পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩৮ পণ্ডিত মনে করিয়া যিনি সর্বদাই ফুলিয়া থাকেন, তাহাকে লোকে মুখ বলিয়া থাকে । ৬• । ক্রোধাদায়বধোদ্যতঃ -ক্রোধবশতঃ হইতে যান, তিনি মুর্থ বলিয়া পরিচিত হন। ৬১। নিত্যং নিষ্ফলসঞ্চারী। - মিলি নিতাই কোন কার্য না থাকা সত্ত্বেও কেবলই ভবঘুরের স্থায় টে। টে। করিয়া ঘুরিয়া বেড়ান ঠাহাকে মুর্থ নামে অভিহিত করা হইয় থাকে। ৬২। যুদ্ধপ্রেক্ষী শরাহতঃ।--যুদ্ধ করিতে গিয়া শরের আঘাত পাইয়াও যিনি যুদ্ধ দেখিতে থাকেন তাহাকে মুর্থ বলা হয় । ৬৩। শয়ী শক্তবিরোধেম —প্রবল শত্রুর সহিত বিরোধ করিয়াণ্ড যিনি নিশ্চিন্তমনে নিদ্রা যাইয়া থাকেন তাহাকে পণ্ডিতের মূর্খ বলিয়৷ অভিহিত করেন । ৬৪ স্বল্পীর্থঃস্ফীতড়ম্বরঃ – অতি অল্প আয় থাক। সত্ত্বেও যিনি অত্যন্ত আড়ম্বর ও চাকচিক্য বাহিয়ে দেখাইয় থাকেন তাহাকে লোকে মূৰ্খ বলিয়া থাকে। ৬৫। পণ্ডিতোহুৰ্ম্মতি বাঁচালঃ ।--আপনাকে পণ্ডিত মনে করিয়া যিনি সদাসৰ্ব্বদা বাচালতা করিয়া থাকেন, তিনি পণ্ডিত হইলেও মুর্থ বলিয়া পরিগণিত হন । ৬৬। কুম্ভটোহুল্মীতি নির্ডয়ঃ -যিনি আপনাকে ভাল যোদ্ধা মনে করিয়া নিৰ্ভয়ে বিচরণ করিয়া থাকেন তাহাকে মুখ শ্রেণীভুক্ত कङ्ग) झम्न ! ৬৭। প্রফুল্লিতোংতিস্তুতিভিঃ।—যিনি চাটুকারের তোমামোদবাক্যে অত্যন্ত হর্ধপ্রাপ্ত হন তাহাকে বোকা বলা হয় । ৬৮ ! মৰ্ম্মভেদী স্মিতোক্তিভিঃ।-কেহু উপহাস করিয়া কথা বলিলে তাহার মৰ্ম্মভেদী উত্তয় যে দেয় তাহাকে অজমুখ বলিতে পারা যায়। ৬৯ । দরিয়হস্তস্তস্তার্থঃ --যে বাক্তি অত্যন্ত দরিত্রের হস্তে অর্থসম্পত্তি গচ্ছিত রাখে তাহাকে লোকে মুর্থ-বলিয়। চিনিতে পারে । ৭• সন্দিগ্ধেইর্থে কৃতব্যয় -যাহার কৃতকার্য্যত বিষয়ে বিশেষ সন্দেহ আছে এরূপ বিষয়ে অর্থ ব্যয় করা মূর্থের লক্ষণ । ৭১ । স্বব্যয়ে লেখাকালস্তে। -—যিনি আপনার জমাথরচাদি লিপিতে আলস্ত করিয়া থাকেন তাঁহাকে মুর্থনামে অভিহিত করা যায়। ৭২। দৈববশাৎ ত্যক্তপৌরুষঃ --দেবের উপর নির্ভর করিয়া যিনি পুরুবকারকে বিদায় দেন তিনি একজন মুর্থ। ৭৩। গোষ্ঠীরতিদরিদ্রশচ । যে দরিদ্র হইয়াও বড় বড় লোকের সহিত, বড় বড় সমাজে মেলামেশা করে তাহাকে পণ্ডিতেরা মুর্থ বলিয়। থাকেন । ৭৪ দৈন্তে বিস্মৃতভোজনঃ –শোক বা তাপ পাইয়া যিনি আহারের কথা বিস্তুত হন তাহাকেও মুখ বলিতে পারা যায়। ৭৫ গুণহীন: কুলশ্নাধী।-নিগুৰ্ণ হইয়াও যে-ব্যক্তি আপনার কুলের শ্লাঘা করিয়া থাকে সে একটি নিরেট মুর্থ। ৭৬। গীঙগায়ী খরস্বরঃ ।-গাধার মত গলা লইরা যিনি অনবরত গর্দভরাগিণী ভাজিতে থাকেন তাহাকে মুর্থ বলিয়া অভিহিত করা হয়। ৭৭। ভাৰ্য্যভিরাল্লিষিদ্ধার্থী।--ত্রয় ভয়ে যে টাকাকড়ি গোপনে রাখিয়া দেয়, বা টাকাকড়ির কথা গোপন রাখে তাহাকে মুখ বলা হইয় থাকে। যিনি আত্মঘাতী প্রবাসী—অগ্রহায়ণ, ১৩৩৭ [ ৩০শ ভাগ, ২য় খণ্ড ৭৮। কার্পণ্যেনাপ্তভূর্যশঃ। --অতিরিক্ত কার্পণ্যবশতঃ যিনি চতুর্দিকে দুর্গম কিনিয়া থাকেন তাহাকে মুর্থ বলা হয়। ৭৯ । ব্যক্তদোষজনগ্নাধী।