পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ৩০শ ভাগ, ২য় খণ্ড উলুদ-দছিন্থানে জনক্ষতক মাতব্বর বাক্তি ( শ্ৰীযুক্ত স্বরেন্দ্রনাথ কর কর্তৃক গৃহীত অন্ত পদগু ছিলেন। ভারে ভারে তীর্থ-জল নিয়ে মেয়ের ছিল । মন্ত্র প’ড়ে পড়ে এই তীর্থ-জল দিয়ে বক্সাচ্ছাদিত

o ওয়াদাঃ হইতে শবদেহের অবতরণ শ্ৰীযুক্ত বাকে কত্ত্বক গৃহীত ) মৃত দেহের স্নান চ'ল্ল-অনেকক্ষণ ধ’রে। ইতি মধ্যে ওয়াদাটিকে সরিয়ে নিয়ে একটু দূরে রেখে দিলে, আর তার অলঙ্কার-স্বরূপ কাঠের মূৰ্ত্তি-টুৰ্ত্তি আস্তে আস্তে খুলে নিলে। তারপরে তার অন্ত অলঙ্কার রঙীন কাগজ আর জগজগা আর ডাকের সাজ নিয়ে সমাগত বলিদ্বীপীয়দের মধ্যে খানিক কাড়াকড়ি পড়ে গেল । আমাদের মধ্যে বাকে গিয়ে খানিকট ডাকের সাজের ঝালরের মতন সংগ্ৰহ ক'রে নিয়ে এলেন । বড়ো ওয়ানার সঙ্গে-সঙ্গে ঐ অঞ্চলের অন্যান্ত মুত ব্যক্তিদের আত্মীয়দের যার যেমন সামর্থ্য তদনুসারে ছোটো আকারের আরও কতকগুলি ওয়াদাঃ এল। যার নেহাৎ গরীব, তারা কেবল মাথায় ক’রে মূতের আত্মার ‘পুষ্প' বা প্রতীক নিয়ে এল—তাদের আত্মীয়দের মৃতদেহ মৃত্যুর সঙ্গে সঙ্গেই মৃত্তিকাসাৎ ক'রে দেওয়া হয়েছে । এই সকল ওয়াদা বা ‘পুষ্প', যার যার চিতা-গৃহের কাছে বা চিত-বুষ, চিত-সিংহ বা চিতামংস্যের কাছে নিয়ে গেল। সেখানেও এই রকম তীৰ্থজলে স্বানের আর মঞ্জ পাঠের ধূম চলল। মন্ত্রপাঠ আর অভিষেক যখন শেষ হ’ল, তখন