পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○>b" থাকাতে মানসিক প্রফুল্লতা নষ্ট হইল । কৰ্ম্মচারীদের মধ্যে কয়েকজন বাঙ্গালী ছিলেন । তাহারা রোগীদের পথ্যাদি পরিদর্শন করিতে অসিতেন । আমাকে ৰাহী রা বাঙ্গালী বলিয়। লা পারায় আমার সঠিত আলাপ করিবার কোন প্রয়াস করিলেন না দেখিয়া আমিই আলাপ করিতে উৎসুক হইলাম । সেী ভাগ্য ফ্রমে কমিসরিয়েটে-র বাবু ভদ্রলোককে চিলিতে অণমি জানিতে এলাহাবাদনিবাসী কৰ্ম্মচারী বামাচরণ ঘোষ নামক একটি পারামু আমার আর আনন্দের সীমা রহিল না । যে আহত, পীড়িত হইয়া হাসপাতালের রোগী হইয়। আছি তাহা তুলিয়া গেলাম। বামাচরণ বাবু ঠাসপাতালের প্রধান পরভেয়ার ছিলেন । আমি এতদিন ধরিয়া রোগীর পৃথ্য, দুধ সাগু খাইতেছিলাম, পরদিন প্রতে ডাক্তার অসিয়া আমার অবস্থার উন্নতি দেখিয়া পথ্য পরিবর্তন করিয়া রুটি-ঝোলের বন্দোবস্ত করিলেন । কিন্তু আমাকে আর সিপাতালের পথা খাইতে হইল না । বামাচরণ বাবু তাহার নিকটস্থ বাসাতে আমায় মধ্যাহ্ন ভোজনের নিমন্ত্রণ করিলেন । বেলা বারটরি সময় ধখন বামাচরণ বাবুর লোক আমাকে তাহার বাসায় লইয়। যাইতে আসিলেন তখন ধেন আমি সম্পূর্ণ স্থস্থ, লাফাইয়। শয্যাত্যাগ করিষ। তাহার সহিত চলিলাম । বাসায় পন্থছিলে তিনি আমার পরিধেয় পরিবর্তন আদি ও স্বানের বন্দোবস্ত করিয়া দিলেন । অনেকদিন স্নান না করার পর আজ স্বান করিয়া যেন মৃতম জীবন লাভ করিলাম । থাবার ঘরে গিয়া দেখিলাম,দশখনি পাতায় বাঙ্গালী রুচিস্থলভ শাকচচ্চড়ি অম নিরায়িত্ব হইতে তামিয বিবিধ ব্যঞ্জনের আয়োজন হইয়াছে । অন্যান্য বন্ধুর সহিত আমাকে সমাদরের সহিত থাইতে বসাইলেন । পাচ মাস পর এইরূপ উপাদেয় ভোজন পাইয়। আমি সমস্তই পরম পরিভোষের সহিত গলাধঃকরণ করিলাম । আহারাস্তে বিশ্রামের সময় বামাচরণ বাবু আমার যুদ্ধে স্ত, সার ও আহত হওয়ার গল্প শুনি আশ্চৰ্য্য হইলেন। ইসপাতাল বাস কালে তিনি প্র ি দিনই মধ্যাহ ভোজন যাহাতে র্তাহার সহিত করি, অল্পে দ্য বিশেষ করিয়া অকুরোধ করিলেন, এবং রাত্রির আহার বামাচরণ বাবু তাহার প্রবাসী—পৌষ, ১৩৩৭ [ ৩০শ ভাগ, ২য় খণ্ড কাছে পাঠাইবার বন্দোবস্থ মাসাবধি ইসি পাতালে থাকিতে হইয়াছিল ; প্রত্যহ এইরূপ উপাদেয় খাদ্য থাইয়া আমার স্বাস্থে র বিলক্ষণ উন্নতি হইল । টিনদিন তাসপাতাল হইতে যখন আমি আসি তথন আমার ওজন ছিল ১ মণ ১৭ সের, এগন সাড়ে তিন মাস পরে অামার অর্থাৎ ১৯ সের ওজনে বাড়িয়া ছিলাম । ই? সপাতালেই আমার করিলেন । আরও অ’মাকে ৪ জন হইল ১ মন ৩৬ সের, k. ১৯০০ সালের একদিন ভাৱণর সমস্ত ডিসেম্বর মাসের শেষাশেষি রোগীর অবস্থা পরীক্ষা করিয়া ৬২ জনকে ছুটির উপযুক্ত সাব্যস্ত করিলেন এবং জিজ্ঞাসা করিলেন, কাহার। যুদ্ধক্ষেত্রে এবং কাহারই বা দেশে, অর্থাৎ ভারতবর্ণে প্রত্যাবর্তন করিতে ইচ্ছুক। আমি পুনরায় যুদ্ধক্ষেত্রে ফিরিতে ইচ্ছা প্রকাশ করিলাম ; ২৩শে ডিসেম্বর কৰ্ম্মে যোগদান করিলাম। ২৬শে তারিখ হুয়াংচুয়াংতে যুদ্ধক্ষেত্রে যাইতে অদিষ্ট হুইয়। ২রা জাম্বুবারি, ১৯০ , যুদ্ধে লিপ্ত আমাদের রেজিমেন্টের সহিত মিলিত হইলাম । ইয়াংচয়াং টিনসিন হইতে ৭৫ মাইল এবং পেকিং হইতে প্রায় ২৫ মাইল দরে স্থিত । ৩রা জাহুয়ারি হুয়াংচুয়াং হইতে ১০ মাইল পশ্চাৎভাগে, অর্থাৎ সন্নিবিষ্ট সৈন্যবাহের পৃষ্ঠদেশে যাইতে হইল। আমরা অত্যন্ত সাবধানে যাত্র করিয়া বাচপৃষ্ঠ ভূটাক্ষেত্রে প্রচ্ছন্ন অবস্থায় খুজিয়া পাইলাম । সেখানে দুইদিন আমাদিগকে প্রায় আহারনিদ্র ত্যাগ করিয়া কটাইতে থলের ছেলি? ভf জ্য ও বোতলের আমাদের ক্ষুংপিপাসা যৎকিঞ্চিং নিবারণ করিল । ৬ই জানুয়ারি রাত্রি এগারটার সময় আলোক-সঙ্কেতে আদিষ্ট হইয়। আমর। তৎক্ষণাং পিকিং অভিমুখে ধাবিত আমাদের প্রধান সৈনাবাহিনীর সহিত যোগদান করিতে চলিলাম । রাত্রি দেড়টার সময় ঐ সৈন্যবাহিনীর সহিত মিলিত হক্টলে আমাদের নেতা সকলকেই বুট জুতা খুলিয়া নাগরা জুত পরিয়া সাবধানে ডবল মার্চ করিয়া পিকিনাভিমুথে চালিত করিলেন । ৭ই অতি প্রত্যুষে আমরা পিকিং চিহো গেটের সম্মুখস্থ টংচাও নামক স্থানে উপনীত হইলাম। একটি পরিখা ( খাল ) উত্তীর্ণ হইয়া পিকিং দুর্গের উন্নত প্রাচীর দেখিতে হইল । জলষ্ট