পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

brరి ベア*ー・* マー・ペ • ..... مvں۔ عم.-x۰ہ.* مہمxs * হ্রদ আর নাই। কুড়ি-বাইশ ফিট জলের নীচে পৰ্য্যন্ত মাছের থেলা দেখা যায় । গন্ধৰ্ব্বল হতে সাদীপুরে ফিরে হাউসবোট ছেড়ে কেবল রান্নার নৌকা ও শিকার নিয়ে উলার হ্রদ অমরনাথ তীর্থের অভ্যন্তর দেখতে যেতে হয় । উলার 晏n জনপদের তীর পর্যন্ত বিস্তুত, প্রায় ১৪ মাইল ইহার পরিধি । ঝিলম উলার হ্রদের একপ্রান্তে প্রবেশ করে অন্য প্রাস্তুে বাহির হয়ে বারামুল্লা অভিমুখে প্রবাহিত । উলার হ্রদে অপরাহ্লে নৌকা চালান বিপজ্জনক, কারণ ঝড়ের সম্ভাবন। খুব বেশী, নৌকাগুলির তলা চেপ্টা কাজেই সামান্য ঝড়েই ডুবে যায়। মনে আছে ডাল হ্রদ পার হবার সময় এমন ঝড় আসে, ভাসমান বাগানের অতিশ্রয় না পেলে সেদিন সমাধিস্থ হতে হ’ত । এই সব হদে সাতার দেওয়৷ যায় না, কারণ জলের নীচে পদ্ম শালুক ও অনেক রকম ‘জড়’ ( weeds ) জন্মায়, একবার প৷ আটকালে আর ছাড়ান যায় না । ভারতে উলার হ্রদের মত বিরাট সুন্দর হ্রদ আর নেই । গন্ধৰ্ব্বল হতে যেতে হয় সোনামার্গ ও বাল তাল । সোনামার্গ থেকে একদিনে অমরনাথ পৌছান যায় এবং কোলাহাই মেশিয়ার-পথে লিদারভাট হ’তে সোনামাগ একদিনে পৌছান যায়, তবে পথ এত দুৰ্গম যে সহজে কেহ এ পথ অতিক্রম করতে সাহস করেন না । মে মাস ছাড়া এ পথে যাওয়া এক রকম অসম্ভব । গন্ধৰ্ব্বল হ’তে সোনামার্গ ৩৫ মাইল, পথে কাঙ্গন ও গুণ্ডে ডাকবাংলো আছে। সোনামার্গ হ’তে বালতাল ৯ মাইল ।

  • *

প্রবাসী—অগ্রহায়ণ, ১৩৩৭ [ ৩০শ ভাগ, ২য় খণ্ড সোনামার্গে ডাকবাংলো, পোষ্ট্র ও টেলিগ্রাফ আপিস আছে। দুধ, মাখন, আটা, চাউল, ডিম, মাছ ও মাংস পাওয়া যায় । বিশেষ স্বাস্থ্যকর স্থান, তবে অশ্বধান ও র্তাবুর ঝঞ্জাটের জন্য খুব কম লোকই এখানে যান । এই সব ডাকবাংলোয় সকলেই আশ্রয় নিতে পারেন। দৈনিক জন-পিছু ১ টাকা । চব্বিশ ঘণ্টার মধ্যে কারও সাধ্য নাই কাউকে সরিয়ে দেবার । তবে চব্বিশ ঘণ্টার পর আর থাকবার অধিকার নেই। নূতন আগন্তুক এলেই বাংলো ছেড়ে দিতে হবে। তবে যদি বাংলো খালি থাকে, তবে যতদিন ইচ্ছা থাকা যায় । শ্ৰীনগর থেকে ৪২ মাইল দূরে হরমুকুট গঙ্গা, হিন্দুর এখানে আত্মীয়স্বজনের অস্থি নিক্ষেপ করেন । গুলমার্গ। শ্রীনগর হতে ট্যাঙমাৰ্গ বাসে ২৮ মাইল, ট্যাঙমাৰ্গ হ’তে গুলমার্গ ঘোড়ায় বা ডাণ্ডিতে ৩ মাইল, গুলমার্গের অর্থ গোলাপের ময়দান । চারিদিকে পাহালগামের পথে লিদারের দৃষ্ঠ পাহাড়, মাঝে একটি নালা প্রবাহিত । মনে হয় একটি বাধ দিয়ে এই নাল। বন্ধ করলেই গুলমার্গের অস্তিত্ব লোপ পায় এবং একটি হ্রদের স্বষ্টি হয়। এককালে যে এটি হ্রদই ছিল এই অনুমানের যথেষ্ট কারণ আছে ।