পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২৬ প্রবাসী—পৌষ, ১৩৩৭ —কি বুঝিবে তুমি সংসারত্যাগী ভারতের সম্মান ? দেশমাত মোর শুধু কি জননী ?— সে মোর মনঃপ্রাণ ! শক্তির মূল, মুক্তির আশ, চক্ষের আলো, মৰ্ম্মের শ্বাস, ভারত আমার বিশ্বাসী বুকে স্বর্গের সন্ধান ! —জানো কি, অশোক আত্ম-আহুত গেই ভারতের পায়ে ? রক্ততিলক পরালো সে যারে বলি দিয়া নিজ ভায়ে ! ছার কলিঙ্গ-—কি ছার মেদিনী ? পাদপীঠে তার ত্রিজগৎ জিনি’ বিশ্বের রাণী চাহে সে করিতে সাজাইয়া সেই মায়ে ! ফিরায়ে নয়ন, রাধাগুপ্তেরে আদেশ করিলা ডাকি’— পাটলিপুত্রে বাৰ্ত্ত পাঠাও লক্ষ সৈন্য লাগি ; যেখানে যা থাকে খ গুরাজ্য, জিনি ভরি’ তোল’ এ সাম্রাজ্য,— আজি হ’তে জয় জপে। নির্ভয় দিবসযামিনী জাগি । —দেখ তো মন্ত্রী, ফিরে’ গেল না কি সপ্ল্যাসী খালি হাতে ; যাবার সময় কি যেন দেখিলু অদ্ভুত আঁখিপাতে । —কি বলিয়া গেল ? শান্তির পথ করুণায় ছাড়ি’ জানে না জগৎ । —কি বলিল শেষে ? যুদ্ধের জয় মরে সে আত্মঘাতে ! [ ৩eশ ভাগ, ২য় খণ্ড স্তন্ধ নৃপতি তিন দিন ধরি’ রছিল বিমনা হয়ে ; পারিযদ দল আসে, ফিরে’ যায় যে যার বারত কয়ে ; যুদ্ধ-সচিব কহি সংবাদ মুখপানে চেয়ে গণে পরমাদ ! রাধাগুপ্তের মন্ত্রণা—সেও ফিরে ব্যর্থত বয়ে । ૨ সেদিম আকাশে মেঘ করেছিল, দেরীতে ফুটিল তারা ; থেকে থেকে বয় এলোমেলো বায় উদাসীন দিশাহার ! শিবির বাহিরে প্রস্তরাসনে সম্রাট এক ভাবে আনমনে— ঐ যে উদ্ধে নীরব দৃষ্টি – অতি দূরে—ওরা কারা ? মনে পড়ে যায় সহসা প্রেয়সী মূৰ্ত্তি স্বনন্দার— নির্বাসিত। সে সীতারই মতন, দুঃসহ দুখভার ! পত্নীরে যার হেন ব্যবহার - সাজে কি তাহার রাজ-অধিকার ? ভারতের নামে এ ও কিরে তবে নিজেরই অহথার ! স্বত মহেন্দ্র, কন্যা মিত্ৰা— একে একে তারা অাসি’ কলিঙ্গজয়ী রাজা অশোকের চক্ষে উঠিল ভাসি’ ! —রে আত্মঘাতী, ওরে উদাসীন, তোরি সস্তান—তারা আজি দীন ! মূঢ় সম্রাট, এই আদর্শে ভুলাবি জগৎবাণী ?