পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 eV. প্রবাসী—পৌষ, ১৩৩৭ / [ ৩eশ ভাগ, ২য় খণ্ড l হইবার সময় ঐ টুকরাগুলিরই ওজন আড়াই মণ হইয়াছিল । অতএব, ইহা আশ্চর্য্যের বিষয় নহে, যে, র্তাহাকে অন্য অফিসারেরা বাতিক গ্রস্ত মনে করিয়াছিল । তাহার পুরাতন পত্রিক ক্রয়ের অভ্যাস দ্বারা “প্রবাসী” উপকৃত হইয়াছিল। বহু বৎসর পূৰ্ব্বে যখন রবীন্দ্রনাথ পাশ্চাত্য ইংরেজী পত্রিক হইতে প্রবাসীতে সারসংগ্রহ করিয়া দিতেন, তখন মেজর বক্স এলাহাবাদ হইতে রেলে বাক্সবন্দী করিয়া ঐ সব পত্রিকা কবিকে পাঠাইতেন । সংবাদপত্র হইতে কর্তিত ও রক্ষিত এই টুকরাগুলির মধ্যে কিছু তাহার কোন কোন গ্রন্থের জন্য, কতক বা তাহার লিখিত প্রবন্ধ-সমূহের জন্য ব্যবহৃত হইয়াছিল। আমিও কিছু ব্যবহার করিয়াছি। সম্ভবতঃ এখনও কিছু সঞ্চিত আছে । ভারতবর্ষে কোম্পানীর রাজত্ব কিরূপে প্রতিষ্ঠিত হইল, তাহা জানিবার এবং মানুষকে জানাইবার প্রবল বাসন হইতে র্তাহার ভারতে ইংরেজ-রাজত্ব স্থাপন-বিষয়ক পূৰ্ব্বোক্ত বৃহৎ গ্রন্থের উৎপত্তি। ইতিহাস কিরূপ হওয়া উচিত, তাহার জন্য কিরূপ উপকরণ সংগৃহীত হইয়। তাহা কি প্রকারে লিখিত হওয়া উচিত, তদ্বিষয়ে তিনি অনেক অধ্যয়ন ও চিন্তা করিয়াছিলেন । এই গ্রন্থের দীর্ঘ ভূমিকা পড়িলে তাহার পরিচয় পাওয়া যায়। তিনি ভারতবর্ষের ব্রিটিশ অধিকার যুগের ইতিহাস সম্বন্ধে যাহা পড়িয়াছিলেন ও সংগ্ৰহ করিয়াছিলেন, সমুদয় তাহার গ্রন্থাবলীতে ব্যবহার করিতে পারেন নাই। তিনি গবেবকদিগকে আহলাদের সহিত পঠিতব্য গ্রন্থতালিকা দিতেন, অনেক সময় গ্রন্থ ধার দিতেন। তিনি মৃত্যুকাল পর্য্যস্ত এলাহাবাদ পাব্লিক লাইব্রেরীর কমিটির সভ্য ছিলেন। তিনি যখন উহার সেক্রেটরী ছিলেন, তখন কোম্পানীর আমলের ভারতবর্ষ সম্বন্ধীয় পালেমেণ্টের সমুদয় রিপোর্ট আনাইয়াছিলেন। ব্রিটিশ অধিকারভুক্ত ভারতবর্ষের প্রকৃত ইতিহাস জানিবার পক্ষে এগুলি অত্যাবশ্যক । ইহার কতকগুলি তিনি পড়িয়াছিলেন। এই ঐতিহাসিক উপাদানগুলি ভারতীয় ঐতিহাসিক গবেষকেরা ব্যবহার করেন না বলিয়া তিনি দুঃখ করিতেন । “: ভারতবর্ষ-সম্পূক্ত এইরূপ রিপোর্টসংগ্রহ এলাহাবাদ' পাব্লিক লাইব্রেরীতে যেরূপ আছে,সেরূপ ভারতবর্ষের আর কোন লাইব্রেরীতে আছে বলিয়া অবগত নহি । তিনি নিজে কয়েক হাজার টাকা এবং নিজের লাইব্রেরীটি দিয়া এবং আরও অধিক অর্থ সংগ্ৰহ করিয়া একটি গবেষণামন্দির স্থাপনের চেষ্টা করিয়াছিলেন, কিন্তু তাহা কার্য্যে পরিণত হয় নাই । এলাহাবাদ পাব্লিক লাইব্রেরীর জন্য প্রতি বৎসর টাকার বরাদ্ধ অনুযায়ী নানা বিষয়ে নূতন বহি কেন হয়। কমিটির এক এক জন সভোর এক এক বিষয়ে বহির তালিক দিবার কথা । কিন্তু মেজর বসুকে নিজের বিষয় ছাড়া অন্য বিষয়েও বহির নাম দিতে হইত। তিনি ভারতে ঔষধাৰ্থ ব্যবহৃত নানা উদ্ভিজ্জ ও অন্য । জিনিষ সংগ্ৰহ করিয়াছিলেন। এই সংগ্রহকে কেন্দ্র করিয়া তিনি কর্ণেল কীৰ্ত্তিকর এবং একজন ভারতীয় সিবিলিয়ানের সহযোগিতায় ঔবধার্থে ব্যবহৃত ভারতীয় . উদ্ভিদ-বিষয়ক তাহার মূল্যবান গ্রন্থ রচনা করেন। এই গ্রন্থের সাহায্যে ভারতীয় ঔষধ প্রস্তুতকৰ্ত্তারা ঔষধ প্রস্তুত করিলে অর্থ উপার্জন করিতে এবং লোকহিত সাধন করিতে পারিবেন। ১৯১০-১১ সালে এলাহাবাদে যে প্রদর্শনী হয়, বসু মহাশয় তাহার প্রত্নতত্ত্ব ও ভারতীয় ঔষধ এই | ছুটি বিভাগের ভারপ্রাপ্ত কমিটির সভ্য ছিলেন । " প্রদর্শনীতে র্তাহার ঔষধসংগ্রহ প্রদর্শিত হয় । এই সংগ্রহ তিনি এলাহাবাদ মিউনিসিপালিটীর প্রস্তাবিত । মিউজিয়মে দান করিয়া গিয়াছেন। প্রদর্শনীর। কমিটির সভ্য থাকায় তিনি আর দুটি কাজ করিতে পারিয়াছিলেন। তাহার চেষ্টায় ভারতীয় চিত্রকলা প্রদর্শনের বন্দোবস্ত হয় এবং তাহার প্রস্তাব অনুসারে" ডাঃ আনন্দ কুমারস্বামীকে চিত্র-বিভাগের ভার দেওয়া হয়। দ্বিতীয় কাজটি,ভারতীয় কাপাস ও পশমী কাপড় ও কম্বল আদির যে নমুনা বহি কোম্পানীর আমলে প্রস্তুত হয়, তাহ। তিনি লক্ষেী হইতে আনাইয়া প্রদর্শনীতে দেখান। এই নমুনা বহির অস্তিত্ব সম্বন্ধে আমাদের কিছুই