পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ዛ¢ 辑 ه SM M Me eM MM MAAA AAA AAAA AAAA AAAM AAAA AAAA AAAA S ് ു യു ീ. -് ത് - -ു. . . . . -- প্রবাসী-আশ্বিন, ১৩৩০ AAAAA S AAAAS AAAAAS SSAAAASA SAAAAS MS MS SSSS { ২৩শ ভাগ, ১ম খণ্ড .م. یی عمو مي. .عs ید مه مه عه ده بی بی سید یحیی ه مه ۹ جه هم میری عیسی ۹ گاه "আর তা ছাড়া আজকের দিনে এ-সব তুচ্ছ বিষয় নিয়ে আপনি যদি ইচ্ছে করে বারংবার পড়েন ত আমার কি Fথ-কাটাকাটি না করে একটু আমোদ আহলাদ কর।” বিমান হাসিয়া বলিল,"তুচ্ছ বিষয় ঠিক বলা যায় না, এই নিয়ে দেশের মধ্যে যখন এতটা আন্দোলন উপস্থিত হয়েছে। ভবে আজকের মত এ কথা থাক। গাও বিমলা, তোমার সেই গানটা গাও—‘অtলসে বাড়িল অলস দিবস’—” তাহার পর সুরেশ্বরকে সম্বোধন করিয়া বিমান কহিল, “স্বরেশ্বর-বাৰু, আপনি বোধ হয় একদিনও বিমলার श्रृंॉन c*ां८नन नि ?” - গান শুনিবার বিশেষ আগ্রহ লইয়াই স্কুরেশ্বর আঞ্জ আসিয়াছিল, কিন্তু এখন আর তাহার উৎসাহহীন চিত্তে সে জাগ্রহ একটুও ছিল না। তাই সে অমুখস্থকভাবে শুধু কহিল, “না।” “ত হ’লে শুঙ্গুন ; বিমল ভারি চমৎকার গান গায় ।” বিমলা লজ্জিত হইয়া কহিল, “আপনি বিমান-দাদীর কথা শুনবেন না সুরেশ্বর বাবু । আমি একটুও ভাল গান গাইতে পারিনে ৷” স্বরেশ্বর তেমনি উদাসভাবে কহিল, “ভাল কি মন্দ তা শুনলেই বুঝতে পারব !” - সজনীকান্ত মনে মনে স্থির করিয়াছিল যে সুরেশ্বরের সহিত সহজে কথা কহিবে না ; কিন্তু সহসা তাহা বিস্তৃত হই বলিয়া উঠিল, "তোমার আবার বোঝাবুঝিট। কি ছে । রাগরাগিণীর ধার দিয়ে ত যাবে না, বন্দে মাতরম্ গাইলেই ভাল লাগবেJ” স্বরেশ্বর পুলকিত 'श्हेब्र। সাহস্তমুখে কহিল, “বন্দে মাতরম্ গাইলে আপনারই কি ভাল লাগবে না ?” সুরেশ্বরের প্রশ্ন শুনিয়া সজনীকান্ত ক্ষণকাল অপলক নেত্ৰে নিৰ্ব্বাক্ হইয়৷ স্বরেশ্বরের প্রতি চাহিয়া রহিল, তাহার পর দন্তে দন্ত চাপিয়া নিরুদ্ধকণ্ঠে উত্তেজিতভাবে কহিল, "না, ভাল লাগবে না ! থালি জেরা ! খালি জেরা! আমি কি সাক্ষীর কাটুরায় দাড়িয়েছি না কি ! তোমার সঙ্গে কথা কওয়াই দেখছি বিপদ!” সজনীকান্তর কথা শুনিয়া সকলে উচ্চস্বরে হাসিয়া উঠিল। " স্বরেশ্বর শাস্তভাবে স্মিতমুখে কহিল, “সে বিপদে অপরাধ বলুন ?” সজনীকান্ত তীব্ৰকণ্ঠে কহিল, “তুমি যে কথা দিয়ে কথা টেনে ৰরি করে’ উণ্টো কথা বলিয়ে নিতে চাও ! ল পড় বুঝি ?” 始 আবার একটা হাসির কল্লোল উঠিল। সুরেশ্বর হাসিয়া কহিল, “আমাকে ত আপনি ননকোঅপারেটার বলেন ; তা হ’লে ল পড়া কি করে" আর চলে ? 参见 বিমান স্বরেশ্বরের কানের নিকট মুখ লইয়া গিয়া মৃদুকণ্ঠে কহিল, “যে প্রহসনটা উপভোগ করলেন তার জন্যে ধন্যবাদ । এবার কিন্তু গান আরম্ভ হোক ৷” স্বরেশ্বর মৃদুকণ্ঠে কহিল, “হোক ৷” তখন বিমান বিমলার প্রতি ইঙ্গিত করিয়া বলিল, “আর সময় নষ্ট করা নয়। গান আরম্ভ করে বিমল।” বিমলা একটু সঙ্কুচিত হইয়া কহিল, “মেজদি আমুন, তিনি গাইবেন এখন ।” স্বমিত্রার কথা উঠায়, সে যে অনেকগণ অমুপস্থিত রহিয়াছে তাহ৷ সকলের মনোযোগ আকর্ষণ করিল। জয়ন্তী একটু বিস্ময়ের স্বরে কহিলেন, “কি করছে সে এতক্ষণ ধরে’ ? গেছে ত এক ঘণ্টা ! যা’ ত বিমলা, একবার দেখে’ আয় ত কেন এত দেরী করছে।” গান গাওয়া হইতে অব্যাহতি পাইলেই বিমলা বাচে। সে মাতৃআদেশ পালনের জন্ত উঠিয়া দাড়াইল ; কিন্তু তাহার যাইবার প্রয়োজন হইল না, তখনি কক্ষের মধ্যে সুমিত্ৰা আসিয়া দাড়াইল । _ উজ্জল তাড়িভালোকের নিম্নে স্থসজ্জিতা স্বমিত্রার প্রসন্ন মধুর মুক্তি দেখিয়া সকলেই মুগ্ধ হইয়া গেল, শুধু দুইটি প্রাণীর বিস্ময়ের সীমা রহিল না ! * জয়ন্তী বিস্ফারিতনেত্ৰে কহিলেন, “একি স্বমিত্ৰা !" স্বরেশ্বর ততোধিক বিস্ময়ের সহিত কহিল, ‘সত্যি, এ কি ব্যাপার ” স্বমিত্রা একটু তরল মিষ্ট হাসি হাসিয়া কহিল, “কেন ?—কি আর এমন অভূত ব্যাপার ” ক্রমশঃ ঐ উপেন্দ্রনাথ গজোপাধ্যায়