পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা । लद्भिरणई छांशंद्भs Rసెసి দরিদ্রের জাগরণ -গরীবের ছেলে, গরীবের ছেলে, ছেড়া কাথা তোর ফেলে দে জুড়ে, চেয়ে ভাখ, আজ মেলি শতদল - সোনালী কমল উদয়-চুড়ে ! ভুবনের মাঝে দুই জাতি আছে, নাই নাই আর জাতির পাতি,— ধনী ও গরীব ;- যারা লাথি মারে, o আর যারা খায় তাদের লাথি ! চিরকাল ধরে খুলে মেখে গায়, লাথিতে হোলো না অরুচি কি রে ? বাঙালী-ঘরের কাঙালী বেচার !" উঠে বসে মোছ, নম্বন-নীরে! জগতে জেগেছে গরীব আজ ! গরীবের ভাতে হাত ষ্টীয় যারা, তাদের মাথায় পড়ুক বাজ ! রুশিয়ায় স্যাখ, জেগেছে গরীব, কোথা জমিদার, কোথায় প্রজা ? রাজ-প্রজ। সব একৃপা হয়েছে, মাঝে সীমা-রেখা যায় না বোঝা! কত শতাব্দী করেছে সহ ধনীর চাবুকে কত-ন মার, মাজ তারা সবে ধনীর সমান, নেই ভেদাভেদ ঘাতনা অার ! নী দ্যায় নাই নিজে কিছু ছেড়ে, ভালোবেসে দীনে বলেনি “মিতা’, তোর চোটেতে হয়ে গেছে টিটু, গরীবের জোর বুঝেছে কি তা ! - জাগো বাংলার দুঃখী ছেলে । সন্ধুতে যদি বস্তা জাগে রে, সাধ্য কাহার পিছনে ঠেলে । গরীবের কি গো নেই ভগবান, চিত্ত কি তার আত্মা-হারা ? ধনীর মতই বক্ষে কি নেই তথ-লোহিত রক্ত-ধারা ? নাই কি তাদের ভালোবাস-প্রের্ম, নাই কি হৃদয়ে কামনা শত ? এই ধরণীর রসধারা পিয়ে ফোটেনি কি তারা ফুলের মত ? রোগে মরে তারা, অনাহারে মরে, বেঁচে ম’রে থাকে জড়ের প্রায়, দারিদ্র্য যেন মহাপাপ ওরে— যৌবনে তার মৃত্যু চায়! ধনী কেন বলে “আমারি সব’ ? দীন কেন হায় ভিখারীর মত - করে জোড়করে জার্ভ-রব ? 羚 ধনীর অল্প কারা গেটে আনে ? সে ওই ক্ষেতের গরীব চাষা ! . কৰ্ম্মী কাহারা, শিল্পী কাহার, শ্রমিক কাহারা,--দেশের আশা ? দীন গড়ে বাড়ী, ধনী বাস করে ; দীন বোনে বাস, ধনীরা পরে ; अछब्रांएउe ौन अंख उबू কেঁদে টাকা ঢালে রাজার ঘরে । প্রকৃতির দান সকলে সমান, পৃথিবীর এই সবুজ মাটি,— কার অধিকারে ধনী দাবি করে, কার ক্ষমতায় জাগুলে ঘাটি ? অকেজে, নিষ্ঠুর, গৰী ধনী ! o দীন যদি বসে কাজ ছেড়ে দিয়ে, te . ম’রে যাবি তোরা প্রমাদ গণি !