পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মৃত্যুর পর আমীয়স্বজনপরিবৃত বামনদাস বহু ছিলেন। জীবনের শেষ কিছু কাল দিন রাত্রে একবার আহার করিতেন । পড়া ও লেখা তাহার সৰ্ব্বাপেক্ষ প্রিয় কাজ ছিল । জীবনের শেষ কয়েক বৎসর চোখে ছানি হওয়ায় তিনি ভাল দেখিতে পাইতেন না । কিন্তু তখনও সমস্ত দিন জাগ্রত অবস্থায় হয় পড়িতেন কিম্বা লিখিতেন । যখন চোখ ভাল ছিল, তখন সন্ধ্যার পরও কয়েক ঘণ্টা কাজ করিতেন । তিনি নানা বিষয়ে যত বহি লিখিয়ছিলেন, তাহার কতকগুলি অপ্রকাশিত আছে । তাহার প্রকাশিত ও অপ্রকাশিত সমুদয় গ্রন্থের পুরা তালিকা ডিসেম্বর মাসের ‘মড়ার্ণ রিভিউ পত্রিকায় দেওয়া হইয়াছে । ভারতবর্ষে ঈষ্ট ইণ্ডিয়া কোম্পানীর রাজত্ব প্রতিষ্ঠিত হইবার তিনি ইংরেজীতে যে প্রায় আড়াই হাজার পৃষ্ঠাব্যাপী ইতিহাস লিথিয়াছেন, স্বদেশে ও বিদেশে নিরপেক্ষ লোকদের নিকট তাহ আদৃত হইয়াছে । আমেরিকার ভারতবন্ধু সাণ্ডার্ল্যাণ্ড সাহেব তৎসম্বন্ধে বলিয়াছেন, “আমার বিবেচনায় ভারতবর্ষে ব্রিটিশ রঞ্জত্বের যত ইতিহাস আছে, ইহা তন্মধ্যে সৰ্ব্বোৎকৃষ্ট, এবং যে কেহ যত্বপূর্বক এই সময়ের ইতিহাস পড়িতে চান, র্তাহার পক্ষে ইহা একান্ত আবশ্ব)ক ৷” ঐতিহাসিক আরও যত বহি তিনি লিখিয়াছেন, তাহাও উৎকৃষ্ট। তৎসমুদয়ও স্বধীসমাজে আদৃত হইয়াছে । বিলাতী ওয়েষ্টমিন্‌ষ্টার গেজেটের ভূতপূৰ্ব্ব সম্পাদক বিখ্যাত সাংবাদিক স্পেণ্ডার সাহেব তাহার “পরিবর্তনশীল zibi” (The Changing East ) aims or ২৩ পৃষ্ঠায় লিখিয়াছেন, জীবনের নানা বিভাগে শক্তিমান লোক ভারতে যত আছে, অন্ত কোন প্রাচ্য দেশে তত নাই । তাহার মতে ভারতের বিস্তর লোক ইউরোপের