- যে ব্যক্তির দোষ জনসমূহে বাতৃ হইয়াছে, এইরূপ লোকের কুখ্যাতি যিনি করিয়া থাকেন তিনি একটি আস্ত বোকা বলিয়া লোকসমাজে পরিচিত হইয়া থাকেন। ৮• । সম্ভীমধ্যাধনির্গতঃ --সভাতে বসিয়া সভাশেষ হইবার পূৰ্ব্বে যিনি সকলের সমক্ষে বহির্গত হইয়া যান তাহাকে অসম্ভা বলিয়া লোকে মুখ-শ্রেণীভুক্ত করিয়া থাকে। ৮১ । দুতে বিস্তৃতসন্দেশঃ।--ধে দূত নির্দিষ্টস্থানে আসিয়া কি থবং দিতে আসিয়াছে তাছা ভুলিয়া যায় তাহাকে মূর্খ বলা হয় । ৮২। কাসবাংশ্চোরিকল্পতঃ --কাদির বায়িয়াম থাকা সত্ত্বেও খে রাত্রে ঘরে সিদ দিয়া চুরি করিতে যায়, সে একটি থাজামুর্থ ৮৩ । ভূরিভোজবায়ঃ কীৰ্ত্তে: —যিনি শুধু নাম হইবে বলিয়া বাড়ীতে খুব খাওয়ান-দাওয়ান করেন, তিনি একটা মুর্থ। ৮৪ । শ্লাঘায়ৈ স্বল্পভোজনঃ । — নিজের থ্যাতি ও গৌরব বিস্তুত হইবে বলিয়। যিনি অত্যন্ত্র পরিমাণ অtহার করিয়া থাকেন তিনি একটা অজমুর্থ। ৮৫ । স্বল্পে ভোজোতিস্থতিরসিক: –যে তরকারি অতি অল্প রান্না হইয়াছে তাহাই বারবার যিনি চাহিয়া থাকেন তিনি একটা মুর্থ। ৮৬। বিক্ষিপ্তশ্চ গতিঃ । -লুক্কায়িত চাটুবাক্যে যিনি বিক্ষিপ্তচিত্ত হইয়া আপনার কর্তব্য ভুলিয়া গিয়া ঠকিয়া থাকেন তাহাকে মুখ নামে অভিহিত করা হয় । ৮৭ । বেষ্ঠাব্যাপারকলহী। --বেখাঘটিত ব্যাপার লইয়। র্যাহার আপনা-আপনির ভিতর প্রকাশ্বে কলহ করিয়া থাকেন তাহারা নিতান্ত অজমুখ বলিয়া গণ্য হন। ৮৮ স্বপ্নোর্মস্ত্রে তৃতীয়কঃ । -দুইজনে বেখানে গোপন পরামর্শ করিতেছেন সেইখানে বাইয়। হাজির হওয়া একটি মুথের কার্য্য। ৮৯ । রাজপ্রসাদে স্থিরধীঃ । --রাজা কোনরূপ অনুগ্রহ প্রকাশ করিলে যিনি কৃতজ্ঞতা প্রকাশ না করিয়া আচঞ্চল চিত্তে বসিয়া থাকেন উাহাকে মুখ বলা হইয়া থাকে। ৯• । অন্যায়েন বিবৰ্দ্ধিযুঃ –কোনরূপ অন্যায় কাৰ্য্য করিয়া যিনি উন্নতির আশা করিয়া থাকেন তাহাকে মুখ বলিয়া অভিহিত করা হয় । ৯১। অর্থহীনেহাৰ্থকাৰ্য্যাধী। --অর্থহীন হইয়াও বিনি ব্যয়বহুল কার্য্যে নিযুক্ত হন তাহীকে মুখ বলা হয়। - ৯২। জনে গুহ্যপ্রকাশকঃ ।--যিনি গোপন কথা প্রকাশ্বে প্রy", করিয়া নিজেকে ও আত্মীয়-স্বজনকে বিপদে ফেলিয়া থাকেন উtথকে খাজামুখ বলা যাইতে পারে। ৯৩। অজ্ঞাতপ্রতিভূঃ কাম্ভূৈ ।-শুধু কীৰ্ত্তি বা নাম হইবে বলিয়া ধিনি অজ্ঞাত লোকের হইয়া জামিন হন তিনি একটা মুখ। ৯৪ । হিতবাদিনি মৎসরী।--হিত উপদেশ দিতে আসিলে যিনি উপদেশকের প্রতি ক্লষ্ট হইয়া থাকেন, তিনি একটা মুখ। ৯৫ । সৰ্ব্বত্র বিশ্বস্তমনাঃ –ধিনি সদাই সকলকে বিশ্বাসের চক্ষে দেখেন, যিনি অত্যন্ত সরলপ্রকৃতি, ভাল ও খারাপ লোকের তফাৎ বুঝিতে পারেন না, ভাল ও মন কাৰ্য্যের পার্থক্য উপলব্ধি করিতে পারেন না, তাহাকে মুখ বলা হয় । § t