পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা ] یہ م *حمہ* م۳x~xx,3 ..x-x - حر هم * تضحی s-محمد.. یہ —“আচ্ছা, আমি নিয়ে আসূচি, কিন্তু আপনি জোরসে পেটে বেন্ট আঁটুন,—হাসতে হাসতে তা না হ’লে কিন্তু— চঞ্চল তাড়াতাড়ি কবিতাটি আনিতে ছুটিল। কহিয়া গেল, “আমি কিন্তু পড়ব বিমুদা।’ চঞ্চল একদল ছেলে লইয়। ফিরিয়া আসিল । আশ্চৰ্য্য হইয়া বিনয় কহিল, ‘এরা কেন ? হাসিয়া চঞ্চল কহিল, ‘ওরা সব সমজদার। রবীন্দ্র-পরিষদের মত পরিমলপরিষদ গড়ব ভাবচি।’ তারপর সে পরিমলের সেই ফেরত-আসা কবিতাটি চোখের সম্মুখে ধরিয়া কহিল, ‘শুহন তবে,—আর এই দেখুন সতীশ এর ভাব-বস্তুর এরই ভিতর কেমন কার্টুন একে ফেলেছে।” বিনয় তার হাত হইতে কবিতাটি টানিয়া লইল । ক্ষণকাল স্তব্ধ থাকিয়া কহিল, 'চঞ্চল, এই কবিত। আমি ছিড়ে ফেলছি।” —‘নানা ছিড়বেন না যেন । সমস্ত মজ মাটি হয়ে যাবে।’ —“তা যাক, বলিয়া বিনয় কাগজটিকে কুটি কুটি করিয়া ছিড়িয়া জানলা দিয়া বাহিরে ফেলিয়া দিল । ভারতের ইতিহাসে প্রকৃতির প্রভাব woS) ASAAASAAA AAAAMMASAMAMMAAAASASASS চঞ্চল ক্ষোভে দুঃখে করলেন !’ বিনয় কহিল, ‘ভালই করেছি চঞ্চল, একজনকে ঠাট্ট। ক'রে কি লাভ ব’ল ?’ —“কিন্তু ও ষে একশো বার ঠাট্টার যোগ্য ! আপনি একবার পড়লেনও না 7’ বিনয় খানিকক্ষণ চুপ করিয়া রহিল। তারপর কহিল, ‘না ভাই, না পড়ে ভালই করেছি। পড়লে হয়ত তোমাদের মতই আমারও হাসি পেত, কিন্তু আমি জানি হাসবার মত কবিতা ও নয়, হাস্লে অস্কায় হ’ত, অকরুণ হ’ত ? চঞ্চল রাগত ভাবে কহিল, ‘না পড়ে তবুও জানলেন আমাদের চেয়ে বেশী ? —‘হঁ্যা ভাই, না পড়েই জেনেছি?—বলিয়া বিনয় সেখান হইতে ধীরে ধীরে চলিয়া গেল । চঞ্চল ক্রোধে চোখ রক্তবর্ণ করিয়া সেখানেই দাড়াইয়া রহিল। ব্যর্থ আগন্ধকের দল বিরক্ত হইয়া বলিতে লাগিল, রাগে কহিয়া উঠিল, কি ‘বিনয় রায় তিন বছরের সিনিয়র হয়ে খুব চাল দিচ্ছে। ভারতের ইতিহাসে প্রকৃতির প্রভাব * শ্ৰীনলিনীকান্ত ভট্টশালী ছেলেবেলায় আমরা অধরবাবুর ভারতের ইতিহাস পড়িয়া ভারতের ইতিহাসে প্রথম জ্ঞানলাভ করিয়াছি । তাহাতে প্রথম দিক দিয়াই এই ধরণের কথা ছিল যে, ভারতবর্ষের প্রাকৃতিক অবস্থাই এই রকম যে, ইহার অধিবাসীরা দুৰ্ব্বল এবং পরপদানত হইতে বাধ্য। বর্তমানে যে-সকল ইতিহাস-পুস্তক পড়িয়া আমাদের শ্ৰীমানগণ ম্যাটিকুলেশন পাশ করে তাহাতেও ঐ একই কথার পুনরাবৃত্তি দেখিতে পাই । ভারতের ভাগ্যে যত দুৰ্গতি ধটিয়াছে, ভারতের প্রাকৃতিক অবস্থাই তাহার জন্য দায়ী । বাহির হইতে ভারতবর্ষ যে বার-বার স্বাক্ষান্ত হুইয়াছে, بين حميد {t جة ভারতের প্রাকৃতিক অবস্থার প্রভাবই তাহার কারণ। আবার ভারতবাসী যে একতায় মিলিত হইতে পারে নাই এবং বার-বার পরাজিত হইয়া পরপন্ধানত হইয়াছে, তাহার গুপ্তও দায়ী ভারতের প্রাকৃতিক चबश । এমনি হতভাগা দেশে আমরা বাস বঁাধিয়াছি যে, প্রকৃতিদেবীর চক্রাস্তেই আমরা ক্রমশ: পৌরুষ ও মছুক্ষ্যত্ব স্থারাইয়। যদি এবং প্রত্যেক দিগ্বিজয়ীর সম্মুখে মতঙ্গাঙ্ক মতমস্তক হওয়া शज़ चामाग्नब उrशी चळ विषीनं भाहे ! भा?ाপুস্তকের গোড়ার দিকটাতেই এই তথ্যের সহিত বালকের अग्निक्लिष्ठ इग्न, ऊांशएनञ्च मस्तिष्क ७३ -प्रछषा ग्रंछौब्रछां८द