পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] ംബത്തക്കു লক্ষী ›ዓ » দক্ষিণ দিকে কাঞ্চন-বর্ণের লক্ষ্মী-মুন্তি উপবিষ্ট। লক্ষ্মীর বাম হস্তে পদ্ম এবং দক্ষিণ হস্ত আসনের উপরে থাকে । যজবরাহ-মূৰ্ত্তির বাম দিকে কৃষ্ণবর্ণ ভূমিদেবী উপবিষ্ট থাকেন । - বরাহ-মূৰ্ত্তির দক্ষিণ উরুদেশের উপর দেবী বহুমতী উপবিষ্ট থাকেন। শিল্প-শাস্ত্রে উল্লেখ আছে যে, লক্ষ্মীদেবীও বরাহের পার্থে উপবিষ্ট থাকেন। কখনও কখনও গিরিজা-নরসিংহ মূৰ্ত্তিকে সিংহাসনে উপবিষ্ট দেখিতে পাওয়া যায় । ইহার চারিট হস্ত, এবং পশ্চাতের দক্ষিণ এবং বাম হস্তে যথাক্রমে চক্র এবং শঙ্খ থাকে। নরসিংহ-মূৰ্ত্তির দক্ষিণ দিকে একই আসনে উপবিষ্ট লক্ষ্মীমূৰ্ত্তি বিরাজিত থাকেন। লক্ষ্মীনরসিংহ-মূৰ্ত্তি পদ্মাসনের উপরে উপবিষ্ট ; তাহার দক্ষিণ পদ নিম্নদিকে বিলম্বিত এবং বাম পদ আসনের উপরে প্রসারিত । নারায়ণের ক্রোড়ে লক্ষ্মী উপবিষ্ট এবং তাহার প্রত্যেক পদ পদ্মের উপরে সংস্থিত। লক্ষ্মীর দক্ষিণ হস্ত নরসিংহের দেহ আলিঙ্গন করিয়া থাকে এবং তাহার বাম হস্তে একটি পদ্ম থাকে। "নারদ-পক্ষরাত্রে লক্ষ্মীকে বাস্থদেবের নায়িক বলিয়া উল্লেখ করা হইয়াছে । লক্ষ্মী-নারায়ণ মূৰ্ত্তি হইতে সহজেই উপলব্ধি করা যায়, নারায়ণের সহিত লক্ষ্মী দেবী থাকেন। লক্ষ্মী নারায়ণের বাম ভাগে উপবিষ্ট , তাহার দক্ষিণ হস্ত নারায়ণের কণ্ঠ আলিঙ্গন করিয়া থাকে। নারায়ণের বাম হস্তও দেবীকে আলিঙ্গন করিয়া থাকে। উtহার বাম হস্তে পদ্ম সংস্থিত । সিদ্ধির স্বভাবতঃ সুন্দর এবং অলঙ্কার-বিভূষিত মূৰ্ত্তি চামর-হস্তে লক্ষ্মী-নারায়ণের সম্মুখে দণ্ডায়মান । নিম্নদিকের কিঞ্চিং দক্ষিণে গরুড়ের মৃত্তি। বিষ্ণুর জলশায়ি-মূৰ্ত্তিতে সংস্কৃত শাস্ত্রের নিয়মানুসারে লক্ষ্মী বিষ্ণুর পদতলে এবং ভূমিদেবী শিরোভাগে উপবিষ্ট । দেবী নানাভাবে পূজিত হইয় থাকেন। পূজাপদ্ধতির নিয়মের তারতম্যানুসারে দেবীর বিভিন্ন নামান্তর হয়। মার্কণ্ডেয় পুরাণে উক্ত আছে-গুপ্ত-রূপিদেবী তিন প্রকার আকার গ্রহণ করেন, যথা, লক্ষ্মী, মহাকালী এবং সরস্বতী ; ইহার যথাক্রমে রজঃ, সত্ত্ব এবং তমোগুণের আধার। গুপ্তরূপী দেবী মহাকালী এবং মহামারী ; তিনি ধনদাত্রী লক্ষ্মী এবং যশোহারিণী অলক্ষ্মী নামেও পরিচিতা । - শিল্পরত্নে উল্লিথিত হইয়াছে, লক্ষ্মীর বর্ণ শুভ্র এবং তাহার বাম হস্তে পদ্ম এবং দক্ষিণ হস্তে বিশ্ব-ফল, তাহার কণ্ঠদেশে মুক্তার হার এবং দুইজন সহচরী তাহাকে চামর দ্বারা বাজন করিতেছেন। বিষ্ণুর পার্থে লক্ষ্মীদেবী থাকিলে তাহাকে দ্বিহস্তবিশিষ্ট দেখা যায়। কিন্তু একটা পৃথক মন্দিরে তাহার পূজা করিলে তাহাকে চতুর্হস্ত। হইতে দেখা যায় ; তখন তিনি সিংহাসনে পদ্মের উপরে অধিরূঢ় থাকেন, তাহার মস্তকেও পদ্ম থাকে, কেয়ুর এবং কঙ্কণ দ্বারা তিনি বিভূষিত থাকেন। লক্ষ্মী, সরস্বতী এবং পাৰ্ব্বতীকে একই দেবী বলিয়া কল্পনা করা হয় । লক্ষী-গণপতি শক্তি-গণেশ বলিতে লক্ষ্মী-গণপতি, উচ্ছিষ্ট-গণপতি, মহা-গণপতি, উৰ্দ্ধ-গণপতি এবং পিঙ্গল-গণপতি বুঝায়। লক্ষ্মী-গণপতির আটট হাত আছে । আটট হাতে শুকপক্ষী, দাড়িম্ব, পদ্ম, স্বর্ণপাত্র, অঙ্কুশ, পাশ, কল্পকলতা এবং বাণ আছে । মন্ত্ৰমহোদধিতে উল্লেখ আছে, লক্ষ্মীগণপতির তিনটা চক্ষু আছে । দুইটী হস্তে দণ্ড এবং চক্ৰ থাকিবে এবং তিনি তৃতীয় হন্তে অভয় দান করিবেন। কিন্তু চতুর্থ হস্তে কি থাকিবে সে সম্বন্ধে কোন উল্লেখ নাই। সম্ভবতঃ চতুর্থ হস্ত দ্বারা গণপতি লক্ষ্মীকে আলিঙ্গন করিবেন। লক্ষ্মী-গণপতির বর্ণ স্বর্ণের মত হইবে। লক্ষ্মী-দেবীও গণেশকে আলিঙ্গন করিবেন এ কথাও উক্ত আছে । লক্ষ্মী-গণপতির প্রস্তর-মূৰ্ত্তি বিশ্বনাথ-স্বামী মন্দিরে দেখিতে পাওয়া যায়। এই মন্দির ১৪৪৬ খৃঃ অন্ধে পাণ্ডুদেশীয় রাজা জরিকেশরী পরাক্রম পাওযদেব কর্তৃক নির্থিত হইয়াছিল। মুৰ্বিটাও এই সময়ে স্থাপিত হইয়াছিল। এই भूष्टीिब्र झझौ হস্তে চক্র, শঙ্খ, শূল, পরশু, দন্ত এবং পাশ আছে। অবশিষ্ট छाद्रिी श्रख कि जारश् छांश fक वणी शांश् न গণপতির শুণ্ডে একটা পান-পাজ আছে ।