পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

cभ */९थn } বেনে-জল। = ۔ ۔ہ ۔ م ۔ حمی حے ۔ ہم ۔ سر مہ-بی. ۔اے سمت بی ح۹= - * = *-* حیر ۔ ۔ -- ማል• » BBBS BBBB BBB BBB BBBS D BBS BBBB SBBB BBB BBB BBBB BB BBB BBB BB ঢেউ কত উচু " বিনয়-বাৰু বললেন, "তা সাত-আট ফুট উচু হবে ।” স্বমিত্রা কেতাবে পড়েছিল, সমুদ্রের তরঙ্গ পৰ্ব্বতপ্রমাণ । সে ক্ষুন্ন হয়ে বললে, “মোটে সাত-আট ফুট ? পুরীর সমুদ্র তাহ’লে খুব ছোট বুঝি ?” —“জিওগ্রাফিতে পড়নি, পুরীর সমুদ্রকে বে-অফ বেঙ্গল’ বলে ? বড় বড় সমুদ্রের তুলনায় পুরীর সমুদ্র ছোট বৈকি! কিন্তু খালি চোখে তুমি পুরীর সমুদ্রকেও ছোট ব'লে বুঝতে পারবে না। আর ছোট হ'লেও পুরীর সমুদ্রের মত ঢেউ অনেক বড় বড় সমুদ্রে ও নেই। ঝড় হ'লে তার ঢেউ আবার আরো ঢের বেশী উচু হয়ে ওঠে ।” সুমিত্রা কতকটা আশ্বস্ত হয়ে বললে, “তাহলে আমরা কবে যাব বাবা ?” - —“আগে বাড়ী ঠিক হোক, তবে তো যাওয়ার কথা ৷ ” e এমন সময়ে চাকর এসে খবর দিলে, এসে ব’সে আছেন । বিনয়-বাৰু বললেন, “কে ? রতন-বাৰু? আচ্ছা, বাবুকে এইখানে নিয়ে আয়, আমার দরকার আছে।” থানিক পরে রতন এসে ঘরে ঢুকে সকলকে অভিবাদন করলে । - বিনয়-বাৰু বললেন, “রতন, দয়া করে আমার একটা উপকার করবে ?” রতন বললে, “কি, বলুন ।” –“ আমার শরীরটা বড় খারাপ হয়ে পড়েচে, মনে করূচি কিছুদিন পুরীতে গিয়ে হাওয়া বদলে আসব। কিন্তু সমুদ্রের ঠিক ধারেই একখান বেশ ভালো বাড়ী চাই। তুমি গিয়ে দেখে-শুনে একখানা বাড়ী ঠিক ক’রে আসতে পারবে ? অবশু, তোমার যদি অস্ববিধে হয়, তাহলে আমি—” —“মা, ন, এতে আর আমার আস্থবিধে কি ? কবে যেতে হবে, বলুন।” স্থমিত্রা বললে, “রতন-বাৰু, দয়া ক’রে আজকেই যান, মাষ্টার-বাবু আনচান ক’রে উঠচে, আর একটুও তর সইচে না ।” সেন-গিল্পী বিরক্ত স্বরে বললেন, “স্বমি, তুমি চুপ ক’রে বসে থাকে । লব-তাতে হা-দাখ লাপনা আমার ভালো লাগে না ।” মায়ের কাছে ধমৃক খেয়ে স্থমিত্রার মুখ কাচুমাচু হয়ে গেল । সে আস্তে জান্তে বিনয়-বাবুর কাছে ঘেঁসে গিয়ে বসূল । রতন স্থমিত্রার দিকে চেয়ে বললে, “বেশ, আমি আজকেই যাব।” o বিনয়-বাবু বললেন, “আচ্ছ, তাহ’লে ষ্টেশনে যাবার আগে আমার বাড়ী হয়ে যেও । আজ এইখানেই তোমার খাওয়ার নিমন্ত্রণ । ইতিমধ্যে তোমার জন্তে আমি একখানা সেকেণ্ড ক্লাসের টিকিটও আনিয়ে রাখব।” রতন বললে, “আপনার নিমন্ত্রণ আমি আনন্দের সঙ্গে গ্রহণ করলুম-কিন্তু মাপ করবেন, টিকিট আমি নিতে পারব না ।” —“কেন রতন ?” —”টিকিট আমি নিজেই কিন্‌ব—তবে সেকেণ্ড, ক্লাসের নয়, থার্ড, ক্লাসের ” বিনয়-বাৰু হাসি-হাসি মুখে খানিকক্ষণ রতনের মুখের দিকে চেয়ে চুপ ক’রে রইলেন । তারপর বললেন, “আচ্ছা রতন, টিকিট তুমি নিজেই কিনো ।” রতন চলে গেলে পর সন্তোষ বললে, “বাবা, লোকটার জাক দেখেচ ! আমার তো আর সহ হচ্ছিল না !” বিনয়-বাৰু ভুরু কুঁচকে বললেন, “জাক ? রতনের জাক আবার কিসে দেখলে ?” কুমার-বাহাদুর বললেন, “আপনি ওকে নিজে সেকেও, ক্লাসের টিকিট কিনে দিতে চাইলেন, ও কিন্তু ভা নিতে রাজি হোলো না । আবার জাক জানিয়ে বল৷ হোলো, আমি নিজে থার্ড, ক্লাসের টিকিট কিনে যাব!’ সন্তোষ বললে, "চাকর হয়ে মমিবের মুখের ওপরে কথা !” বিনয়-বাবু অসন্তুষ্ট স্বরে বললেন, “সন্তোষ, এমন

      • - - - - -