পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা ] দ্বীপীয় বাতিক কাপড়ের সারং, গায়ে সাদ। ডুরে কাপড়ের মালাই কোৰ্ত্ত, মাথার চুলে এলো খোপ, তাতে গোট দুই গন্ধবাজ ফুল ; দুটা জিনিস বড়ো বিসদৃশ ঠেক্ল— দাতগুলি পান থেয়ে একেবারে কালো রঙ পেয়ে গিয়েছে, আর বঁ। হাতে নখগুলি মস্ত বড়ে ক’রে রাখা । ধনীর ঘরের মেয়ে-পুরুষদের খেটে খেতে হয় না, তাই চীন-দেশে তাদের মধ্যে অনেকে এই রকম বড়ে বড়ে নখ রাখত ; হয়তো চীনের প্রভাবে এ প্রথা বলিদ্বীপেও এসে থাকবে । আহারের পদগুলি মিশ্র ইউরোপীয় আর বলীদ্বীপীয়। আহার চুক্ল বেলা আড়াইটের দিকে। কবি তারপরে আর থাকতে পারলেন না, পাছে তার আবার শরীর অসুস্থ হয় সেই ভয়ে বিশ্রাম করবার জন্য তাকে বাসায় নিয়ে গেল। কোপ্যণরব্যার্গ সঙ্গে গেলেন--তিনি আজকেই যবদ্বীপে ফিরবেন- যবদ্বীপের জাহাজ ধ’রবেন। সেখানে তার Java Institute-এর বাৎসরিক সভা আছে, Institute-এর সম্পাদক হিসাবে তাকে সভায় উপস্থিত থাকৃতেই হবে । এ ছাড়া, কবির যবদ্বীপ ভ্রমণের অনেক ব্যবস্থ৷ তাকেই ক’রতে হবে । কবি এত দূর এসেও বলিদ্বীপের অস্ত্যেষ্টিক্রিয়ার শেষ অশ্লষ্টানগুলি দেখতে পেলেন না, তাই আমরা আপদে দুঃখ ক’রছিলুম। শ্ৰীযুক্ত কারন ব’ললেন যে, তার স্বাস্থ্যর দিকে প্রথম ও প্রধান লক্ষ্য রাখা কৰ্ত্তব্য । তার পরে শবদেহ Wadah "ওয়াদাঃ’ বা বিরাট শবরাহী তাজিয়াতে তুলে মিছিল ক’রে গ্রামের বাইরে দাহস্থানে গিয়ে দাহ করা হবে। এসব অনুষ্ঠান চুকতে অনেকক্ষণ লাগবে। সকলে তৈরী হ’লে আমরা এই শেষ অঙ্ক দেখতে এলুম। বাইরে রাস্তায় বিরাট এক মিছিল তৈরী হ’য়ে ব’য়েছে ; মাথায় নানা উপচার ব’য়ে মেয়েদের দল ; বর্ষ। বল্লম ধ’রে সেকেলে বলিদ্বীপীয় পোষাক প’রে পাইক বা সপাইয়ের দল ; নানা ইতর ভদ্র ব্যক্তি । নানা মন্ত্র উচ্চারণ ক’রে অনেক পর্দা সাদা কাপড়ে জড়ানো শবদেহ যে মগুপে এ কয় দিন ছিল সেখান থেকে বা’র করা:হ’ল: Rর করে গানের ঢঙে বলিদ্বীপীয় ভাষায় আর ভাঙা দ্বীপময় ভারত \లిసి ংস্কৃতে মন্ত্র প’ড়তে প’ড়তে দুই তিনটী তোরণ পার হ’য়ে ভিন্ন ভিন্ন মহল পেরিয়ে শবদেহকে পাচলের উপরের বাশের সিড়ি-পথ ধ’রে ব’য়ে নিয়ে গিয়ে শেষে ওয়াদা-র উপরে তোলা হল । তারপরে সে বিরাট উবুদ—প্রাসাদের ভিতরে একটা তোরণ ( ক্রযুক্ত করেননাথ কর কর্তৃক গৃহীত ) ওয়াদা নিয়ে তার দেড় শ আন্দাজ বেহার চলল, শোভা-যাত্রা শুরু হ’ল । রঙীন কাগজে কাপড়ে আর সোনা রূপার ডাকের সাজে এই ওয়াদাটা দেখতে চমৎকার হয়ে ছিল । এর প্রধান অলঙ্কার ছিল, বিরাট পক্ষপুট প্রসার করে এক গরুড় মুক্তি ; আর তা ছাড়া মুখসের ধাচে তৈরী বিস্তর কাঠের রাক্ষস আর দেবতার মুখও ছিল। শ্মশানভূমিতে পউচুলে, আগে