পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\లి$

        • xメx、SAMeA ABJJA SD

ৰন্দরে ১৩ই জুলাই প্রাতে পছছিল। পহুছিবামাত্র তথাকার ব্রিগেড়-মেজর আমাদের জাহাজকে ওয়েই-হাইওয়েই নামক বন্দরে -যেখানে আমাদের পূৰ্ব্বগামী জাহাজ তিনখানি অপেক্ষা করিতেছিল—যাইতে আদেশ দিলেন। ১৮ই জুলাই তখায় পছছিলে টাকু ছৰ্গ. অভিমুখে অতি সাবধানের সহিত অগ্রসর হইবার হুকুম হইল । চিল্লি উপসাগরে পছছিলে আমাদের জাহাঙ্গুের স্বাস্তলের একটি রজ্জ্ব ঢিলা হইয়া পাটাতনে পড়িয়া যাওয়ায় জাহাজখানি ভাল চলিতেছিল না, তাই এক নাবিক-বালক দড়িটি লইয়া ৭০ ফুট উচু মাস্তুলের আগায় বাধিবার জন্য চড়িতে চড়িতে হঠাৎ হাত ফসকাইয়া একেবারে সমুদ্রগর্তে পড়িয়া আমাদের চক্ষের অগোচর হইয়া গেল। জাহাজের কাপ্তেন তখনই জাহাজখানি দাড় করাইয়া তিনখানি লাইফ-বোট নামাইয়। দিলেন এবং বালকটিকে সমূদ্র-কবল হইতে উদ্ধার করাইলেন । আমরা সকলে আশ্চর্ষ্য হইলাম যে, বালকটি কোন রূপ ভীত বা ব্যথিত না হইয়া সহাস্যমুখে জাহাজে উঠিল। টাকু দুর্গের নিকট পন্থছিলে আমরা কামান দাগার শব্দ শুনিতে পাইলাম। ২৯শে জুলাই তথায় পন্থছিয়া আমাদের পূৰ্ব্বগামী তিনখানি জাহাজকে দেখিতে পাইলাম। তাহারা কামানের গোলার লক্ষ্য হইতে তফাত থাকিয়া আত্মরক্ষা করিতেছিল । আমাদের জাহাজ কয়েকখানি ও অন্যান্য শক্তির জাহাজগুলি এইরূপে এক পক্ষ কাল নিশ্চেষ্ট হইয়া আবদ্ধ রহিল। রুবিয়া ও জাপান শক্তিদ্বয় পাণ্ডটিং হইতে যুগপৎ আক্রমণ করিয়া চীনাদিগকে পরাভূত করিয়া টাকু দুর্গ দখল করিলে ৬ই আগষ্ট সাঙ্কেতিক বাৰ্ত্ত পাইয়া আমাদের জাহাজগুলি নিরাপদে টাকু দুর্গের দিকে অগ্রসর হইল। ৮ই আগষ্ট প্রাতে টাকু বন্দরে পন্থছিল। মধ্যাহ্নে আমরা জাহাজ হইতে নামিয়া সেদিন সেখানেই বিশ্রাম লইয়া মই আগষ্ট বেলা ১১টার সময় পাঁচখানি খোলা রুশীয় রেলগাড়ীতে সওয়ায় হুইয়া সন্ধ্যা ৭ টার সময় টিনসিন পহুছিলাম । আকাশ তখন মেঘাচ্ছন্ন, ঝুর ঝুত্ব করিয়া বৃষ্টি পড়িতেছে । चांभइ भाऊँौ इहेरङ नाभिग्ना कांब्र भाहेज मूबश् त्रिदिब्र স্থানের অভিমুখে যাত্রা করিলাম। উদ্ধি ওঁ সঙ্গের ع ہم ہی .یہ ہم ن۔م ہم ہی .. প্রবাসী—পৌষ, ১৩৩৭ SSASAS SSMMA AMSMSeASAM AAAAA [ ৩eশ ভাগ, ২য় খণ্ড AMA AJJMAAASA SAAAASJS ASAAAAS AAASASAAAAASA SAASAASSAAAAAAMJJJAAA AAAA AAAAS AAASASAAAAASA SAAAAAeYzMAAAS সমস্তই ভিজিয়া গেল। সৌভাগ্যক্রমে তখনই আমাদের ছোট ছোলদারী খাড়া করিতে অজ্ঞা পাইলাম। ছোলদারীটির মাপ ছিল ৬ ফুট x ৪ ফুট× ৪ ফুট । কেবল দুই জন সৈনিক মায় সরঞ্জাম থাকিতে পারে। আমাদের ঘোড়া দুটি ছোলদারীর সামনে ও ভারবাহী খচ্চরটি পিছনে বাধিয়া সব গুছাইয়া লইবামাত্র ঘোড়া পরিচর্ষ।ার ভেরী বাজিল । আমরা নিজেরাই ঘোড়ার সেবা করিতে নিযুক্ত হইলাম। দুই ঘোড়ার একটি সহিল । সে এখন খচ্চরটির সেবায় নিযুক্ত হইল। অৰ্দ্ধ ঘণ্টা অতীত হইতে না হইতেই দান। ঘাস দিবার সঙ্কেত হইল। ভিজা কাপড়েই সব কাজ শেষ করিয়া সন্ধ্যার পর আমরা বিশ্রামের অনুমতি পাইলাম । মাথার পাগড়ী, পায়ের বুট ও ভিজা কাপড় ছাড়িয়া একটু আরাম পাইলাম এবং বৃষ্টি খামিবার অপেক্ষ করিতে লাগিলাম। ঘণ্টাখানিক পরে বৃষ্টি থামিলে আমরা বাহিরে আসিয়৷ সেই আদ্র জমির উপর রস্বইএর বন্দোবস্থ করিবার উদ্যোগ করিলাম। আমার সঙ্গী রাজপুত সৈনিকটি উচুন তৈরি করিয়া কাপড়েই আট মাখিয়া ত্রিশটি আটার গুলি লিপটিয়া বা বাটি সেকিয়া লইল । আমরা তিন জনে, ২জন সৈনিক ও একজন সহিস, সেগুলি ভাগ করিয়া ঘি কুন ও লঙ্কা দিয়া খাইতে লাগিলাম । অামি কোন ক্রমে চারটি মাত্র গলাধঃকরণ করিয়া বাকি ছয়টি ভবিষ্যতের ব্যবহারের জন্য থলেতে রাখিয়া দিয়া, কাঠে মাথা রাখিয়া সে রাত্রির জন্য নিদ্রাদেবীর আরাধনা করিতে লাগিলাম। প্রাতে নয়টার সময় হুকুম আসিল, বেঙ্গল ল্যান্সার সৈন্যদের সাতটা দলকে ১৬• মাইল দূরস্থ য়্যাংচাং যাইতে হইবে এবং অষ্টম দলটিকে ৮ মাইল দূরস্থ পেইচাং নামক স্থানে যাইতে হুইবে । এই অষ্টম দলে আমি ছিলাম। ১০ই আগষ্ট, ১৯০০ সাল, প্রাতে চারটার সময় পেইচাংস্থিত চীনাসৈন্যাবাস আক্রমণ করিতে আমরা আদিষ্ট হইলাম । আমাদের দলটির ৯০ জন সৈন্যের ভিতর ১২ জন অশ্বারোহী, ৰিপক্ষদের সৈন্ত-সংখ্যা সাজ-সরঞ্জাম প্রভৃতির অনুসন্ধান লইবার জঙ্ক আগেই রওনা হইল । বাকি সৈন্ত কিছু পয়ে চলিল এবং ২• মাইল পথ অতিক্রম