পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাণী—মাখিন, OOHO و هش MeAeAAAS AAASASASS অজস্তার ১ লং গুহার চিত্র-বুদ্ধদেব কিন্তু এমন আশ্চৰ্য্যভাবে এই প্রকোষ্ঠাবলী নিৰ্ম্মিত হইয়াছে, যে, আলোকের কোন অপ্রাচুর্য্য নাই। যে-চিত্রগুলি ঈষৎ অস্পষ্ট অথবা উঠিয়া গিয়াছে সেগুলি ভিন্ন আর সবগুলিরই আলোক-চিত্ৰ লইতে কোন অসুবিধা হয় না। একটি প্রশ্ন পাঠকের মনে স্বতঃই উদিত হয়, যে, এই শিল্পরক্ষার জন্য কি ব্যবস্থা হইতেছে । অতি অল্প দিন হইল এ-বিষয়ে মনোযোগ দেখা দিয়াছে। ১৮২৯ সালে রয়েল এসিয়াটিকৃ সোসাইটি ইহার একটি বিবরণ দেন। এগার বৎসর পরে মি: জেম্স্ ফাগুস এ-সম্বন্ধে একটি প্রবন্ধ পাঠ করেন এবং ফুলে [ ફ૭ન પાન, પ્રમ સંજી তৎকালীন প্রধান শিল্পী মেজর গিল এগুলি নকল করিয়া বিলাতের ক্রিষ্টাল প্যালেস এগজিবিশনে পাঠান। সে চিত্রগুলি দেখিয়া সকলেই খুব উৎসাহিত হন কিন্তু অগ্নুৎপাতে তার প্রায় সবই নষ্ট হুইয়া যায়। প্রায় ২৫ বৎসর পরে বোম্বাই আর্টস্কুলের চিত্রকর মিঃ গ্রিফিথস কতকগুলি ছবি নকল করেন। তাহার দীর্ঘকাল সেখানে থাকিয়া ছবিগুলির নকল প্রস্তুত করেন। কিন্তু যিনিই অজস্তার আসল চিত্রগুলি দেখিয়াছেন, তিনিই বলিলেন যে এছবিগুলি কিছুই হয় নাই—এগুলি অস্পষ্ট, ও মূলের সহিত সম্পর্কশূন্ত— ভাবের কোন ব্যঞ্জনা তাহাতে প্রকাশ প স্ব নাই । বর্তমান শতাব্দীর প্রথম ভাগে মিসেস (পরে লেডী ) হেরিংহাম্ প্রসিদ্ধ চিত্রকর শ্ৰীযুক্ত নন্দলাল বন্ধ, শ্ৰীযুক্ত অসিতকুমার হালদার ও ঐযুক্ত সমরেজনাথ গুপ্ত মহাশয়দিগকে লইয়া অজস্তার ছবির প্রতিকৃতি লইতে আরম্ভ করেন। এই কার্ধে বন্ধমহাশয় প্রতিষ্ঠা লাভ করিয়াছেন। বস্থ-মহাশয়ের সঙ্গে মিঃ সৈয়দ শাহমদ গমন করেন । মিঃ সৈয়দ আহমদ এক্ষণে অজস্তার পরিদর্শকরূপে নিজাম সরকার কর্তৃক নিযুক্ত হইয়াছেন । এই চিত্রগুলি গ্রিফিথসের চিত্রাবলী অপেক্ষ ঢের বেশী ভাল। ইহার অধিকাংশই ছাপা হইয়াছে, এবং ১৯১১ সালের এলাহাবাদ প্রদর্শনীতে এই চিত্রগুলি প্রদর্শিত হয় ও বিশেষরূপে সমাদৃত হয়। বড়লাট কার্জনের শুভাগমনে অজস্তার ইতিহাসের এক নূতন অধ্যায় আরম্ভ হয়। লর্ড কার্জন রাজনীতিক্ষেত্রে আমাদের সন্মানকে আঘাত দিয়াছিলেন বলিয়াই