পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

beg . هgrسनहेिकोनन खेकिञ्चशब्रिड "नश्कीब পৃষ্ঠদেশ ও পার্শ্বদেশদ্বয়ের সংরক্ষা সাধন করিতে করিতেই चश्चणब्र इहेरङ श्ख्न । अश्व नात्म ८कान७ दिथााज्र অস্থর এই পদ্ধতিতে যুদ্ধ, করিত বলিয়াই এই পদ্ধতির নাম "শঙ্খাস্করী” । শূরসেনী —“শূরসেনী" পদ্ধতিতে দ্রুতগতিই সৰ্ব্বপ্রধান বিশেষত্ব। ভূমিতে পতিত হইলেও দ্রুতগতির তীব্রতার অভ্যাস নিবন্ধন যোদ্ধ। কখনও চিৎ হুইয়া পতিত হয় না। এই পদ্ধতিতে দ্রুতগতি সহকারেই বহু আততায়ীকেও একাকী বেষ্টন করিয়া আঘাত করিতে হয়, অপেক্ষাকৃত হীনবল আততায়ীগণ সৰ্ব্বদাই গতির.বেষ্টনের মধ্যে পতিত হইয়৷ বিহবল হইয় পড়ে, এবং কোনক্রমেই আক্রমণকারীর পাশ্ব কিম্বা পৃষ্ঠদেশ আক্রমণের অবসর পায় না। এই পদ্ধতিতেই সুকৌশলে অতিক্রত বেগে বিভিন্ন গতিতে ধাবিত হইয়া শক্রব্যুহকে ছিন্ন ভিন্ন করিয়া ফেলা সম্ভব হয় ; তাহারই ফলে শত্রুপক্ষীয়গণ প্রমাদগ্ৰস্ত হইয়া স্বপক্ষীয়গণকেই প্রহার করিতে থাকে। কেবল মাত্র শূরশ্ৰেষ্ঠ সেনাপতিগণই এই পদ্ধতি অবলম্বন করিতে সমর্থ হন । কথিত আছে, বীরশ্ৰেষ্ঠ অৰ্জুন গোহরণকারী কৌরব পক্ষীন্থগণকে রথারূঢ় হইলেও এই পদ্ধতিতেই প্রতিহত করিয়া পরিশেষে সংমোহন অস্ত্র প্রয়োগ করিয়াছিলেন । সমস্ত পাঠগুলিই দক্ষিণ ও বাম, উভয় হস্তেই সমানভাবে অভ্যাস করিতে হইবে । দক্ষিণ হস্তে লাঠি ধারণ করিয়া অভ্যাস-কালে দক্ষিণ পদ সম্মুখে ও বাম পদ পিছনে থাকিবে ; সেইরূপ বাম হস্তে লাঠি ধারণ করিয়া অভ্যাসকালে বাম পদ সম্মুখে ও দক্ষিণ পদ পিছনে থাকিবে । घांऊ অভিবাদন (সেলামী) —ত্ৰীড়াকারী উভয় ব্যক্তি পরম্পর সম্মুখীন হইয়া, এক লাঠির ব্যবধানে ( দুই হস্ত অষ্ট অঙ্গুলি ) একাঙ্গের ঠাটে কেল্লাবন্দী হইয়া দাড়াইবে ; পরে যে-ভঙ্গীতে অসি কোষ-মধ্যে থাকে, লাঠিকে সেই-ভাবে রাখিয়া দক্ষিণ মুষ্টির নিয়ে বামহস্ত দ্বারা মুঠা করিয়া ধরিবে, এবং বাম হন্তের মুষ্ঠের প্রবাসী— আশ্বিন, ১৩৩৪ কোমরে, আবদ্ধ' 1 २७° उन, »न ५९ ভিতর দিয়া সমগ্র লাঠি টানিয়া তুলিী উভয়ে অপরের বাম কর্ণরন্থ হইতে দক্ষিণ কর্ণের নিম্নমূল বরাবরে আঘাত করিবে ; তাহাতেই মধ্যস্থলে উভয়ের লাঠি পরস্পরে প্রতিহত হুইবে । তৎপরে বাম হস্ত দ্বারা লাঠি ধরিয়৷ লাঠিকে বক্ষের সমান্তরাল ভাবে রাখিয়া ও অগ্রবিন্দু দক্ষিণ দিকে হেলাইয়া দিয়া উভয়ে উভয়ের দক্ষিণ হস্ত স্পর্শ করিয়া দক্ষিণ হস্ত দ্বারাই নিজ নিজ ললাট ও মস্তক স্পর্শ দ্বারা অভিবাদন করিবে । ইহার নাম “তামেচার অভিবাদন” । বাম হস্তে অভ্যাসকালে বাম পদ অগ্রে রাখিয়া একাঙ্গের ঠাটে কেল্লাবন্দী হইয়া দাড়াইবে এবং অভিবাদনাদি দক্ষিণ হস্তের সমস্ত ক্রিয়৷ বাম হুস্ত দ্বারাই করিবে । অভিবাদনানন্তর পাঠাভ্যাস আরম্ভ করিবে, এবং দক্ষিণ হস্তের ক্রীড়া সমাপ্ত হইলে পুনরায় দক্ষিণ হস্তের অভিবাদন করিয়া ক্ষান্ত হইবে। ঐরুপ বাম হস্তের ক্রীড়া সমাপ্ত হইলে পুনরায় বামহস্তের অভিবাদন করিয়া ক্ষান্ত হুইবে । পরবর্তী বর্ণন সমস্তই দক্ষিণ-হস্ত-সম্পর্কে দেওয়া হইল, বাম-হস্ত-সম্পর্কে বর্ণনা প্রায় তদনুরূপই ধরিয৷ লইতে হইবে, বিশেষ বিভিন্নতাগুলি ও সৰ্ব্বপ্রকার বিশেষত্ব যথাস্থানেই উক্ত হইবে । তবে সাধারণতঃ দক্ষিণ অঙ্গের বিভিন্ন আঘাতগুলির প্রতিকার-কল্পে দক্ষিণ হস্ত দ্বারা যে যে ভঙ্গীতে লাঠি ধরিতে হইবে, বাম অঙ্গের তংতং সদৃশ আঘাতুগুলির প্রতিকার-কল্পে বাম হস্ত দ্বারা সেই সেই অনুরূপ ভঙ্গীতেই4লাঠি ধরিতে হইবে । আবার বাম অঙ্গের বিভিন্ন আঘাতগুলির প্রতিকারকল্পে দক্ষিণ হস্ত দ্বারা যে যে ভঙ্গীতে লাঠি ধরিতে হইবে, দক্ষিণ অঙ্গের তৎতং সদৃশ আঘাতগুলির প্রতিকার-কল্পে বাম হস্ত দ্বারা সেই সেই অনুরূপ ভঙ্গীতেই লাঠি ধরিতে হইবে। দুইএর বাড়ি— ১ । Z//শির, ///মোঢ়া । ২ 1 //আস্তর, ///কুচ । শির-মস্তকের ঠিক মধ্যদেশ বরাবরে সিতির দুই