পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিক্ষণকালে অন্ধকারে উড়িবার দিকে যেমন নজর দেওয়া হয় পার্থীদের ঘরে ফিরিবার বৃত্তিটাকে খুব প্রবল করিবার চেষ্টাও চলে । BBBB BD BBBB SBB BBS BBB K DD BBB DD BB ঘরে ফিরিতেই তাই াদের থাইতে দেওয়া হয় । দ্বিতীয়তঃ যখন জোড়া বাধিয়া উড়ে তখন স্বামী স্ত্রীকে পৃথক করিয়া দেওয়া হয় । ইহাতেও তাঁহাদের ঘরের প্রতি আকর্ষণ বাড়ে । স্বশিক্ষিত পার্থী ঘন্টায় ৫০ মাইল উড়িতে পারে। গতবার DBBBBBB BBBB BB SBB BBS BB BBBS BB BBBB gAAAA মাইল উড়িয়াছিল। টোপেকে ছেন" সব চেয়ে বেশী দূর ১৫ • • মাইল উড়িয়াছিল। স্বল্ট ফিল্ড আর একটি বিখ্যাত পক্ষী । গত যুদ্ধের দুইটি সংবাদদাতা মাত্র বঁচিয়া আছে। দি মকার ‘বোমো'র যুদ্ধে একটি চেপি হারাইয়া ও সংবাদ লইয়া যথাস্থানে পৌছায় এবং তাঙ্গর ফলে বহু আমেরিকান সৈন্তের প্রাণ বাচিয়া যায় । পাইক ৫২টি অতি দরকারী পবর বহন করিয়াছিল । শের আমি ছিল সব চেয়ে বিখ্যাত পার্থী। তাহার বুকে একটি গুলি লাগিলে এই বানরটির উপর একটি ঔষধের পরীক্ষণ হইতেছে এবং একটা পা উড়িয়া গেলেও একটি খবর সে দেয় যাহাতে একটি সৈগু্যদলের ২৫০ জন লোকের প্রাণ বঁাচে । প্যারিসের পাস্তোর ইনষ্টিটিউটু--- প্যারিসের পাস্তোর ইন্‌ষ্টিটিউট পৃথিবীর শ্রেষ্ঠ রোগনিবারক ঔষধের কারখানার অন্ততম ; বেক্টেরিওলজি বিজ্ঞানের স্রষ্ট। লুই পাস্তোরের বিজ্ঞানাগার রূপে প্রায় ৫০ বৎসর আগে দেশের লোকের অর্থে ইহা স্থাপিত হয় । ১৮৯৫ খ্ৰীষ্টাব্দে পাস্তোরের মৃত্যুর পর হইতে তাহার উদ্ভাবিত ঔষধ প্রস্তুত করিবার জন্তু ইহা ব্যবহৃত হইতেছে । পপুলার সায়েন্স নামক আমেরিকার একটি পত্রিকায় এই কারখানার ছবি প্রথম বাহির হয় । এই কারখানার সঙ্গে একটি বিজ্ঞাপ - গার আছে সেখানে পৃথিবীর শ্রেষ্ঠ চিকিৎসকগণ রিসার্চ করিতেছেন এবং পাস্তোরের পর আরও বহু নুতন জ্ঞান অর্জন করিতেছেন ।

১২-২, আপার সাকলার রোড, কলিকাতা প্রবাসী প্রেস হইতে ঐসজনীকান্ত দাস কর্তৃক মুত্রিত ও প্রকাশিত।