পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা ] —মিথ্য, মিথ্যা, সকলই মিথ্যা, মিথ্যা উচ্চ নাম — দেশের ছলনে চাহিস্সাধিতে আপন মনস্কাম — কে গাহিছে ঐ ?—“হে মুক্তিকামী, সন্ধ্যার ছায়া আসিতেছে নামি ; লহু বুদ্ধের শাস্তির বাণী— আনন্দ অভিরাম !” সপ্তাহশেষে--সন্ধ্য। তথন— স্বৰ্য্য অস্তে যায়, কালে জল আরো কালো হয়ে উঠে দূরে পুর-পরিপায় ; সারি’ অবরোধ পরিদর্শন মেীন নৃপতি বিষণ্ণ মন, ধীর পদে আসি পশিল শিবিরে ভ্রমণক্লান্ত কায় । ব্যস্ত চরণে আনিল মন্ত্রী নব সংবাদ বহি’,— বাঙ্গলার রাজা-প্রজা বীরসেন হইয়াছে বিদ্রোহী ! কলিঙ্গরাজ যে স্বয়ম্বরে কন্যারে তার সপিতে যে করে চেয়ে বলেছিল—শূত্র রাজার সেবাদাস আমি নহি ! . . . 残 - .مست.م

  • -* *** - கேi

o கல் {r} so ماده ७२१ সেই বীরসেন—করদ ভৃত্য— এহেন দপ তার – মুখের বাক্য সহসা রুধিল বাহিরের হুঙ্কার ! কলকোলাহল বিদরে গগন, স্তনিত পৃথ্বী, ধ্বনিত পবন, ত্বরিতে বাহিরে আসিয়া অশোক নেহারিল চারিধার । রাত্রির ভালে লক্ষ মশালে চক্ষে পড়িল ধরা— পুরদ্বারের পুরোভাগভূমি অশ্বারোহীতে ভরা ! বঙ্গভূমির তরবারি-অঁাক উৰ্দ্ধে দুলিছে সবুজ পতাকা ; —ঐ বীরসেন জ্যোতিষ্কসম শ্বেত উষ্ণীষ-পরা ! মশাল-আলোকে চমকিয় চোখে ক্ষিপ্র সে তরবার অপ্রস্তুত মগধসৈন্যে কাটি চলে চারিধার ! ঘন ঘন উঠে বঙ্গের জয়, মূঢ় সেনাদলে হানি’ বিস্ময় নিজ বল লয়ে পহুছিল বীর যেথায় পুরস্কার !