পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

4. প্রবাসী-কাৰ্ত্তিক, ృరిరిగి [ ૭૦મી ઉંt૬, ૨ હજી রবীন্দ্রনাথের অঙ্কিত একটি চিত্র কথা ফুরিয়ে গেছে । একদিনের একটি ছোট অভিজ্ঞতা ঘটনা একটুখানিও ভুলি না, কিন্তু ঠিক সেইজন্যই লেখবার বেলায় কেবল দুচারটে সাধারণ কথা বলা ছাড়া উপায় থাকে না । কেমন করে বোঝাব প্রতিনিয়ত কি পাচ্চি, কি বুঝচি, জানচি, ভাবচি। হয়ত কোনোদিন সঞ্চিত অভিজ্ঞতার আলোড়নে কিছু একটা পূর্ণ প্রকাশের আভাস কোনো রচনায় দিতে পারব। কিন্তু এখন নয়। বার্লিন, ড্রেসডেন, মুনিক, এটাল, ওবেরআমেরগাউ, ফ্রাঙ্কফুট, ডামসটার্ট এবং আশেপাশে কত ছবি, কত লোক, কত কি দেখলাম—এথনো শেষের কাছেও আসিনি। প্রতিদিনই রবীন্দ্রনাথকে নূতন ক’রে চিনচি-কত ভাবে প্তার প্রতিভার উপর অজস্রদাবী প্রতিক্ষণে যে আসচে, এবং প্রতিবারই তার চমকিত মনের ঐশ্বৰ্য্য বলে উঠচে। আমরা ডেনমার্ক এবং হুইটজারল্যাণ্ড হয়ে আরও একটি প্রকাণ্ড নূতন অভিজ্ঞতার রাজ্যে যাব ভাবচি। পুরো ঠিক হয়নি, হ’লেই জানতে পারবেন। জেনেভাতে মস্ত ব্যাপার হবে । ২৬শে জুলাই, Yసw a * * মারব্যুর্গে এসে এই চিঠি শেষ করচি। পাহাড়ের মধ্যে অতি রমণীয় এই শহর । আজও আবার গভীর রাত্রে চিঠি লিখতে বসেচি । সমস্ত দিনের তরঙ্গিত শত স্মৃতি মনে গুঞ্জন করচে। রবীন্দ্রনাথ সারাদিন ধ’রে ইংরেজিতে একটি নূতন রকম টেকীকে ফিল্মের জন্য নাটক লিখেচেন। ছবির মত এও তার নূতন স্বষ্টির নেশা। শুনেচেন নিশ্চয় এদেশের শ্রেষ্ঠ মনীষীর। রবীন্দ্রনাথের ছবিকে শিল্পরাজ্যে একেবারে চরম শ্রেষ্ঠ আসন দিয়েচেন । বালিন ড্রেসডেন মুনিক তিন জায়গায়