পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা ] পৰ্য্যন্ত ভোগ করিয়াছিলেন। এসোসিয়েশনের কর্তৃত্বে ১৮৫৩ খৃষ্টাব্দে fsf Notes on Evidences on Indian Affairs estos করিয়াছিলেন । ১৮৫১ খৃষ্টাব্দের ডিসেম্বর মাসে বাটন সোসাইটি গঠিত হইয়াছিল । ডাক্তার এফ-জে, মোয়েট ইহার সভাপতি এবং প্যারীচাদ সম্পাদক ছিলেন। দুই বৎসর পর প্যারীচাঁদ সম্পাদক-পদ ত্যাগ করিয়৷ পরবত্তী দুই বৎসর ১৮৫৪ এবং ১৮৫৫ খৃষ্টাব্দে সোসাইটির (binmittee of Paptis-এ সদস্তপদে মনোনীত হইয়াছিলেন ।... মাসিক পত্রিকা—১৮৫৪ খৃষ্টাব্দের আগষ্ট মাস হইতে তিন বৎসরকাল ধারাবাহিকরূপে প্রকাশিত হয় । এই পত্রিকায় “আলালের ঘরের দুলাল” প্রথম প্রকাশিত হইয়াছিল । ১৮৫৫, ফেব্রুয়ারি মাসে কালীপ্রসন্ন সিংহের বাটতে বিদ্যোৎসাহিনী সভা গঠিষ্ঠ হইয়াছিল। প্যারীচাদ ইহার সদস্য ছিলেন । বাণিজ্যবিষয়ক উদ্যম—১৮৩৭ খৃষ্টাব্দে মার্চ মাসে কালাচাঁদ শেঠ, তারাচাদ চক্ৰবৰ্ত্তীর্ণ ও প্যারীচঁাদ মিত্র এই তিনজন একত্র হইয়া “কালাচাদ শেঠ এণ্ড কে{ং"নামে ব্যবসায় করিতে আtঃস্ত করিয়াছিলেন তারাচাদ চক্রবত্তী ১৮৪৪, আগষ্ট মাসে বাবলায় হইতে অবসর গ্রহণ করিবার পর ১৮৪৫, জানুয়ারি মাস হইতে কালচাদ শেঠ ও প্যারীচাদ মিত্র উভয়ে যৌথ কায়বার চালান । ১৮৪৯ খৃষ্টাব্দে কালাচfদ শেঠের মৃত্যুর পর ডাহার অছির পর বৎসর মাচ্চ মাসে হিসাবপত্র চুকাইয়া লন। ইহার পর হইতে প্যারীচাঁদ স্বয়ং ব্যবসায় চালাইতেন এবং ১৮৫৫ খৃষ্টাব্দে দুই পুত্র অমৃতলাল এবং চুণীলালকে অংশীদার করিয়া লইয়া “প্যারীচাঁদ মিত্র এও সমৃস্” নামক যোধকারবার চালাইয়। ছিলেন । ..কলিকাতার সওদাগরের প্যারীচাদকে এত সম্মান করিতেন যে, তিনি অনেকগুলি লিমিটেড কোম্পানীর ডিরেক্টর নির্বাচিত হইয়াছিলেন ।--- ১৮৫৬ খৃষ্টাদের মার্চ মাসে প্যারীচাদ স্কুল বুক সোসাইটির কমিটির সদস্তপদে মনোনীত হইয়াছিলেন এবং এই পদে মুত্যুকাল পর্যন্ত প্রতিষ্ঠিত ছিলেন । "The Vernacular Literature Committee-N*3ff: উংকৃষ্ট ব্যবহারোপযোগী গার্হস্থা-সাহিত্য-প্রচার-কল্পে এই সভা গঠিত রইয়াছিল। প্যারীচা ইহার কমিটির একজন সদস্ত ছিলেন। ১৮৫৬ খৃষ্টাব্দে প্যারীচাদ সভার অস্থায়িভাবে সম্পাদকপদে নিযুক্ত হইয়াছিলেন। সভা পরে স্কুল বুক সোসাইটির সহিত সম্মিলিত হইয়া युग्नु !•-० The Calcutta Society for the I’revention of Cruelty to Animal৯–১৮৬১ খৃষ্টাব্দের অক্টোবর মাসে কলিকাতা পশুক্লেশ-নিবারণা সম্ভা প্রতিষ্ঠিত হইয়াছিল । সম্ভার স্থাপনাবধি প্যারীচাদ ইহার কশ্মিষ্ঠ সদস্ত ছিলেন। র্তাহার পরম বন্ধু কোলসওয়াদি গ্র্যান্টের মৃত্যুর পর ১৮৮১ খৃষ্টাব্দের জুন মাসে তিনি সভার অবৈতনিক সম্পাদক পদে নিযুক্ত হন। ভাইস-চান্‌সেলর মাননীয় এইচ, জে, রেনল্ডলস্ ১৮৮৪ খৃষ্টাব্দের মাচ মাসের কনভোকেশন বক্তৃতায় উল্লেখ করিয়াছিলেন :–“যখন তিনি ব্যবস্থাপক সভার সদস্ত ছিলেন, তাহারই উদ্যমে বঙ্গদেশে জীব-ক্লেশ-নিবারণ আইন বিধিবদ্ধ श्झेब्राझिण ” ابتدا حساس به ن: কষ্টিপাথর—-প্যারীচঁাদ মিত্র વ્ય૧ ১৮৬৬ খৃষ্টাবো মে মাসে প্যারীচঁাদ এসিয়াটিক