পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ն-é e [ ২৩শ ভাগ, ১ম খণ্ড বঙ্গের বাহিরে বাঙ্গালীর কৃতিত্ব `वैश्रूख् অখিলচন্দ্ৰ মিত্র এলাহাৰান झाई८कांटकॅब्र छेकौल ঐক্ত বরদাকান্ত মিত্র মহাশয়ের চতুর্থ পুত্র। ইহাদের নিবাস হুগলী জেলার অন্তর্গত জনাই গ্রামে। - ীি অখিলচন্দ্র মিত্র অথিলচন্দ্রের জন্ম ও শিক্ষণ এলাহাবাদেই । ইহার অন্য সহোদরদিগের মত ইনিও এলাহাবাদের এংলোবেঙ্গলী স্কুল হইতে ম্যাটিকুলেশন পাশ করিয়া মিওর কলেজে অধ্যয়ন করেন। ম্যাটি কুলেশন, আই-এস্লী ও বি-এস্লী পরীক্ষায় অখিলচন্দ্র প্রথম স্থান অধিকার করেন। রুড়কী এঞ্জিনীয়ারিং কলেজের প্রবেশিকা, প্রথম বার্ষিক, দ্বিতীয় বার্বিক, তৃতীয় বার্ষিক ও শেষ পরীক্ষায় অখিলচন্দ্র প্রথম স্থান অধিকার করেন। রুড়কীর শেষ পরীক্ষায় তাহাতে এবং পরবর্তী যে দুইটি যুবক দ্বিতীয় ও তৃতীয় স্থান পাইয়াছিলেন র্তাহীদের মধ্যে প্রায় দেড় শত নম্বরের তফাৎ ছিল। যুক্ত-প্রদেশের গবর্ণর স্তার উইলিয়ম ম্যারিস উপাধি বিতরণ সভায় অখিলচন্দ্রকে অভিনন্দন দিয়া পরবর্তী " যুবক দুইটির প্রতি সহানুভূতি জানাইয়। বলিয়াছিলেন, যে, তাহাদিগকে এমন এক ছাত্রের সহিত প্রতিযোগিতা করিতে হইয়াছে, যিনি জীবনে কখনও প্রথম বই দ্বিতীয় হন নাই। ম্যারিস মহোদয় ইহাও বলিয়াছিলেন, যে, যত দিন রুড়কী-কলেজ স্থাপিত হুইয়াছে, অখিলচন্দ্রের মত আর কোনও ছাত্র পূৰ্ব্বে কখনও প্রদর্শন করেন | শুনা যায়, প্রায় পচিশ বৎসর পূৰ্ব্বে, শ্ৰীযুক্ত হরিপ্রসাদ বিষ্ঠাস্ত রুড়কীতে র্তাহার পূৰ্ব্বেকার সব ছাত্রদের কৃতিত্বকে স্নান করিয়াছিলেন। প্রযুক্ত বিদ্যান্ত মহাশয়ও ছাত্রাবস্থায় লেখাপড়ার কৃতিত্ব ছাড়া ব্যায়ামেও বিশেষ কৃতিত্ব দেখাইয়। পুরস্কার লাভ করিয়াছিলেন। বিদ্যাস্ত মহাশয় এক্ষণে যুক্ত প্রদেশের পূর্ব-বিভাগে স্বপারিন্টেণ্ডিং এঞ্জিনীয়র। ভারত-গবর্ণমেণ্টের শিক্ষাবিভাগের মেম্বর শ্ৰীযুক্ত অতুলচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়ও বিলাতে সিবিলসৰ্ব্বিস পরীক্ষায় পূর্বতন সকল ছাত্রের কৃতিত্বকে মান করিয়াছিলেন । এতদঞ্চলে খুব কম লোকই আছেন যিনি অখিলবাবুর তৃতীয় ভ্রাতা শ্ৰীমান অনিলচন্দ্রকে চেনেন না। এ-প্রসঙ্গ অখিলচন্দ্রের ; স্বতরাং অনিলচন্দ্র সম্বন্ধে অধিক কিছু বলা অশোভন হইবে। কেবল এইটুকু মাত্র বলিয়া শেষ করি, যে, অনিলচন্দ্র কয়েক বৎসর এলাহাবাদ হাইকোর্টে ওকালতী করিয়া যুদ্ধের পর আমেরিকায় যান। সেখানে পরিশ্রম করিয়া নিজের সম্পূর্ণ ব্যয় ত নিৰ্ব্বাহ করিয়াছেনই, সময়ে-সময়ে অপর সঙ্গীদিগকেও সাহায্য করিয়াছেন এবং শেষে কিছু অর্থও সঞ্চয় করিয়া দক্ষ মোটর ইঞ্জিনীয়ার হইয়া আজ কয়েক মাস হইল ফিরিয়াছেন । ইনি সম্প্রতি কলিকাতায় একটি মোটর টায়ার প্রস্তুত করিবার কারীনা-স্থাপন-কাৰ্য্যে ব্যস্ত আছেন। অনিলচন্দ্রের আমেরিকায় গমন, সেখানে স্বাবলম্বী হইয়া অবস্থান ও শিক্ষালাভ, এবং প্রত্যাবর্তন— এই তিন ব্যাপারই যেমন একদিকে কৌতুকপূর্ণ ও আমোদদায়ক অপরদিকে তেমনই উৎসাহব্যঞ্জক ও শিক্ষাপ্রদ। দেহ-মনের চর্চায় শ্ৰীযুক্ত অখিলচন্দ্র মিত্রের স্থায় আটপিঠে যুবকের নমুনা বাংলাদেশে বিরল। বঙ্গের বাহিরে এই বাঙ্গালী যুবকটির কৃতিত্বে আজ বাংলা দেশ গৌরব অনুভব করিতেছে। শ্ৰী নরেন্দ্রনাথ সেন