পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

4M R. . . বিবিধ প্রসঙ্গ-ভারতের টাকা বিলাতে খরচ ૧૬ ভারতের টাকা বিলাতে খরচ করিয়া ভারতবৰ্ষই ত আগে আমাদিগকে যুদ্ধং দেহি ভারত গবৰ্ণমেণ্ট, যভ বেশী স্থদ দিয়া বিলাতে টাকা ধার করেন, তার চেয়ে কম স্থদে টাকা পাওযা যাইতে পারে, উপরে তাহা দেখাইয়াছি। কিন্তু ইহাই ভারতবর্ষের একমাত্র ক্ষতি নহে। “ভারতবর্ষের জন্ত” যে টাকাটা ধার করা হয়, তাহা দ্বার উtহার দরকারী জিনিষ যদি ভারত পৃথিবীর সব বাজার যাচাই করিয়া উৎকৃষ্টতম জিনিষ যেখানে নূ্যনতম মূল্যে কিনিতে পাওয়া যায় সেখানে কিনিতে পান, তাহা হইলেও অনেক সাশ্রয় হয় । কিন্তু তাহ হয় না ; অধিকাংশ টাকার জিনিষ ভারত গবৰ্ণমেণ্ট, “ভারতের জন্ত” বিলাতেই কিনিয়া থাকেন । কিছু দিন আগে এই ব্যাপার লইয়। বিলাতী পালেমেণ্টে একটা প্রহসন-গোছ অভিনয় হইয়া গিয়াছে । তাহার বর্ণনা সংক্ষেপে করিবার আগে বলিয়া রাখি, যে, কিছুকাল আগে যখন মণ্টেগু ভারতসচিব ছিলেন, তখন ভারতীয় ব্যবস্থাপক সভা একটা প্রস্তাব ধাৰ্য্য করেন, যে, ভারত গবৰ্ণমেণ্টের প্রয়োজনীয় মাল তাহাকে, জিনিষ সমান সরেস হইলে, পুথিবীর যেখানে সস্তা পাইবেন, সেইখানে কিনিবার অধিকার দেওয়া হউক মণ্টেগু ইহাতে আপত্তি করেন নাই । ভারত গবৰ্ণমেণ্ট কে বিলাতে ধার করিতে হইলে পালেমেণ্টের অল্পমতি লইতে হয় । কিছু দিন আগে এইরূপ অল্পমতি লইবার সময় হাচিন্সন নামক এক সভ্য প্রস্তাব করেন, যে, ভারতবর্ষ যত টাকা ঋণ লইবেন, তাহার শতকরা ৭৫ টাকা বিলাতে খরচ করিতে হইবে, এইরূপ একটা সৰ্ত্ত করা হউক। উহার সমর্থন করিতে গিয়া চেম্বারলেন বলেন, যে, রেলওয়ের উপকরণ বিলাতে কিনিতে যদি অন্তত্ব কেনার চেয়ে একটু বেশী দামও লাগে, তাহা হইলেও, টাকা বিলাতেই ঐক্কপ ক্রয়ার্থ খরচ করা উচিত, কেন না আমরা একেবারে বেকার না থাকি, তাহা দেখা আমাদের কৰ্ত্তব্য ।” ভূতপূৰ্ব্ব প্রধান মন্ত্ৰী লয়েড জর্জের আম্পন্ধা, অহঙ্কার ও ঔদ্ধত্য স্বভাবত বেশী হইবারই কথা । স্থতরাং তিনি বলিলেন, স্থলভতম দরে জিনিষ কিনিবার অধিকার দাবী wfootag (“The challenge came from India”) অর্থাৎ লয়েড, জজ বলিতে চান, "গোলাম হইয়া তোমার এত বড় আম্পৰ্দ্ধা, যে, তুমি বলিতে চাও যেখানে ইচ্ছা সেখানে জিনিষ কিনিবে ! আচ্ছা, আমরা তোমার যুদ্ধং দেহি’র উত্তরে বলিতেছি, বেশী দাম দিয়াও তোমাকে আমাদেরই দোকানে জিনিষ কিনিতে হইবে।” - সহকারী ভারতসচিব আল , উইন্টার্টন্‌ বলিলেন, “ভায়fর সব চট কেন? আমার কথাটা শোন । ভারতীয়েরা স্থলভতম দরে জিনিষ কিনিবার প্রস্তাব করিয়াছে বটে, কিন্তু আমি দেখাইতেছি, যে, তাহা সত্ত্বেও শতকরা ৯৫২ (পচানব্বই) টাকার জিনিষ বিলাতেই কেনা হইয়াছে ও হইতেছে । ( তিনি এখানে ক্রীত মালের দাম উল্লেখ করিয়া সকলকে সস্তুষ্ট করিলেন । ) তোমরা চাও ভারতবর্মকে শতকরা ৭৫ টাকার জিনিষ বিলাতে কিলিতে বাধ্য করিতে । আমি দেখাইলাম, যে, এক দিকে ভারতীয়েরা মনে করিতেছে তাহারা সস্তী হাটে কিনিবার অধিকার ভোগ করিতেছে, অক্ষদিকে কিন্তু বাস্তবিক তাহার। আমাদেরই হাটে শতকরা ৯৫ টাকার মাল কিনিতেছেভা আমাদের জিনিষ সস্ত হউক বা না হউক । তাহারা যদি ঐ অধিকার ভোগের স্বপ্ন দেখিয়া সন্তুষ্ট থাকে, তাহা হইলে শতকরা ৭৫ টাকার জিনিষ আমাদের দোকানে কিনিতে তাহারা বাধ্য, এরূপ একটা প্রস্তাব ধার্য্য করিয়া তাহাদের ঘুম ভাঙ্গাইয় দেওয়া কি বুদ্ধিমানের কাজ ?” হাচিন্সন চালাক লোক ! তিনি বলিলেন, “আমি যাহা চাহিয়াছিলাম, তাহা পাইয়াছি । অতএব আমি আমার প্রস্তাব প্রত্যাহার করিতে চাই ।” ইংলণ্ডে যে টাকাটা ভারত গবৰ্ণমেণ্টকে ঋণ করিতে হয়, তাহার শতকরা ৭৫ টাকা তথায় খরচ করা হউক, কি ৯৫ করা হউক, কথাটার মানে বুঝা দরকার। ধরুন, ভারত গবৰ্ণমেণ্ট,২০ বৎসর পরে শোধ দিব বলিয়া শতকরা ৭টাকা স্বদে বিলাতে ১০০ টাকা ধার করিলেন । তাছা হইলে দেখা যাক ইংলণ্ড কি পাইল । যদি এই ঋণের শতকরা ৭৫ টাকা বিলাতে খরচ করিতে হয়, তাহা হইলে ইংলগু ১• • টাকা ধার দিয়া পাইল, কুড়ি বৎসর পরে