পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৭২ প্রবাসী—পৌষ ১৩৩৭, t ভাগ, ২য় খণ্ডد ۰وى ] অবগুষ্ঠিত তব চারি ধার, মহামেীনের নাহি পাই পার, হাসিকান্নার ছন্দ তোমার গহনে হল যে লুপ্ত শুধু ঝিল্লির ঘন ঝঙ্কার নীরবের বুকে বাজে। কাছে আছ তবু গিয়েছ হারায়ে , দিশাহারা নিশামাঝে ॥ এ জীবনময় তব পরিচয় এখানে কি হবে শূন্ত ? তুমি যে-বীণার বেঁধেছিলে তার এখনি কি হবে ক্ষুঞ্জ ? যে-পথে আমার ছিলে তুমি সার্থী সে-পথে তোমার নিবায়ো না বাতি, আরতির দীপে আমার এ রাতি এখনো করিয়ো পুণ্য । আজো জলে তব নয়নের ভাতি আমার নয়নময়, মরণসভায় তোমায় আমায় গাব আলোকের জয় ॥ লুয়র্ক। ১৮ নবেম্বর, ১৯৩• । অপরাজিত শ্রীবিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ইউনিভাসিটা ইনষ্টিটিউটে স্বাস্থ্য-প্রদর্শনী উপলক্ষে খুব ভিড়। অপু অনেক দিন হইতে ইনষ্টিটিউটের সভ্য। তাহাজের জনকয়েকের উপর শিশুমঙ্গল ও খাদ্য বিভাগের তত্ত্বাবধানের ভার আছে। ছুপুর হইতে সে এই কাজে লাগিয়া আছে। মন্মথ বি-এ পাস করিয়া এটর্নির আর্টিক্লড়, ক্লার্ক হইয়াছে। তাহার , সহিত একদিন ইন্‌ষ্টিটিউটের বসিবার ঘরে ঘোর তর্ক। অপুর দৃঢ় বিশ্বাস যুদ্ধের পর ভারতবর্ষ স্বাধীনতা পাইবে । বিলাতে লয়েভ জর্জ বলিয়াছেন, যুদ্ধশেষে ভারতবর্ষকে আমরা আর পদানত করিয়া রাখিব না। ভারতকে দিয়া আর ক্রীতদাসের কার্য্য করাইয়া লইলে চলিবে না। "Indians must not remain as hewers of wood and drawers of water I” fra Tivs vitturfrí vstgt; কেমন একটা উত্তেজনা—একট। স্বপ্নের মধ্যে দিন কাটে । ইহারই মধ্যে সে নিজেকে স্বাধীন দেশের স্বাধীন মানুষ - বলিয়া ভাৰে। কিন্তু ইংলণ্ডকে তো সাহায্য করিতে হইবে