পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অজস্থার ১ নং গুহার বহির্ভাগের দৃশ্য জমিদার নবাব স্ত্যাবু সালাবাং জং নাবালক । কোন সময়ে তাহার অভিভাবককে অজস্তার বিষয় অবহিত হইতে বলিলে তিনি পত্রোন্তরে জানান যে অজস্তার সব - জিনিস যেন ভাল করিয়া ব্যাঙ্গু ও বাক্সবন্দী করিয়া রাখা হয়। এই উপাখ্যানটি অতিরঞ্জিত হইতে পারে, কিন্তু ইহা হইতেই দেশের লোকের বিবাটু অজ্ঞতার পরিচয় বেশ পাওয়া যায় । বর্তমান নিজামের রাজ্যপ্রাপ্তির পর মিঃ হায়দারী শিক্ষাসচিবরূপে গভর্ণমেণ্ট কে এসব সংস্কারের কথা লিখেন । প্রত্যুত্তরে গভর্ণমেণ্ট তাহাকে একখানি রিপোর্ট দাখিল করিতে আদেশ করেন। কার্যারম্ভের পূৰ্ব্বে প্রত্নতত্ত্ব-বিভাগের অধ্যক্ষ স্তার জন মার্শাল সমস্ত পৰ্য্যবেক্ষণ করিয়া যথাযথ উপদেশ দেন । কাৰ্য্য চলিতে থাকৈ । অবশেষে স্তার জন মার্শালের ছাত্র ও রাজসাহী কলেজের ভূতপূৰ্ব্ব অধ্যাপক গোলাম ইয়াজদানীকে সভাপতি করিয়া এক প্রত্নতত্ত্ব-বি ভাগ হায়দরাবাদ সরকার কর্তৃক গঠিত হওয়াতে এই সম্পদাবলীকে ধ্বংস হইতে রক্ষা করিবার ব্যবস্থা হইয়াছে। এই মুসলমান রাজ-সরকারের প্রধান দ্রষ্টব্য একটি বৌদ্ধযুগের পুণ্যস্থানের সংস্কার। দীর্ঘকাল অবহেলার ফলে ছাদ বাহিয়া জল পড়িত, বাছুড়ের বিষ্ঠায় প্রকোষ্ঠটি একেবারে প্রবাসী—আশ্বিল, ১৩৩০ [ २थलं छाँग, »ञ थ७ পূর্ণ—এমন কি গমনাগমনের পথও এই স্থূপীকৃত দুৰ্গন্ধ বিষ্ঠায় বন্ধ ছিল। শোনা যায়, লেডী হেরিংহামের দল এই দুৰ্গদ্ধে বাসহেতু কয়েকদিন আহার পর্যাস্ত করিতে পারেন নাই। অবশেষে তারের জাল দ্বারা বাছুড়ের যাতায়াত বন্ধ করা হইয়াছে, বিষ্ঠার স্তুপ অপস্থত করা হইয়াছে এবং ধীরে ধীরে অত্যন্ত সতর্কতার সহিত, ঘর্ষণের ফলে যতটা সম্ভব, রং নষ্ট না করিয়া এই প্রাচীন গৌরবটুকু রক্ষা, कब्र श्इंग्रांटछ् । অবশেষে দেওয়াল ও ছাদগুলি পরিষ্কার করায় বহু চিত্র লোক-চক্ষের গোচরীভূত হইয়াছে । এখনও মিঃ গ্রিফিথল যে অজস্তার সংস্কার কার্য্যের ভারপ্রাপ্ত কর্মচারী মিঃ গোলাম নৰী