একটি স্বতন্ত্র স্কুল চালাম । ইংরেজ-সরকার যথারীতি শিক্ষাবিভাগ স্থাপন এবং তাঁহাতে অনেকগুলি ইংরেজের ভরণপোষণের ব্যবস্থা করিয়াছেন । কিন্তু শিক্ষার নামে আমাদের দেশের হার সেখানেও দাসভাবাপন্ন, দুৰ্ব্বল ও কাপুরুম কেরাণী তৈয়ার হইতেছে। পূর্বের স্কুল কয়েকটিতেও অবশ্য ইহার অধিক কিছু হইত না। পূৰ্ব্বে যাহার ভাল বা উচ্চশিক্ষালাভ করিতে চাহিতেন, তাহার বেরুতে আমেরিকান বিশ্ববিদ্যালয়ে, অথব| সক্ষম হইলে ইউরোপে বা আমেরিকাশ গমন করিতেন ; অনেকে বোম্বেতেও অধ্যয়ন করিতেন শুনিয়াছি। আমি বেরুং বিশ্ববিদ্যালয়ের জনৈক মুসলমান গ্র্যাজুয়েটকে "ইস্তকলাল" ( স্বাধীনতা ) নামক একটি স্বাদপত্র প্রকাশ করিতে দেখিয় আসিঘাছিলাম । শ্ৰী বিজয়কুমার ভৌমিক বধুর মধুর দৃষ্টি রে বপূৰ্ব মধুব দৃষ্টি বে, মাণিক-ঝর নীল পাথরেব অঝোর আলোর বৃষ্টি ,ব । ঝলমলিয়ে আখির পাতায়, যে রূপ জলে কে ধরে ত{য়, পুলক-জাগ| চমক-লাগ৷ বড়ই তাহ মিষ্টি রে । বপুর মধুব দৃষ্টি রে, শন টনি কোন ফুল বাগানের রঙান স্বপন সৃষ্টি বে । একটি গোপন চf ওয়ার দানে, দ্রাক্ষা-দল। সরাব আনে, ফিনিক্‌-ফোটা হৃদয়-লোট পিক-পাপিয়ার শিশটি রে! শ্ৰী রমেশচন্দ্র দাস