পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७é भ९थm अबखांब পথে SSMSSSMSSSMSSSMSSSMSSSMSSSAAAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAAASMSMSM চতুৰ্দ্ধিকে পাহাড়ে বেষ্টিত স্থানে দণ্ডায়মান হইলে পশ্চাতে দেখা যায় বৃক্ষলতাদিপূর্ণ এক দীর্ঘ পৰ্ব্বত, ও সম্মুখে একটি স্রোতস্বিনী জাকিয়া বাকিয়া চলিয়াছে। এই অগভীর জোতস্বিনী বর্ষার সময় ড্রীম গর্জনে প্রবাহিত হয়। কিছু দূরে একটি হ্রদ, তাহার পার্থে পৰ্ব্বত । পৰ্ব্বত-গাত্রে দূরে যে প্রকোষ্ঠ দৃষ্ট হয় উহা জলের আঘাতে নিৰ্ম্মিত পৰ্ব্বতগুহা নয়— উহা শ্রেষ্ঠ শিল্পীর স্থষ্টির চরম উৎকর্ষ অজস্তার প্রকোষ্ঠ, আর তার পার্থে কারুকাৰ্য্যশোভিত স্তম্ভাবলী । দৃষ্টি মাত্রেই বোঝা যায় প্রতি গৃহই দ্বিতল । নদী পার হইলেই স্থানে স্থানে ংস্কারযোগ্য ভগ্ন বিহার ও মন্দির मृहे श्ञ्च । कि श्रमैौंभ ४४ई छ्लि ७झे শিল্পীদের, র্যাহারা পাহাড় কাটিয়া এই বিরাট মন্দিরাদি নিৰ্ম্মাণ করিয়াছেন । যখন ডিনামাইট ছিল না তখন হাজার হাজার মন পাথর কাঙিয়া এই শিল্পীদের চৈত্যের ছাদ ও মনোহর স্তম্ভ প্রস্তুত করিতে হইয়াছে। পাথরকে কাঠের বর্গার মত কাটিয়া কাটিয়া গোলাকারে ছাদ নিৰ্ম্মাণ করা হইয়াছে। প্রাচীরগাত্রে প্রস্তর খোদিত অসংখ্য প্রতিমূৰ্ত্তি । শুপগুলি বুদ্ধের প্রতিমূৰ্ত্তিতে শোভিত হইয় প্রকোষ্ঠের শেষভাগে বিদ্যমান। ঘরের মেঝে সমতল। গৃহতলে বর্তমানে যেगभरष्ठ गांश्री cनशां झांग्न छैश झञ्च कांहलव्र नग्न - ८कौन শত্রুর কুকীৰ্ত্তি ; নিৰ্ম্মাতারা নিশ্চয়ই এমন ভাবে খুৎ রাখিয়া এইসব সুন্দর গুহাগৃহ নিৰ্ম্মাণ করেন নাই। স্থানে স্থানে যে-সব গৰ্ত্ত আছে—হয় সেগুলি বিধৰ্ম্মীরা বিদ্বেষবশে করিয়ছে, না হয় প্রাচীন শিল্পীরা রং পিষিবার জন্ত প্রস্তুত করিয়াছিলেন। যে-সকল গৃহ সভাসমিতির জন্য ব্যবহৃত হইত তাহার ছাদের নিম্নভাগ অজস্তার ২ নং গুহার বীরাঙ্গার স্তম্ভসমূহ সমতল o ছাদের নিম্নভাগ এবং দেওয়ালগুলি প্রথমে সমতল করা হইত, তৎপরে কাদার দ্বারা আবৃত হইত এবং শেষে গোময় অথবা ঐরূপ কোনো আঠাযুক্ত প্রব্যের প্রলেপের সাহায্যে পাহাড়ের সঙ্গে মিলাইয়া দেওয়া इझे ड। দেখিলে বেশ বুঝা যায় যে, পলস্তারা ভিজা থাকিতে থাকিতে চিত্রগুলি খোদিত করা হইয়াছে। রংএর প্রাচুর্ঘ্য দেখিয়া মনে হয় সেগুলি ঐস্থানেই পাওয়াযাইত। পরীক্ষণ দ্বারা প্রমাণিত হইয়াছে যে, অজস্তার পথের একপ্রকার পাথর হইতে সবুজ রং হইত। কাল রং নিশ্চয়ই প্রদীপের ধুমোকীর্ণ কালির সহিত অন্য ঈষৎ তরল রংএর সাহায্যে असृङ कब्र इ३७ ।।