পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম-সংখ্যা ] ওঠে । বাদাম গাছে যখন ফুল ফোটে তখন কাশ্মীরীরা উৎসব করে। সে ফুল যে কি সুন্দর, তা না দেখলে বোঝা যায় না । কাশ্মীরে বাড়ী পাওয়া কঠিন। বাধের ধারে যে-সব দোকান আছে তার উপরের ঘর ভাড়া পাওয়া যায় । সাধারণতঃ একা এলে বা অল্পদিনের জন্য এলে ‘প্রতাপ ভবন, ধৰ্ম্মশালা, খালস হোটেল, বা গ্র্যাণ্ড হিন্দু হোটেলই প্রশস্ত । সাধুদের জন্য বাঙ্গালীদের একটি মঠ আছে, নাম ‘নারায়ণ মঠ । কাজেই হাউস বোট ভাড়া নিতে হয়। কিছুকাল পূৰ্ব্বে কিনার্ড নামে একজন ইংরেজ এই হাউস বোটের প্রচলন করেন। এখন এর সংখ্যা শুনতে পাই প্রায় তুষ্ট হাজার । একটি এই বোটে থাকে . করে বস্বার ও খাবার ঘর, ভাড়ার, দুখানি শোবার ঘর ৪ দুটি বাথ-রুম । তিনখানি বেড়-রুম যে বোটে আছে, তাতে একটি ভিজিটস পচ থাকে এবং জাহাজের কেবিনের মত শয়ন ঘরগুলির সামনে একটি চেন থাকে। একটি শয়নঘরওয়াল ছোট বোটও পাওয়া যায়। পাচটি ঘরের বোটের ভাড়া মাসিক ১০০< হ’তে ২০০<। হাউস বোটের সঙ্গে থাকে একটি রান্নার নৌকা ও একখানি শিকার এবং শিকার চালাবার জন্য একজন লোক পাওয় 1 এ ছাড়া ভুঙ্গা নৌকা আছে, মাদুর দিয়ে ঢাকা আসবাবপত্র সমেত ডুঙ্গা পাওয়া যায়। তাতে দুই বন্ধু বা স্বামী-স্ত্রী স্বচ্ছন্দে থাকতে পারেন। ডুঙ্গার এক পাশে রাধবার স্থান। ভাড়া মাসিক ৩০ হ’তে ৫০ । বোটু বা ডুঙ্গা নানাস্থানে নিয়ে যাওয়া যায় । ধারা বহু পরিবার এবং ছোট ছেলেমেয়ে নিয়ে আসেন, র্তাদের উচিত বোট বাধা বিলমের তীরে আইরিগুজরে, সোনোয়ার বাগে, মুলী বাগে বা চীনার বাগে । এই সব কাশ্মীরের কথা À à স্থানে নিত্য প্রয়োজনীয় জিনিষ খুব সহজেই পা ও স্বয় | যার নির্জনতা ও প্রকৃতির অনুপম সৌন্দয টু ভোগ করতে চান তারা ডাল হ্রদের গাগরী বলে, নিমং বগে, শালামার বাগে বা নাসিম বাগে বোট রাখতে পারম ; কাশ্মীর-রাজ বোট রাখবার জন্য ঘাট নির্দিষ্ট করে দিয়েছেন, পাশেই ইলেকটিক লাইন আছে, চাং আন পাহালগমে লিদার নদী জমা দিলেই আলো পাওয়া যায়। ঘাটে লাগালেই পাচ ছয় টাকা ট্যাক্স দিতে হয়, একদিন বা একমাসে কোন তফাৎ নাই। নির্দিষ্ট ঘাট ছাড়াও বোট লাগান যায়, তাতে ট্যাক্স দিতে হয় না ; তবে আঘাটায় বিজলি বাতি পাওয়া যায় না । যাতায়াতে শিকারাই সব চেয়ে আরামের । টাঙ্গা বা মোটরে প্রচুর ধূলা খেতে হয়। শিকারাগুলি এমন স্বন্দর সাজান যে, মনে হয় যেন কোন নবাবকে অভ্যর্থনী করবার জন্তে সাজান হ’য়েছে। শিকার তৈরী যুগলের জন্য, তবে চার-পাঁচজন যাওয়া যায় । শিকারার ভাড়া প্রতিদিন (আট ঘণ্টা) আট আন এবং একজন মাঝির মজুরী প্রতিদিন বার জানা। সাধারণতঃ তিনজ্ঞ হাজী প্রয়োজন হয়। এই স্ত্রর নৌকাচালকদের মাৰি (মাৰি ) বা হান্‌জী (হার্জী) বলা হয়। । BBBB BBBS SSBBB SBBBBSBBDDB BBB BBZ