সোসাউটিতে সদস্যপদে যোগদান করিয়াছিলেন । ১৮৬৪ খৃষ্টাব্দের জাগুয়ারি মাসে বঙ্গীয় কৃষি-প্রদর্শনী সভার অনুষ্ঠান হইয়াছিল। প্যারীচঁাদ ইহার অন্ততম বিচারক ছিলেন । কলিকাতা বিশ্ববিদ্যালয়—১৮৬৪ খৃষ্টাব্দে এপ্রিল মাসে পলক্ট্রটক বিশ্ববিদ্যালয়ের ‘ফেলো’ মনোনীত হইয়াছিলেন। ১৮৬৭ খৃষ্টাব্দের জানুয়ারী মাসে বঙ্গদেশীয় সামাজিক বিজ্ঞান-সe, (Bengal Social Science Association) to otifs সভার প্রারম্ভ হইতে প্যারীচঁাদ অবৈতনিক সম্পাদক-পদে নিযুক হইয়াছিলেন । এই পদ তিনি ১৮৭৫ খৃষ্টাব্দে ত্যাগ করিয়াছিলেন।... ১৮৬৩ খৃষ্টাব্দের ৬ আইন পাশ হইলে প্যারীচঁাদ একজন হসটি অফ দি পিস মনোনীত হইয়াছিলেন । ১৮৭১ খৃষ্টাব্দের জুন মাসে মিউনিসিপ্যাল চেয়ারম্যান জস্টিস্দের একটি সংশোধিত তালিকা প্রকাশ করিয়াছিলেন, আমরা ইহাতেও প্যারীচাদের নাম দেখিতে পাই । সুতরাং বলিতে হুইবে যে, প্যারীচঁাদ ১৮৬৩ হইতে ১৮৭৬ পৰ্য্যস্ত মিউনিসিপ্যাল কমিশনার ছিলেন ।••• stres otos; ca atch vistăşto House of Correction ---এবং জেলের পরিদর্শক নিযুক্ত হইয়াছিলেন । এই সময়ে তিনি হাইকোর্টের গাণ্ড জুরর মনোনীত হইয়াছিলেন । ১৮৬৫ খৃষ্টাব্দের ১৩ আইনের বলে স্পেশাল জুয়ব মনোনীত হইয়াছিলেন।...এই সমযে তিনি কলিকাতার অবৈতনিক্ষ ম্যাক্তিষ্ট্রেটের পদে মনোনীত হইয়াছিলেন ।--- প্যারীচান ১৮৬৮ খৃষ্টাব্দের জানুয়ার মাস হইতে ১৮৭ জানুয়ার **To Bengal legislative Conncil-ga Hoy forgia বন্ধুদের প্রতি অনুরাগ-র্তাহার বাল্যবন্ধু রসিককৃষ্ণ মল্লিক এবং রাধানাথ শিকদার উভয়েই উপহাদের চরমপত্রে প্যারীচাদকে অতি নিযুক্ত করিয়া যান । এই অবৈতনিক কাৰ্য্য সম্পাদনাঙ্কে আদালছ ও উত্তরাধিকারীর উভয়েই সন্তুষ্ট হুইয়াছিল । কাহারও কোনও বৈষয়িক বিবাদ-বিসংবাদে তিনি প্রায়ই মধ্যস্থ হইয়া মিটাইয় দিতেন । বদল্পতা—১৮৬৬-৬৭ খৃষ্টাব্দের ভুক্তিক্ষে প্যারীচঁাদ নিজ বাটতে একটা অন্নসত্র খুলিয়া প্রত্যহ দুঃখীদের স্বল্প বিতরণ করিতেন। তাহার জমিদারীতে তিনি প্রজাদের জলকষ্ট নিবারণার্থে “কুমার পুকুর” নামে এক পুষ্করিণী খনন করিয়া দিয়াছিলেন । সমাজ-সংস্কার—তাহার বাঙ্গালী ভাষার দ্বিতীয় পুস্তকে তিনি গল্পছলে কুরাপানের অনিষ্ট সম্বন্ধে লিখিয়াছিলেন । তিনি স্ত্রীশিক্ষার একজন আবেগপূর্ণ আস্তরিক পক্ষপাতী ছিলেন, এবং ১৮৪৯ খৃষ্টাকে মে মাসে "হিন্দু বালিক বিদ্যালয়" ( বেথুন সাহেবের স্কুল) স্থাপিত হইলে স্বীয় কৰ্ম্মাকে শিক্ষার্থে প্রেরণ করিয়াছিলেন । Y. আনুমানিক ১৮৬৩ খৃষ্টাব্দে ব্রাহ্মসমাজের উদ্যোগে “ব্রাহ্মবন্ধুসভা" নামে সত্য স্থাপিত হইয়াছিল । স্ত্রীশিক্ষাবিস্তার ইহার অন্ততম উদেঙ্গ ছিল । সভা প্যারীচাদের প্রণীত পুস্তকগুলি বালিকাদের পাঠোপযোগ বলিয়া নির্ণয় করিয়াছিল। যখন মিস্ প্লী ৰণপেণ্টার প্রথমবাব কলিকাতায় আসিয়া স্ত্রীশিক্ষা সম্বন্ধে আন্দোলন করিয়াছিলেন, প্যারীচঁাদ তাহাতে যোগদান করিয়াছিলেন । ১৮৬৬ খৃস্থার ডিসেম্বর মাসে ব্রাহ্মসমাজগৃহে এক সভার অধিবেশন হইয়াছিল। তাছাতে মিস কাপেন্টার সর্বপ্রথমে তাহার প্রস্তাব এদেশবাসীদের গোচরীভূত