পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা | দ্বীপময় ভারত চিতা-বৃগের উপর শবদেহ স্থাপন ( যুক্ত সুরেন্দ্রনাথ কর কর্তৃক গৃহীত ) শ্ৰাদ্ধাধিকারী-হিসাবে পুঙ্গব সুখবর্তী চিতায় আগুন দেবার জন্য এলেন । ইনি সাধারণ দৈনন্দিন পোষাকেই ছিলেন, পায়ে জুতাও ছিল, গায়ে সাদা কোট, পরণে রঙীন সারং, মাথায় রুমাল বাধা—আমাদের দেশের অশৌচ-পালনের কিছু দেখলুম না। কতকগুলি লম্বা কাঠির তাড়ায় আগুন জেলে কাষ্টময় বুষের পেটের তলায় দিলেন, আর চাকর-বাকর আর অহু লোকের খড় কাঠ নিয়ে কৃষমূর্তির চারদিকে স্ত পাকার ক’রে রাখলে, নিমেযের মধ্যে দাউ দাউ ক’রে আগুন জ’লে উঠল । ওদিকে বিরাট ওয়াদাটাতেও আগুন ধরিয়ে দিলে । ঐ সঙ্গে অন্যান্য চিত। আর ওয়াদাঃও জ’লে উঠল । সন্ধা। ঘনীভূত হ’য়ে এল। ক্রমে অন্ধকার রান্ত্রি এসে পড়ল। আমরা বসে বসে বা ঘুরে ফিরে দেখতে লাগলুম। চারিদিকে অগ্নিকাণ্ড । এতগুলি চিতা, ছোটে আর বড়ে, ক্ষুদ্র আর বিরাট এত অগ্নিস্তুপ এক জায়গায় কখনও দেখিনি। আগুনের লাল আভার গায়ে দুর মত অ}র থেকে চলা-ফেরা ক’বৃছে বলিদ্বীপীয় লোকেদের কালে ছায়ার মতন দেখাতে লাগল । দু-তালার সমান উচু ওয়াদাটা সৰ্ব্বাঙ্গে কাগজে আর কাপড়ে মোড়া হওয়ায় একসঙ্গে সবটা লাগল। সে এক মনোহর দৃশু—যেন গগনম্পর্শ অগ্নিময় মন্দির । তারপরে খুব খানিকট পুড়ে এই বৃহৎ আগুনের পাহাড়—তার বাশের সমস্ত কাঠামো সমেত এক পাশে ঝুকে প’ড়ল, আর তার পরে হয় তো ভূমিসাং হ’য়ে যেত, কিন্তু তা না হয়ে পাশের একটা খুব উচু গাছের গায়ে হেলান দিয়ে পড়ল । বিরাট বিশাল ওয়াদার এই অগ্নিময় আলিঙ্গনে গাছের সহমরণ ঘটিল, চড়-চড় শবে গাছের র্কাচ ডালপাল ব’লসে গিয়ে পুড়তে আরম্ভ ক’রলে । জলস্ত ওয়াদার আগুন আর গাছের আগুন দুইয়ে মিলে এক বিকটোজ্জল? দৃষ্ঠের স্থষ্টি করলে । ছোটে। ওয়াদা দুই একটার পাশে যে ছোটোখাটো গাছ ছিল তাদেরও এই দশা হ’ল। জ'লতে