পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা ] JJJA AYSMAAASAAAAASA SSAJAMAAAS --م.۔ • মায় তাহার কথার উত্তর না দিয়া ইন্দুকে বলিল, “পিসীমা, চল আমরা উপরে যাই ।” দেবকুমার কঠিনম্বরে বলিল, “আমিই যাচ্ছি, আর আউকে যেতে হবে না। অজয়বাবু, আপনার কাকাবাবু কি ফিরেছেন ?” অজয় বলিল, “হঁ্য, এই খানিক আগে এসেছেন ।” দেবকুমার হন হন করিয়া চলিয়া গেল। যাইবার আগে প্রভাসের দিকে যে দৃষ্টি নিক্ষেপ করিল, তাহাতে হিন্দু স্বরাজ্য—ঐসতীশচন্দ্র দাসগুপ্ত কর্তৃক অনুদিত। প্রাপ্তিস্থান—খাদি প্রতিষ্ঠান, ১৫ কলেজ স্কোয়ার, কলিকাত। মূল্য ছয় আনি । মহাত্মা গান্ধীর হিন্দ স্বরাজ্য' নামক গ্রন্থের অনুবাদ । যে আদর্শ গান্ধীজীকে স্বরাজ লাভের জন্থ অনুপ্রাণিত করিয়াছে, এবং যে আদর্শের উপর ভিত্তি করিয়া তিনি ভারতের স্বরাজ-সোঁধ গড়িয়া তুলিতে চান, এ গ্রন্থকে সেই আদর্শেরই ভাষা বলা যায়। আশ্চৰ্য্য এই যে, গ্রন্থখানি বিশ বৎসর পূর্বে লিখিত, কিন্তু আজ ভারতবর্ষে স্বরাজ লাভের জন্ত যে যে পন্থা অবলম্বিত হইতেছে তাহার প্রায় প্রত্যেকটিরই ইঙ্গিত ইহাতে আছে । এরূপ গ্রস্থের পরিচয় অল্প কথায় দেওয়া যায় নাইহা অমূল্য ভাব সম্পদে সমৃদ্ধ । অনুবাদের ভাষা সহজ, সরল, জড়তাবিহীন । বাংলার প্রত্যেক নর-নারীর এরূপ গ্রন্থের সহিত পরিচিত হইবার প্রয়োজন আছে। রা. ব শরৎ-প্রতিভা—শ্ৰীস্থবোধচন্দ্র সেনগুপ্ত, এম-এ, পি-আর এস্ প্রণীত ও ১৬ টাউনসেও রোড, কলিকাতা হইতে ঐবিভূতিভূষণ .চট্টোপাধ্যায় কর্তৃক প্রকাশিত ডবল ক্রাউন বোড়াংশিত ১১• পৃষ্ঠ, মুল্য এক টাকা । লেখক নিবেদন করিয়াছেন-"এই ক্ষুদ্র গ্রন্থে শরৎচন্দ্রের সমস্ত রচনার আমুপুৰ্ব্বিক বিচার' করা সম্ভবপর হয় নাই, এবং উহার প্রতিভার সকল দিক আলোচনা করিতেও পারি নাই ।” তবে তিনি “শরৎচন্দ্রের গল্প ও উপন্যাসের আলোচনা করিয়া তাহার প্রতিভার মূলস্বত্র বাহির করিতে চেষ্টা” করিয়াছেন, এবং আমাদের মনে হয় কৃতকামও ইরাছেন । গ্রন্থকারের মতে “আমাদের মনে দুই স্তরের অনুভূতি আছে। একটা অনুভূতি আমাদের বুদ্ধি, সংস্কার ও সমাজ হইতে পাওয়া-আর দ্বিতীয় ও গভীরতর স্তরের অনুভূতির প্রেরণা আসে অবচেতন আত্মার নিকট হইতে । শরৎচন্দ্রের প্রতিভার শ্রেষ্ঠ বিকাশ হইয়াছে এই পরস্পরবিরোধী শক্তির স্বত্বের চিত্রনে ৷” আলোচ্য গ্রস্থে লেখকের সাহিত্য-ল্পসবোধ ও রচনাশক্তির পরিচয় পাওয়া যায়। শরৎ-সাহিত্য-পাঠক এই বই পড়িলে উপকৃত হইবেন, সন্দেহ নাই। তবে