পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যুদ্ধে পায়রার ব্যবহার— পায়র। রাত্রিতে উড়ে ন ইহু। এতদিন স্বতঃসিদ্ধ ছিল, কিন্তু মানুষের পাল্লায় পড়িয়া পায়রাকে সে সংস্কার ত্যাগ করিতে হইয়াছে । গত যুদ্ধে পায়রা সংবাদবাহকের কাজ করিয়াছে । বেতার টেলিগ্রাফ, টেলিফোন, টেলিগ্রাফ কিম্বা মানুষ সংবাদবাহকের চেয়ে বেশী সংবাদ তাহারা বহন করিয়াছিল। কিন্তু গত যুদ্ধের পায়রাও রাত্রিতে উড়িতে জনিত না । যুদ্ধের অভিজ্ঞতার ফলে বুঝা যায়, যে রাত্রিচর হইলে পায়রার সংবাদবাহকের কাজ আরও অনেক ভাল করিতে পরিবে । তাই যুদ্ধের পর আমেরিকায় রাত্রিচর একদল পায়রা স্বeি একটি সংবাদবাই পায়র। ইহার নাম লিলি । এই পায়রাটি রাজিতে সংবাদ লইয়! যাইবার অসাধারণ ক্ষমতার পরিচয় দিয়াছে। oہ:سیہ গাড়ীতে বসান পায়রার খোপ