পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ] পোষায় "ন। সেইজন্ত এবং অনেক জায়গায় বন্যা হওয়ায় পাটচাষীদের মধ্যে বড় অল্পকষ্ট হইয়াছে শুনা যাইতেছে। ইহার প্রধানতঃ পূৰ্ব্ব ও উত্তর বঙ্গের লোক এবং মুসলমান। পাটচার্যীদিগের এই বিপদে কি প্রকারে তাহাদের সাহায্য করা যাইতে পারে, তাহার আলোচনা করিবার নিমিত্ত সম্প্রতি কলিকাতার আলবার্ট কলে একটি সভার অধিবেশন হইয়াছিল। তাহাতে .গবন্মেণ্টকে উচিত মূল্যে চাষীদের পাট কিনিয়া রাখিতে অনুরোধ করা হইয়াছে। কিশোরগঞ্জের বহু গ্রামের হিন্দুরা মুসলমানদের দ্বারা প্রহৃত ও হৃতসৰ্ব্বস্ব হওয়ার কারণ সরকারী মতে চাষীদের অন্নকষ্ট । এই কারণ সত্য হইলে, চাষীরা স্বাবলম্বনেরই একটা উপায় আবিষ্কার করিয়াছিল বলিতে হইবে । অনেক লুণ্ঠনকারী ধৃত ও দণ্ডিত এবং লুষ্ঠিত ধন ফেরত দিতে বাধ্য হয় নাই। ধাহা হউক, উক্ত উপায়েও কিশোরগঞ্জ মহকুমার চাষীদেরও অন্নকট সম্ভবতঃ দূর হয় নাই ; যে-সব জায়গায় লুণ্ঠন হয় নাই, সেখানকার ত কথাই নাই। সুতরাং পাটচাষীরা তাহদের জিনিষগুলির উচিত মূল্য যাহাতে পায়, তাহার ব্যবস্থা করা গবন্মেণ্টের নিশ্চয়ই উচিত । আলবার্ট হলের সভা জমিদারদিগকেও অনুরোধ করিয়াছেন, তাহার; যেন কৃষকদিগকে ধার দিয়া ও অন্য প্রকারে সাহায্য করেন। গবন্মেণ্টকে আর একটা অমুরোধ সভা করিয়াছেন, যে, ভবিষ্যতে প্রতি বৎসর যথা সময়ে যেন চাষীদিগকে পাটের সম্ভাবিত চাহিদা অনুসারে কম বা বেশী পরিমাণ জমিতে উহার চাষ করিতে বলিয়া দেওয়া হয় । مي-سمخلاص. (গণ্ড)গোল বৈঠকের সভ্যবৃদ্ধি ও হ্রাস লগুনের ইঙ্গ-ভারতীয় কন্‌ফারেন্সে নিমন্ত্রিত ব্যক্তিদের যে তালিকা জাগে বাহির হইয়াছিল, তাহার উপর এলাহাবাদের অধ্যাপক শাফাত আহমদ খানের নাম নুতন ঘোষিত হইয়াছে। অতএব, এখন ইতিপূর্বেই অতিরিক্ত মুসলমান সভ্যের দল আরও পুরু হইল । লণ্ডন হইতে খবর আসিয়াছে; যে, ঐযুক্ত দেওয়ান বিবিধ প্রসঙ্গ—সেনেটর রেনের প্রস্তাব Ꮌ©Ꮌ চমনলাল বৈঠকে যোগ দিবার নিমন্ত্রণ গ্রহণ করেন নাই । তিনি বলিয়াছেন, ওরূপ কনফারেন্সে তাহার বাঙ নিস্পত্তি অরণ্যে রোদনের মত হইবে । উৎকলবাসীরা বলিতেছেন, একজন উৎকলীয়কেও ডাকা হয় নাই, অমুন্নত শ্রেণীসমূহের লোকেরা বলিতেছেন, তাহারা সংখ্যায় মুসলমানদের সমান হইলেও উহাদের মধ্য হইতে কেবল একজনকে ডাকা হইয়াছে । এই সব অসন্তুষ্ট মানব-সমষ্টি হইতে কোন এক ব্যক্তিকে ডাকিয়৷ দেওয়ান চমনলালের শূন্ত আসনে বসান হইবে কি ? বোবার শত্রু নাই ইহা যেমন সত্য কথা, মুকের মিত্র, নাই ইহাও রাজনৈতিক ব্যাপারে সেইরূপ সত্য। সেই জন্য: সাওতাল কোল ভীল মুগু প্রভৃতি আদিম অধিবাসীদের মধ্য হইতে একজনকেও ডাকা হয় নাই । তাহারা এজন্য চেঁচাম্বেচিও করিতেছে না। তাহার কারণ এই হইতে পারে, যে, তাহাদের অডিবিশেষ বন্ধু ইংরেজ জাতি তাহাদের এরূপ উন্নতি ও বৃদ্ধি করিয়া দিয়াছে, যে, তাহারা স্বথে মসণ্ডল ও বাঙ্গজগৎ জ্ঞানশূন্ত হইয়া পড়ায় কোণ-বিহীন কনফারেন্সের খবরই রাখে না । عجب تحت= সেনেটর রেনের প্রস্তাব আমেরিকায় ইউনাইটেড ষ্টেটুসের সেনেটর ব্লেন তথাকার সেনেটে ভারতবর্ষ সম্বন্ধে এইরূপ প্রস্তাব করেন, যে, ভারতবর্ষ স্বাধীনতা ঘোষণা করিলে আমেরিকা ধেন তাহা মানিয়া লয়েন, ভারতীয়ের অহিংস উপায়ে স্বাধীনতা লাভের যে চেষ্টা করিতেছে ব্রিটিশ গবন্মেণ্ট বলপ্রয়োগ দ্বারা যেন তাহ দমন না করেন, ইত্যাদি। এই প্রস্তাব সম্বন্ধে শেষ মীমাংসা ও সিদ্ধান্তু এখনও হয় নাই। এই প্রস্তাবের সমর্থন জন্য ব্লেন সাহেব ভারতবর্ষীয় কতকগুলি কাগজ হইতে গুলি চালান, লাঠি চালান প্রভৃতির বর্ণনা একত্র করিয়া জাহা তাহার প্রস্তাবের সহিত নথিভুক্ত করিবার অনুরোধ করেন। সৰ্ব্বসন্মতিক্রমে এই অনুরোধ অনুসারে কাজ হইবে, এবং সেনেটের সরকারী কাৰ্য্যবিবরণে ভারতবর্ষীয় সংবাদপত্রসমূহ হইতে গৃহীত বৃত্তাস্তগুলি মুক্তৃিত ও প্রকাশিত হইবে। . kosts.