মনে হয়, পাইক হরফে ঝরঝরে ছাপা হইলেও পুস্তক-পরিচয় SJAAA SAAAAASMMAAASAAAAS AAASASAASAASAASAASAASAASAAJJSJHAJSJSAMMHeAMSMSASASSMSS లిఫి(t SAMeAMMeASAeeAJCMSEAAJ SCHAJJSAASAAAS ۰ ه * S X هی، مرسره نامهای که পারিল না। ভাবিল, “এর পর পাত তাড়ি গুটতেই হয়, যে রকম বন্ধু দেখছি চারদিকে।” দেবকুমারের মনে তখন দাবানল জ্বলিতেছিল । পারিলে সে আদিম মানবের মত তখনই প্রভাসের গলা টিপিয়া ধরিত । কিন্তু সভ্যতা যেমন আমাদের অনেক জিনিষ দান করিয়াছে, তেমনি অনেক জিনিষ অপহরণও করিয়াছে। সুতরাং মনের উগ্র হিংস্রতাকে যথাসাধ্য দমন করিয়া দেবকুমার নিরঞ্জনের সন্ধানে চলিয়া গেল । ক্রমশঃ BSBB BBB BB BB BBBS BBSkBBBS BBD BE হইলে সাধারণ পাঠক ও ছাত্রদের সুবিধা হইত। লেখক বোধ করি জানেন না, পাঠ্য’ কেতাব ছাড়া অন্ত বই কিনিয়া পড়া এদেশের অনেকেরই মতে কদভ্যাস ও মুর্থতা—তার উপর বেশী দাম হইলে ত কথাই নাই ! t শ্ৰীসুরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় শোধবেfধ—ঐধিমল সেন। প্রকাশক, সরস্বতী লাইব্রেরী ৯নং রমানাথ মজুমদারের ষ্ট্রট । পৃঃ সং ২২৩ । পুস্তকখানি আলেকজাণ্ডার ডুমার বিখ্যাত উপস্থাস "count of Monte Cristo’র সংক্ষিপ্ত বাংলা অনুবাদ । ছেলেদের উপযোগী করিয়া লেখা। যে উদেখে লিখিত তাহ সার্থক হইয়াছে বলিতে হইবে । ছেলের বইখানি পাইয়। আনন্দ পাইবে সন্দেহ নাই। ছাপা ও বাধাই বেশ মনোরম ৷ তবে মনে হয় ফরাসী নামগুলির বাংল। উচ্চারণ লিখিবার সময় লেখকের অারও সতর্ক হওয়া উচিত ছিল । শ্রীবিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ডায়ারী—১৯৩১ । এম, সি, সরকার এও সঙ্গ, ১৫ কলেজ স্কোয়ার, কলিকাত।। আমরা প্রকাশকের নিকট হইতে ১৯৩১ সনের Everyman's Diary ও শ্ৰীযুক্ত জে, এন, ঘোষ সম্পাদিত স্বপরিচিত Ghosh's Diaryর কয়েকথও পাইয়াছি। এই ডায়ারীগুলি মানাবিধ জ্ঞাতব্য তথ্যে পরিপূর্ণ । ছাপ, বাধাই, কাগজ সবই ভাল। প্রথমোক্ত ডায়ারটির মুল্য বার আনা ও অপরগুলির আকার অনুযায়ী পাচ আন। হইতে তিন টাকা চারি জানা। এই স্বস্তৃপ্ত ডায়ারগুলি পাঠকবর্গের নিকট সমাদৃত হুইবে আশা করা যায়। . আর একখানি ঘোষের ১৯৩১ সালের বাংল। ডায়ানীও পাইয়াছি। भान-भाश्नि, शप्ररूष, cकॉर्टेक्नूि. हेrाण चांश्न, eाक्षोषफ् आईन প্রভৃতি বহুবিধ জ্ঞাতব্য তথ্য ইহাতে সন্নিবেশিত হইয়াছে। প্রাতাহিক প্রয়োজনে ইহা যথেষ্ট কাজে লাগিৰে । বাংলায় এই ধরণের ডায়ারী সম্পূর্ণ নূতন। o

ক, চ