পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లి(Sు AMAeAMHSeSeSMAMAMAAASAAAAASA SAASAASSAAAAAAS AAAAA AAAAA কালীমোহন জিজ্ঞাসা করিল, “কি হ'লে তুমি সব চেয়ে খুশী হও?" লতিকা মিনিটখানেক চুপ করিয়া থাকিয়া বলিল, “কি জানি বুঝি না। কিছুতেই এখন আর বেশী খুশী লাগে না । মেয়েটার একটা খুব ভাল বিয়ে হ’লে খুশী হই, কিন্তু তার এখনও ঢের দেরি। তাকে ধিঙ্গী না ক’রে ত তুমি বিয়ে দেবে না।” কালীমোহন বলিল, “বেশ, মেয়ে জন্মাতে-না-জন্মাতে বিয়ের ভাবনা । যাক সে ভাবন। পরে ভেবো । সম্প্রতি হাজার পঞ্চাশ টাকা পেলে খুশী হও ?” লতিকার চোখ ঠিক্রাইয়া বাহির হইয়া আসিবার জোগাড় করিল। খানিকক্ষণ ই করিয়া থাকিয় তাহার পর জিজ্ঞাসা করিল, "পাগল হয়েছ নাকি ? হঠাৎ অত টাকা এল কোথা থেকে ?” কালীমোহন বলিল, “লটারী থেকে। আশী হাজার পেয়েছি, পঞ্চাশ হাজার তোমায় লিখে দেব, দশ হাজার অপুর জন্তে থাকবে, আর কুড়ি হাজার আমার।" লতিকা এইবার আনন্দে দিশহায় হইয়া উঠিল । ফ্রকট এককোণে ছুড়িয়া ফেলিয়া দিয়া উঠিয়া আসিয়া কালীমোহনের একথান হাত ধরিয়া বলিল, “যাক্‌, ভগবান এতদিনে মুখ তুলে চেয়েছেন।” কালীমোহন হাওট ছাড়াইয়া লইয়া বলিল, “কিন্তু একটা সৰ্ব আছে।” লতিকা ব্যগ্ৰ হুইয়া জিজ্ঞাসা করিল, “কি ?” কালীমোহন বলিল, “এই টাকার বদলে আমায় মুক্তি দিতে হবে । আমি ইউরোপ চলে যাব । পাচ-ছ বছর সেখানে থাকব, নানা জায়গায় বেড়াব। অপুর ভাল ব্যবস্থা করে যাব, সে বোর্ডিংএ থাকৃবে, ছুটিতে তুমি জানতে চাইলে তোমার কাছে আসবে। মোটের উপর তোমার ঘাড়ে কোনও ভার রইল না। কিন্তু আমার উপর আর কোনো দাবি রেখে না। যদি দেশে ফিরি, হ’লেও আলাদাই থাকব।” লতিকা ধপ, করিয়া মেঝের উপর বসিয়া পড়িল । তাহার মুখ একেবারে বিবর্ণ হইয়াগৈল। খানিক পরে অদ্ভুটশ্বন্ধে বহিল,"আমাকে তাহলে ত্যাগ করলে "_ প্রবাসী—পৌষ, ১৩৩৭ SAAAAAAAS AAAAAMAM AMMMMAAMAMAMASAMMAMMMAMSMMSMMSMSMMAMMMAMSMAMAMAeeAMMAMMAeMMMAMAAMMMMAAAA [ ৩eশ ভাগ, ২য় খণ্ড কালীমোহন বলিল, “আমি ডোমায় ত্যাগ কপ্লিনি লতি, তুমিই আমায় ত্যাগ করেছ, অনেক দিন আগেই । আমি কেবল অবস্থাটা পরিষ্কার করে বল্লাম এই যা । একবাড়িতে আমরা এতদিন ছিলাম বটে, কিন্তু দুজনের মনের সঙ্গে দুজনের কোনো সম্পর্কই ছিল না । তুমি ছিলে তোমার ভাবনা নিয়ে, আমি ছিলাম আমার ভাবন: নিয়ে। সাংসারিক অবস্থার গতিকে এতদিন বাধ্য হয়ে একসঙ্গে ছিলাম। এখন আর যথন সে প্রয়োজন রইল ন, তখন কেন আর কষ্ট পাওয়া ?” * লতিকার চোখ দিয়া ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল। অপু এই সময় দৌড়িয়া ঘরে ঢুকিয়া ব্যাপার দেখিয়া অবাক হইয় গেল। ব্যস্ত হইয়া বাপকে জিজ্ঞাসা করিল, “বাবা, ম৷ কেন কাদছে ? তুমি মাকে বকেছ ?” কালীমোহন বলিল, “না, আমি বিলেত যাব কিন! তাই তোমার মা কাদছে ।” অপু নাচিতে নাচিতে দৌড়িয়া আসিয়া কালীমোহনকে জড়াইয়া ধরিল, বলিল, “আমিও বিলেত যাব তোমার সঙ্গে, আমি এখানে থাকৃব না । মাও যাবে, না মা ?” লতিকা মুখ তুলিয়া চাহিল। বলিল, “টাকা আমার চাই না। টাকা নিয়ে কি করব ? তোমাদের মুখের জন্যেই টাকা টাকা করতাম, নইলে আমার নিজের কিসের দরকার ? স্বামী যাকে ছেড়ে যাচ্ছে, সে পোড়ারমুখী টাকা নিয়ে কি করবে ?” - কালীমোহন থানিকক্ষণ চুপ করিয়া থাকিয় বলিল, “আমাদের বাদ দিয়ে টাকা চাও না ?" লতিকা সজোরে মাথা নাড়িল, তাহার মুখ দিয়া কথা বাহির হইতেছিল না। কালীমোহন তাহার হাত ধরিয়া তুলিয়া বলিল, “তুমিও চল আমার সঙ্গে।” লভিক বলিল, “যাব । আমি ত লেখাপড়া কিছু জানি না. আমায় দিয়ে কি করে চলবে ?” কালীমোহন বলিল, “কদিনেই শিখে নেবে। ত৷ হ’লে সপরিবারে যাবার ব্যবস্থাই করি ” ।