পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্য! ]


്.-്.ു--

বিবিধ প্রসঙ্গ—সাপ্র-জয়াকরের নিষ্ফল মধ্যবর্তিত 8 আমাদের অনুমান, ভারতবর্ষের প্রধান রাজনৈতিক দল কংগ্রেস দ্বারা বর্জিত বৈঠকে যাই। স্থির হইবে, তাহা কংগ্রেসের দাবীর অনুরূপ হইবে না ; সুতরাং তদনুসারে আইন হইলেও তাহা কাজে পরিণত করা দুঃসাধ্য হইৰে । কংগ্রেস স্বৈরাজ্যের ( ডায়াকীর ) বিরোধী ছিলেন । তাহ চলিঙ্গ না ; আবার নূতন কিছু করা আবখ্যক হইল। এখন কংগ্রেসের বিন সম্মতিতে যদি অন্য কোন রকম রাষ্ট্রীয় ব্যবস্থা প্রবর্তিত হয়, কংগ্রেস তাহারও বিরুদ্ধাচরণ করিবেন ; সুতরাং তাহাও চলিবে না, এবং আবার একট। কিছু করা আবশ্বক হইবে । কেহ যদি মনে করেন, কংগ্রেগকে গবন্মেটি পিষিয়া ফেলিতে পারিবেন, সেটা ভুল। কংগ্রেস নামটা মরিতে পারে, জিনিষটা মরিবে না । উহ! প্রবলতর ও উগ্রতর মূৰ্ত্তি গ্রহণ করিতে পারে। অতএব র্যাহারা গবন্মেণ্টের কোন নির্দিষ্ট প্রতিশ্রুতি না-পাইয়া লগুন বৈঠকে যাইবেন তাহারা ভুল করিবেন ; কেন ন! তাহাদের শ্রম নিষ্ফল হইবে । আমরা ধরিয়া লইতেছি নিমন্ত্রিত ব্যক্তিরা অনেকে তাহদের জ্ঞানবুদ্ধি অনুসারে অকপটভাবে দেশের সেবা করিতে যাইতেছেন। যাহার। পরের ( অর্থাৎ গরীব ভারতীয়দের ) পয়সায় বিলাতে আমোদ প্রমোদ সম্ভোগ করিতে এবং ইংরেজের তোষামোদ করিতে যাইতেছেন, তাহাদিগকে কিছু বলার অসন্মান স্বীকার করিতে আমরা রাজী নহি ।

সাপ্রী-জয়াকরের নিষ্ফল মধ্যবৰ্ত্তিতা স্তার তেজ বাহাদুর সাপ্র এবং শ্রযুক্ত মুকুন্দরাম রাও জয়কর মধ্যবর্তী কৃষ্টয়া বড়লাটের এবং কংগ্রেস নেতাদের মধ্যে যে শাস্তি স্থাপনের কথাবাৰ্ত্তা চালাইতেছিলেন, আশ্বিনের প্রবাসীতে তাহার নিষ্ফল হওয়ার সংবাদ দিয়াছি । ঐ সংখ্যায় এই ব্যর্থতার জন্য দুঃখ প্রকাশও করিয়াছি । কেন করিয়াছি তাহা বলা হয় নাই । গবন্ধেটি যাহা বলিবেন, তাহাতেই সায় দিয়া ংগ্রেসের আইন লঙ্ঘন প্রচেষ্ট বন্ধ করিয়া দেওয়া উচিত ছিল, এরূপ মত আমাদের কখনও ছিল না, এখনও নাই। গবন্মেণ্ট যদি প্রতিশ্রুতি দিতেন, যে, কংগ্রেসের মূল দ্বার গ্রাহ করা হইবে, এবং সেই সৰ্বে যদি নেতারা আইন লঙ্ঘন প্রচেষ্টা থামাইয়া দিতেন, তাহা হইলে আমরা সুখী হইতাম । তাহা হইলে দেশের বিস্তর শক্তিমান ও সাহসী লোক নানাপ্রকারে যে দুঃখ পাইতেছেন তাহার নিবৃত্তি হইও, বাণিজ্যের ও অন্য নানাপ্রকারের ক্ষতি নিবারিত হুইত, এবং শক্তিমান লোকদের শক্তি দেশের নানাপ্রকার গঠনমূলক সেবায় নিয়োজিত হইতে পারিত । ইহা হইল না বলিয়া দুঃখিত হইয়াছি। নিজে যে দুঃখকে বরণ করিতে পারি নাই, অন্তের জন্তু সেই দুঃখের দীর্ঘজীবন কামনা করিতে পারি না । - কিন্তু লর্ড আরুইন যাহা বলিয়াছেন এবং যাহা বলা হইতে নিবৃত্ত আছেন, তাহা বিবেচনা করিয়া একথা আমাদের মনে হইয়াছে, যে, কোনও কংগ্রেস নেতা এরূপ সৰ্বে ( অর্থাৎ এক প্রকার বিনাসর্ভেই ) সন্ধি করিতে পারিতেন না । কেহ কৱিলে তাহা মহা দুঃখের কারণ হইত এবং সেরূপ সন্ধি কংগ্রেস দল কখনও গ্রাহ করিত না । সন্ধির কথাবাৰ্ত্ত নিষ্ফল হওয়ায় বিলাতী কাগজ মহলে আন্দোলন চলিতেছে ৭ কোন কাগজ লভ্য ভাষায়, কোন কাগজ বা অভদ্র ভাষায় গান্ধীজীকে ও কংগ্রেসকে কড়া কথা শুনাইতেছে । একটা কাগজ ত গান্ধীজীকে পাগল বলিতেও ছাড়ে নাই । গোট দুই কাগজ কংগ্রেস পক্ষের দাবী স্কায়সঙ্গত মনে করিয়াছে । নিরুপদ্রব আইন লঙ্ঘন প্রচেষ্টা সম্বন্ধে ভারত-গবন্মেন্টের যে সাপ্তাহিক জ্ঞাপনী বাহির হয়, তাহাতে সরকার বাহাদুর নেতাদের ঘাড়েই সব দোষ চাপাইয়াছেন। একট। বিলাতী কাগজ বলিয়াছে, যে, নেতার যেন ব্রিটেনের সহিত যুদ্ধে জয়ী হইয়৷ সন্ধির সর্ব নির্দেশ করিতেছেন । ভারতবর্ষের যাহারা অহিংস সংগ্রামে সৰ্ব্বস্বপণ ও প্রাণপণ করিয়াছে, ইংরেজরা তাহাদের মনের গতি বুঝিতে পারিতেছে না । সত্যা গ্রহীরা ইংরেজদিগকে পরাজিত করিয়া তাহাজের ঘাড়ে নিজেদের